একাধিক শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট: ( Bangladesh Handloom Board BHB New Job Circular 2022) সম্প্রতি লোক নিয়োগ দেয়ার জন্য একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট। ৯ টি পদে ৯ জনকে নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট। খন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নির্দেশিকা, ২০২১” অনুযায়ী নিম্নবর্ণিত পদে খন্ডকালীন শিক্ষক/কর্মচারী নিয়োগ করা হবে: বিস্তারিত সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেখুন..
BHB New Job Circular 2022 – একাধিক শিক্ষক নিয়োগ দেবে বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট
প্রতিষ্ঠানের নাম: | বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইন্সটিটিউট |
শূন্যপদের সংখ্যা: | ০৯ টি |
আবেদনের শুরু তারিখ: | অক্টোবর, ২০২২ খ্রি. |
আবেদনের শেষ তারিখ: | ১৫ অক্টোবর২০২২ খ্রি. |
আবেদনের পদ্ধতি: | সংযুক্ত বিজ্ঞপ্তিতে দেখুন |
সূত্র: | সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইট। |
ওয়েবসাইট: | http://bhb.gov.bd/ |
Bangladesh Handloom Board BHB Job Circular ⇔ Click Here
২। গন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের শর্তাবলীঃ দক্ষতা থাকতে হবে।
(ক) বাংলাদেশের স্থায়ী নাগরিক হতে হবে;
(খ) বয়স অনুর্দ্ধ ৫০ বছর;
(গ) শিক্ষাগত যোগ্যতার কোন পর্যায়ে ৩য় বিভাগ/শ্রেণী গ্রহণযোগ্য নয় এবং
(ঘ) খন্ডকালীন শিক্ষক ও কর্মচারী নিয়োগের সাথে রাজস্ব খাতের নিয়োগের কোন সম্পর্ক নেই।
৩। প্রার্থী বাছাই প্রক্রিয়াঃ লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে উপযুক্ত প্রার্থী বাছাই করা হবে। বাছাই পরীক্ষার মোট নম্বর হবে ১০০ (নম্বর বিভাজনঃ বিষয়ভিত্তিক-৫০; বাংলা-১০; ইংরেজি-১০; সাধারণজ্ঞান-০৫; সাম্প্রতিক বিশ্ব ও বাংলাদেশ-০৫; সনদপত্র-০৫ এবং মৌখিক ১৫ নম্বর)।
৪। খন্ডকালীন শিক্ষকের সম্মানীঃ খন্ডকালীন শিক্ষকের সর্বসাকূল্যে মাসিক সম্মানী ১২,০০০/=(বার হাজার) টাকা এবং খন্ডকালীন সহকারী রেজিস্টারের সর্বসাকূল্যে মাসিক সম্মানী ১৫,০০০/= (পনের হাজার) টাকা।
৫। আবেদনের নিয়ম, লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণঃ আগ্রহী প্রার্থীদের আহবায়ক, খন্ডকালীন শিক্ষক বাছাই কমিটি, বাতাশিগ্রই, নরসিংদী বরাবরে স্বহস্তে লিখিত আবেদন আহবান করা যাচ্ছে। আগ্রহী প্রার্থীদের জীবন বৃত্তান্ত, সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র ও মার্কশীট, অভিজ্ঞতার সনদপত্র (প্রযোজ্য ক্ষেত্রে), জাতীয় পরিচয় পত্রের ফটোকপি, সদ্যতোলা পাসপোর্ট সাইজের দুই কপি রঙ্গিন ছবি ইত্যাদি কাগজপত্র নিয়ে আগ্রহী প্রার্থীদের আগামী ১৫/১০/২০২২ খ্রিঃ তারিখ সকল ৯.০০ ঘটিকার সময় লিখিত ও মৌখিক জন্য বাংলাদেশ তাঁত শিক্ষা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট, বাংলাদেশ তাঁত বোর্ড, সাহেপ্রতাপ, নরসিংদীতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো যাচ্ছে।