Bangladesh Sugarcrop Research Institute BSRI Job Circular – www.bsri.gov.bd

Bangladesh Sugarcrop Research Institute Offer Some New Vacancy at www.bsri.gov.bd. Recruitment Notice of Bangladesh Sugarcrop Research Institute also found at alljobscircularbd.com. Educational Qualification for the Bangladesh Sugarcrop Research Institute BSRI job circular Exam Date, written Result and Admit Card Notice below this Post . Most of the government jobs, Bank jobs and Non govt job application completed by Online method by Official Website. You can also know how to apply Bangladesh Sugarcrop Research Institute BSRI job circular in 2018.

Bangladesh Sugarcrop Research Institute Some New Vacancy at www.bsri.gov.bd. Educational Qualification for the Bangladesh Sugarcrop Research Institute BSRI online jobs circular written below this Post. You can also know how to apply Bangladesh Sugarcrop Research Institute BSRI job circular in 2018.

Bangladesh Sugarcrop Research Institute BSRI Job Circular

Many people find government jobs such as Bangladesh Sugarcrop Research Institute BSRI job Circular . Now Bangladesh Sugarcrop Research Institute published new jobs circular. Before apply Bangladesh Sugarcrop Research Institute BSRI job through Online keep below this short Information.

Application Published Date : 16 March 2019
Job Type : Government Jobs
Source : The Daily Ittefaq Jobs
Official website : www.bsri.gov.bd

Online Application Start Date : See circular below
Application Fee : 200 Taka
Application Last Date : 08 April 2019
Total Post : 01
Job Location : Dhaka
Salary : 16,000 – 38,640 Taka
For more information see below this original circular

ক্রমিক নংপদের নাম ও বেতনস্কেল

(জাতীয় বেতনস্কেল ২০১৫ অনুযায়ী)

পদ সংখ্যা (টি)বয়সশিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
1।সহকারী শিক্ষক (পদার্থ বিজ্ঞান)

১৬০০০-৩৮৬৪০/-  গ্রেড-১০

০1 টিসর্বোচ্চ ৩০ বৎসর(ক) কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকসহ বি.এড ডিগ্রী; এবং

(খ) শিক্ষা জীবনে সকল পরীক্ষায় অন্যূন দ্বিতীয় বিভাগ/শ্রেণী থাকিতে হইবে;

(গ) অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হইবে।

 

নিম্নলিখিত বিবরণসহ আবেদনপত্র ‘মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী-৬৬২০, পাবনা’ বরাবরে আগামী 08/04/2019 খ্রি. তারিখের মধ্যে অফিস চলাকালীন সময়ের মধ্যে পৌঁছাইতে হইবে। নির্ধারিত তারিখ ও সময়ের পরে কোন আবেদনপত্র গ্রহণ করা হইবে না। উল্লেখ্য যে, ইতোপূর্বে যাহারা আবেদন করিয়াছেন তাহাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই।

১।   বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট এর Website: www.bsri.gov.bd এ প্রদত্ত মডেল ফরম অনুযায়ী আবেদন করিতে হইবে।

২।    আবেদনপত্রের সঙ্গে নিম্নলিখিত কাগজপত্রাদি সংযুক্ত করিতে হইবেঃ

(ক) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামসহ) সত্যায়িত সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্রের অনুলিপি।

(খ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদপত্র।

(গ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক (নামসহ) সত্যায়িত ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান/পৌরসভা মেয়র/সিটি কর্পোরেশন মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্রের অনুলিপি।

(ঘ) প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা ০৩ (তিন) কপি পাসপোর্ট সাইজের ছবি।

3।    08/04/2019 খ্রি. তারিখে প্রার্থীর বয়স ৩০ বছরের মধ্যে হইতে হইবে। তবে শুধুমাত্র মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়সসীমা ৩২ বছর পর্যন্ত (স্বপক্ষে সংশ্লিষ্ট সনদ দাখিল সাপেক্ষে) প্রযোজ্য হইবে। বয়স নিরূপণের ক্ষেত্রে এফিডেভিট গ্রহণযোগ্য নয়।

৪।    চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করিতে হইবে।

5।    নিয়োগের ক্ষেত্রে প্রচলিত নিয়োগ বিধি-বিধানসহ সরকারের সর্বশেষ অপরাপর যাবতীয় বিধি-বিধান/আদেশ প্রযোজ্য হইবে। ইতোমধ্যে এতদবিষয়ে সরকার কর্তৃক কোন নতুন নির্দেশনা জারী হইলে তাহা অত্র নিয়োগের ক্ষেত্রেও প্রযোজ্য হইবে।

6।    আবেদনপত্রের সহিত মহাপরিচালক, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট, ঈশ্বরদী, পাবনা বরাবর জনতা ব্যাংক লিমিটেড, বাংলাদেশ ইক্ষু গবেষণা ইনস্টিটিউট শাখা, পাবনা এর অনুকূলে যে কোন তফশিলী ব্যাংক হইতে ২০০/- (দুইশত) টাকার (অফেরতযোগ্য) ব্যাংক ড্রাফট/পে-অর্ডার দাখিল করিতে হইবে।

7।    প্রার্থীত পদের নাম ও প্রেরকের ঠিকানা খামের উপর স্পষ্টাক্ষরে লিখিতে হইবে।

8।    প্রাপ্ত সকল আবেদনপত্র প্রাথমিক বাছাইয়ের পর কেবলমাত্র উপযুক্ত প্রার্থীদেরকেই লিখিত পরীক্ষায় ডাকা হইবে। পরবর্তীতে কেবলমাত্র লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদেরকেই মৌখিক পরীক্ষায় ডাকা হইবে। লিখিত ও মৌখিক পরীক্ষায় উপস্থিত হইবার জন্য কোন প্রকার টিএ/ডিএ প্রদান করা হইবে না।

9।    নিয়োগের ক্ষেত্রে কোটা সংক্রান্ত সরকারের সর্বশেষ নীতিমালা অনুসরণ করা হইবে।

10। নিয়োগযোগ্য পদসংখ্যা হ্রাস/বৃদ্ধির ক্ষমতা কর্তৃপক্ষের নিকট সংরক্ষিত থাকিবে।

১1।      কোন কারণ দর্শানো ব্যতিরেকে যে কোন আবেদন পত্র বাতিলসহ নিয়োগ সংক্রান্ত যে কোন সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট কর্তৃপক্ষ সংরক্ষণ করেন।

স্বাক্ষরিত/-

১৪/০৩/২০১৯

প্রধান, প্রশাসন বিভাগ

বিএসআরআই, ঈশ্বরদী, পাবনা

 

How to apply Bangladesh Sugarcrop Research Institute BSR job circular

Are you ready for apply this Bangladesh Sugarcrop Research Institute BSR jobs circular using your Online www.bsri.gov.bd. Let`s follow this instruction and complete your Bangladesh Sugarcrop Research Institute BSR application registration.

Bangladesh Sugarcrop Research Institute BSR Exam Date, Result and Admit Card Notice

Many Candidate search for Bangladesh Sugarcrop Research Institute BSR job exam date, admit card download notice etc, on Google. We are able to provide for your all information about this Government Jobs, Bank jobs, Ngo Jobs circular by our website. When online registration will be complete candidate can be able to download there admit card through Bangladesh Sugarcrop Research Institute BSR Board official website.

To get Daily Government and Non Government Jobs, Company Jobs and NGO jobs, Bank jobs circular Continue with our website and share our post to your time line. You can also able to concretion with us on our Facebook Fan page. For Next Updates about Bangladesh Sugarcrop Research Institute BSR Job circular Notice, Exam Result or Admit card Download stay with us. My Website or comment below for further information. You can also get more notice about Bangladesh Sugarcrop Research Institute BSR to there official website address at www.bsri.gov.bd. Hope you do all this body for g