Common sense questions and answers —সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

These text books can draw both boys and girls, from illustrators to graphic novels, to family fun fantasies. Some are cultural touchstones that are included in every child’s library. Others open their minds to children in a culture beyond their own culture. And there are some modern manifestations that have the timeless quality of the classics – the siblings of the kind handed over and passed around the classroom. Whether you’re a reluctant reader or a budding book reader, be sure to have baby titles. (We’ve included common sense and common sense questions and answers and some for the best of potential readers there!) Want more? Check out the book’s guide to creating your child’s personal library

Most of the Common sense books of the Common sense questions and answers in Google. If you also want to get a Common sense questions and answers in Bangladesh keep reading below this short information.

শিক্ষার্থীকে পড়াশোনা করে শুধু চাকরি খুঁজলে চলবে না, তাকে উদ্যোক্তা হতে হবে: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এত বড় জনসংখ্যার দেশে শিক্ষার্থীকে পড়াশোনা করে শুধু চাকরি খুঁজলে চলবে না, তাকে উদ্যোক্তা হতে হবে। নিজের কর্মসংস্থান নিজের করতে হবে। এজন্য প্রয়োজনীয় শিক্ষা দিতে হবে। তাই সাধারণ শিক্ষার তুলনায় কারিগরি শিক্ষায় বেশি জোর দিচ্ছে সরকার। গতকাল শিক্ষাবিষয়ক সাংবাদিকদের এক অনলাইন সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। দীপু মনি আরও বলেন, সাধারণ ও মাদ্রাসা শিক্ষায় নবম ও দশম শ্রেণিতে কারিগরি শিক্ষার অন্তত দুটি ট্রেড বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে সরকার। ২০২১ সাল থেকে এটি করার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে এর প্রস্তুতি নেওয়া সম্ভব হয়নি।

আশা করছি, ২০২২ সালের প্রথম থেকেই এটি শুরু করা সম্ভব হবে। তিনি বলেন, শিক্ষার্থীদের সময়ের সঙ্গে উপযোগী করে গড়ে তুলতে হবে। কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না। সব ক্ষেত্রে মানসিকতার পরিবর্তন করতে হবে। ভবিষ্যৎ গড়ার যোগ্যতা অর্জন করতে হবে তাদের। পরিকল্পনা করে সেটি নিখুঁতভাবে বাস্তবায়নের চেষ্টা করতে হবে।

মন্ত্রী বলেন, স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্তির জন্য প্রধানমন্ত্রীর অনুমোদন থাকলেও অর্থের সংকুলান না থাকায় তা সম্ভব হয়নি। তিনি বলেন, আগে যত্রতত্র যে কেউ শিক্ষাপ্রতিষ্ঠান স্থাপন করে ফেলত। এখন অনুমোদন নিয়েই এসব স্থাপন করতে হবে।

অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. আমিনুল ইসলাম খান, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আবুল কাশেম, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. মোরাদ হোসেন মোল্ল্যা, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক কায়সার আহমেদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক অধ্যক্ষ শাহজাহান আলম সাজু প্রমুখ বক্তব্য দেন।

Common sense questions and answers —সাধারণ জ্ঞান প্রশ্ন এবং উত্তর

প্রশ্নঃ নীরব শহর বলা হয়?
উঃ রােম।
প্রশ্নঃ আলাের শহর বলা হয়?
উঃ প্যারিস।
প্রশ্নঃ পৃথিবীর সাংস্কৃতিক রাজধানী বলা হয়?
উঃ প্যারিস
প্রশ্নঃ বিশ্বের রাজধানী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ বিগ অ্যাপেল বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সম্মেলনের শহর বলা হয়?
উঃ জেনেভা
প্রশ্নঃ মুক্তার দেশ বলা হয়?
উঃ কিউবা।
প্রশ্নঃ চির শান্তির শহর বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ সকাল বেলার শান্তি বলা হয়?
উঃ কোরিয়া
প্রশ্নঃ চির সবুজের দেশ হল বলা হয়?
উঃ নাটাল।
প্রশ্নঃ প্রাচ্যের ম্যানচেস্টার বলা হয়?
উঃ ওসাকা (জাপান)
প্রশ্নঃ প্রাচ্যের ডান্ডি হল বলা হয়?
উঃ নারায়ণগঞ্জ
প্রশ্নঃ বজ্রপাতের দেশ বলা হয়?
উঃ ভুটান।
প্রশ্নঃ সমুদ্রের বধূ বলা হয়?
উঃ গ্রেট ব্রিটেন
প্রশ্নঃ পশ্চিমের জিব্রাল্টার বলা হয়?
উঃ কুইবেক ।
প্রশ্নঃ স্বর্ণ নগরী বলা হয়?
উঃ জোহনেসবার্গ।
প্রশ্নঃ ল্যান্ড অব মার্বেল বা মার্বেলের শহর বলা হয়? উঃ ইতালি।
প্রশ্নঃ পবিত্র পাহাড় বলা হয়?
উঃ ফুজিয়ামা (জাপান) ।
প্রশ্নঃ গােলাপি শহর বলা হয়?
উঃ রাজস্থান (ভারত)।
প্রশ্নঃ নিশ্ৰুপ সড়ক শহর বলা হয়?
উঃ ভেনিস ।
প্রশ্নঃ দ্বীপের নগরী বলা হয়?
উঃ ভেনিস।
প্রশ্নঃ দ্বীপের মহাদেশ বলা হয়?
উঃ ওশেনিয়া।
প্রশ্নঃ প্রাচ্যের ভেনিস বলা হয়?
উঃ ব্যাংকক
প্রশ্নঃ টেক্সির নগরী বলা হয়?
উঃ মেক্সিকো।
প্রশ্নঃ ধীবরের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ঝর্ণার শহর বলা হয়?
উঃ তাসখন্দ ।
প্রশ্নঃ জাঁকজমকের নগরী বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সিল্ক রুটের দেশ বলা হয়?
উঃ ইরান।
প্রশ্নঃ সােনার অন্তঃপুর বলা হয়?
উঃ ইস্তাম্বুল।
প্রশ্নঃ পৃথিবীর কেন্দ্র বলা হয়?
উঃ পবিত্র মক্কা নগরী
প্রশ্নঃ রৌপ্যের শহর বলা হয়?
উঃ আলজিয়ার্স
প্রশ্নঃ গ্রানাইডের শহর বলা হয়?
উঃ এভারডিন ।
প্রশ্নঃ সালফারের দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি
প্রশ্নঃ দক্ষিণের রানি বলা হয়?
উঃ সিডনি।
প্রশ্নঃ সােনালি প্যাগােডার দেশ বলা হয়?
উঃ মিয়ানমার
প্রশ্নঃ সােনালি তােরণের শহর বলা হয়?
উঃ সানফ্রান্সিসকো
প্রশ্নঃ সােনালি আঁশের দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ প্রাসাদ নগরী বলা হয়?
উঃ কলকাতা (ভারত)।
প্রশ্নঃ রােমান্টিক দ্বীপ বলা হয়?
উঃ সিলিলি |
প্রশ্নঃ হারকিউলিসের স্তম্ভ বলা হয়?
উঃ জিব্রাল্টার মালভূমি
প্রশ্নঃ এশিয়া মাইনর বলা হয়?
উঃ তুরস্ক
প্রশ্নঃ আফ্রিকার মুক্তভূমি বলা হয়?
উঃ লাইবেরিয়া |
প্রশ্নঃ নগর রাষ্ট্র বলা হয়?
উঃ সিঙ্গাপুর
প্রশ্নঃ মুক্ত বন্দর বলা হয়?
উঃ সিঙ্গাপুর |
প্রশ্নঃ ভূমধ্যসাগরের লাইট হাউজ বলা হয়?
উঃ স্ট্রম্বলি আগ্নেয়গিরি ।
প্রশ্নঃ চীনের ধান ভাণ্ডার বলা হয়?
উঃ ইনান প্রদেশ ।
প্রশ্নঃ দ্বৈত নীতির দেশ বলা হয়?
উঃ চীন ।
প্রশ্নঃ সাংস্কৃতি বৈচিত্র্যের দেশ বলা হয়?
উঃ পাপুয়া নিউগিনি।
উত্তরের ভেনিস বলা হয়?
উঃ স্টকহােম
প্রশ্নঃ ক্যাঙ্গারুর দেশ বলা হয়?
উঃ অস্ট্রেলিয়া ।
প্রশ্নঃ মটর গাড়ির শহর বলা হয়?
উঃ ডেট্রয়েট শহর (যুক্তরাষ্ট্র)।
প্রশ্নঃ মরুভূমির দেশ বলা হয়?
উঃ আফ্রিকা
প্রশ্নঃ ভাটির দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ পৃথিবীর ব-দ্বীপ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ নীরব খনির দেশ বলা হয়?
উঃ বাংলাদেশ
প্রশ্নঃ পীত নদীর দেশ বলা হয়?
উঃ হােয়াংহাে
প্রশ্নঃ হলদে নদীর দেশ বলা হয়?
উঃ হােয়াংহাে।
প্রশ্নঃ লিলি ফুলের দেশ বলা হয়?
উঃ কানাডা।
প্রশ্নঃ পঞ্চনদের দেশ বলা হয়?
উঃ পাঞ্জাব (ভারত) ।
প্রশ্নঃ মুক্ত ভূমি/মুক্ত দেশ বলা হয়?
উঃ থাইল্যান্ড ।
প্রশ্নঃ গােলাপী শহর বলা হয়?
উঃ জয়পুর (রাজস্থান) ।
প্রশ্নঃ অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়?
উঃ আফ্রিকা ।
প্রশ্নঃ প্রাচীরের দেশ বলা হয়?
উঃ চীন।
প্রশ্নঃ ভূমিকম্পের দেশ বলা হয়?
উঃ জাপান
প্রশ্নঃ ব্রিটেনের বাগান বলা হয়?
উঃ কেন্ট (ইংল্যান্ড)
প্রশ্নঃ মসজিদের শহর বলা হয়?
উঃ ঢাকা।
প্রশ্নঃ রিকশার শহর বলা হয়?
উঃ ঢাকা।
প্রশ্নঃ স্কাই স্ক্রাপার্সের শহর বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ গগনচুম্বী অট্টালিকার শহর বলা হয়?
উঃ নিউইয়র্ক
প্রশ্নঃ সাদা শহর বলা হয়?
উঃ বেলগ্রেড (সার্বিয়ার রাজধানী)
প্রশ্নঃ বাতাসের শহর বলা হয়?
উঃ শিকাগাে
প্রশ্নঃ উদ্যানের শহর বলা হয়?
উঃ শিকাগাে।
প্রশ্নঃ চির বসন্তের নগরী বলা হয়?
উঃ কিটো (দক্ষিণ আমেরিকা) ।
প্রশ্নঃ সমুদ্রের বধু বলা হয়?
উঃ গ্রেট বিটেন। |
প্রশ্নঃ প্রাচ্যের গ্রেট ব্রিটেন বলা হয়?
উঃ জাপান
প্রশ্নঃ দক্ষিণের গ্রেট ব্রিটেন বলা হয়?
উঃ নিউজিল্যান্ড
প্রশ্নঃ শ্বেতাঙ্গদের কবরস্থান বলা হয়?
উঃ গিনিকোস্ট
প্রশ্নঃ সূর্যোদয়ের দেশ বলা হয়?
উঃ জাপান।
প্রশ্নঃ নিশীথ সূর্যের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ইউরােপের রুগ্ন মানুষ বলা হয়?
উঃ তুরস্ক ।
প্রশ্নঃ বাংলার ভেনিস বলা হয়?
উঃ বরিশাল
প্রশ্নঃ আফ্রিকার সিংহ বলা হয়?
উঃ ইথিওপিয়া। |
প্রশ্নঃ হর্ন অব আফ্রিয়া বলা হয়?
উঃ ইথিওপিয়া ।
প্রশ্নঃ পার্ল অব আফ্রিকা বলা হয়?
উঃ উগান্ডা।
প্রশ্নঃ চীনের দুঃখ বলা হয়?
উঃ হােয়াংহাে নদী
প্রশ্নঃ ভূ-মধ্য সাগরের প্রবেশদ্বার বলা হয়?
উঃ জিব্রাল্টার প্রণালী
প্রশ্নঃ ম্যাপল পাতার দেশ বলা হয়?
উঃ কানাডা।
প্রশ্নঃ ইউরােপের ক্রীড়াঙ্গন বলা হয়?
উঃ সুইজারল্যান্ড ।
প্রশ্নঃ ইউরােপের ককপিট বলা হয়?
উঃ বেলজিয়াম
প্রশ্নঃ ইউরােপের রণক্ষেত্র বলা হয়?
উঃ বেলজিয়াম ।
প্রশ্নঃ ইউরােপের প্রবেশ দ্বার বলা হয়?
উঃ ভিয়েনা। |
প্রশ্নঃ ইউরােপের বুট বলা হয়?
উঃ ইতালি
প্রশ্নঃ ছিদ্রায়িত রাষ্ট্র বলা হয়?
উঃ ইতালি।
প্রশ্নঃ নিমজ্জমান নগরী বলা হয়?
উঃ হেগ।
প্রশ্নঃ মুক্তার দ্বীপ বলা হয়?
উঃ বাহরাইন।
প্রশ্নঃ পান্না দ্বীপ বলা হয়?
উঃ আয়ারল্যান্ড
প্রশ্নঃ আগুনের দ্বীপ বলা হয়?
উঃ আইসল্যান্ড
প্রশ্নঃ নিশীথ সূর্য উদয়ের দেশ বলা হয়?
উঃ নরওয়ে
প্রশ্নঃ ভূ-স্বর্গ বলা হয়?
উঃ কাশ্মীর
প্রশ্নঃ নিষিদ্ধ দেশ বলা হয়?
উঃ তিব্বত। ।
প্রশ্নঃ নিষিদ্ধ শহর/নগরী বলা হয়?
উঃলাসা
প্রশ্নঃ পৃথিবীর চিনির আধার বলা হয়?
উঃ কিউবা।
প্রশ্নঃ পৃথিবীর ছাদ বলা হয়?
উঃ পামির মালভূমি ।
প্রশ্নঃ বৃহদাকার চিড়িয়াখানা বলা হয়?
উঃ আফ্রিকা ।
প্রশ্নঃ হাজার হ্রদের দেশ বলা হয়?
উঃ ফিনল্যান্ড
প্রশ্নঃ হাজার দ্বীপের দেশ বলা হয়?
উঃ ইন্দোনেশিয়া
প্রশ্নঃ মন্দিরের শহর বলা হয়?
উঃ বেনারস
প্রশ্নঃ মরুভুমির দেশ বলা হয়?
উঃ আফ্রিকা।
প্রশ্নঃ পবিত্র দেশ বলা হয়?
উঃ প্যালেস্টাইন (ফিলিস্তিন) ।
প্রশ্নঃ পবিত্র ভূমি বলা হয়?
উঃ জেরুজালেম |
প্রশ্নঃ পৃথিবীর রুটির ঝুড়ি বলা হয়?
উঃ প্রেইরি (উত্তর আমেরিকা) ।
প্রশ্নঃ রাশিয়ার/সােভিয়েত ইউনিয়নের রুটির ঝুড়ি বলা হয়?
উঃ ইউক্রেন
প্রশ্নঃ ইউরােপের রুটির ঝুড়ি বলা হয়?
উঃ ইউক্রেন ।
প্রশ্নঃ সাদা হাতির দেশ হল বলা হয়?
উঃ থাইল্যান্ড
প্রশ্নঃ বাজারের শহর বলা হয়?
উঃ কায়রাে।
প্রশ্নঃ নীল নদের দান বলা হয়?
উঃ মিশর।
প্রশ্নঃ পিরামিডের দেশ বলা হয়?
উঃ মিশর
প্রশ্নঃ পৃথিবীর কসাইখানা বলা হয়?
উঃ শিকাগাে
প্রশ্নঃ সাত পাহাড়ের দেশ বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ সাত পাহাড়ের শহর বলা হয়?
উঃ রােম
প্রশ্নঃ পােপের শহর বলা হয়? 
উঃ রােম

Coronavirus horror In world

Searches related to ছোটদের সাধারন জ্ঞান প্রশ্ন উত্তর