eservice.pmeat.gov.bd/admission ২০২২-২৩ অর্থবছরে স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে সহায়তা দেবে সরকার, আবেদন শুরু ২৮ আগস্ট থেকে

The government will provide assistance to poor and talented students for admission to graduate and equivalent classes. (eservice pmeat gov bd admission )Online application for this will start on August 28, which will continue till September 29. This information is known from the circular signed by Mohammad Anwar Hossain Sohag, Assistant Director of Prime Minister’s Education Support Trust on Tuesday.

২০২২-২৩ অর্থবছরে স্নাতক ও সমমান শ্রেণিতে ভর্তিতে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের সহায়তা দিতে যাচ্ছে সরকার ⇔ eservice pmeat gov bd admission। এ জন্য অনলাইন আবেদন শুরু হবে ২৮ আগস্ট থেকে। এ আবেদনপ্রক্রিয়া চলবে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। গত মঙ্গলবার প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট ২০২২-২৩ অর্থবছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়/কলেজ/মাদ্রাসা পড়ুয়া স্নাতক ও সমমান পর্যায়ের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি নিশ্চিতে ভর্তি সহায়তা দেওয়া হয়। ইতিমধ্যে সব বিশ্ববিদ্যালয়/মাদ্রাসায় ভর্তি পরীক্ষা গ্রহণ এবং শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি প্রায় সম্পন্ন হয়েছে।

আমাদের ওয়েবসাইটে প্রতিদিন চাকরির খবর পেতে নিয়মিত ভিজিট করুন ⇔ alljobscircularbd.com

ভর্তি সহায়তা পাওয়ার জন্য শিক্ষার্থীকে এই লিংকে প্রবেশ করে অনলাইনে আবেদন করতে হবে। ই-ভর্তি সহায়তার ব্যবহার নির্দেশনা অনুসরণ করে প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করে শিক্ষার্থীকে আগামী ২৮ আগস্ট থেকে ২৯ সেপ্টেম্বর পর্যন্ত সিস্টেম ব্যবহার করে (স্নাতক ও সমমান শ্রেণির শিক্ষার্থী) আবেদন করতে হবে।