How to know the result of admission in merit list

National University Admission 1st Merit List Result 2020-21: National University (NU) Honours 1st year admission 1st Merit List result 2020-21 | Jatiya Bissobiddaloy honours vortir ditiyo medha talikar folafol 2021 has been published on 01 September 2021. At first the result has been published through SMS method on 4 PM. The result has been also available on national university Admission Test Related Website and our website at 9 PM.

=> National University Admission result has been prepared according to 1st merit list, 2nd merit list (if necessary) & 1st merit list Migration, Quota & 2nd merit list Migration, 1st Release Slip & 2nd Release Slip.

=>  Associated colleges will get their result by using User ID, Password & OTP. Candidates will get result through SMS (NU<space>ATHN<space>Roll No) & send 16222. They can also get result by visiting National University website at www.nu.ac.bd/admissions & our website.

National university Honours admission 1st Merit List Result 2020-21

Check Your Result Online from below by using Application Roll Number & Pin Number Which was provided to your Primary Application Form.

এ মেধা তালিকায় স্থান প্রাপ্ত ভর্তিচ্ছু কোন প্রার্থী পূর্ববর্তী শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে ভর্তি হয়ে থাকলে তাকে অবশ্যই ২৬ সেপ্টেম্বর তারিখের মধ্যে পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল করতে হবে। একই অথবা দুটি ভিন্ন শিক্ষাবর্ষে কোন প্রার্থী স্নাতক (সম্মান), স্নাতক (সম্মান) প্রফেশনাল ও স্নাতক (পাস) নিয়মিত/প্রাইভেট কোর্সে দ্বৈত ভর্তি হলে তার উভয় ভর্তি বাতিল বলে গণ্য হবে। চলুন জেনে নেওয়া যাক ফলাফল জানার নিয়মসমূহঃ

এস.এম.এস এর মাধ্যমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ২য় মেধা তালিকায় ভর্তির ফলাফল জানার পদ্ধতিঃ

বিকেল ৪টার পরে প্রথমে মোবাইলে এস.এম.এস এর মাধ্যমে ফলাফল করা হবে। এস.এম.এসের মাধ্যমে ফলাফল দেখার পদ্ধতি নিচে দেওয়া হলোঃ

NU<space>ATHN<space>আপনার ভর্তি পরীক্ষার রোল নম্বর

উদাহরণঃ NU<space>ATHN<space>12345

এরপর পাঠাতে হবে 16222 এই নম্বরে।

এখানে, NU= National University
ATHN= Admission Test Honours
Admission Roll No= অনলাইনে ভর্তির আবেদন ফরমে প্রাপ্ত রোল নম্বর বোঝানো হয়েছে।

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষের ভর্তির ফলাফল ও ভর্তির ফরম পূরণের পদ্ধতিঃ

অনলাইনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তির ফলাফল জানতে ও ভর্তির ফরম পূরণ করতে নিচের বক্সে আপনার ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রাপ্ত রোল নম্বর ও পিন নম্বর টাইপ করে লগিন করুন…

Merit List Result

লগিন করতে সমস্যা হলে এই লিঙ্কে ক্লিক করুন

ভর্তি সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও তারিখঃ

মাইগ্রেশন এর ক্ষেত্রেঃ

  • ১ম মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্য থেকে যাদের বিষয় পরিবর্তন হয়েছে তাদের পরিবর্তিত বিষয়ের ফরম প্রিন্ট /পিডিএফ কপি সংগ্রহের তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১
  • কোন শিক্ষার্থীর মাইগ্রেশন করে বিষয় পরিবর্তন হলে তার পূর্বের বিষয়ের ভর্তি বাতিল হয়ে যাবে এবং পরিবর্তিত বিষয়ে তার ভর্তি নিশ্চিত হবে৷ তবে কোন শিক্ষার্থীর বিষয় পরিবর্তন না হলে তার পূর্বের বিষয়ে ভর্তি বহাল থাকবে ৷
  • বিষয় পরিবর্তনের ক্ষেত্রে শিক্ষার্থীকে নতুন করে কোন ফি প্রদান করতে হবে না।
  • বিষয় পরিবর্তনের ফরম সংশ্লিষ্ট কলেজ কর্তৃক অনলাইনে নিশ্চয়ন করতে হবে না৷

২য় মেধাতালিকায় সুযোগ প্রাপ্তদের ক্ষেত্রেঃ

  • ২য় মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চুড়ান্ত ভর্তি ফরম পূরণ করার তারিখঃ ১৯/০৯/২০২১ থেকে ২৬/০৯/২০২১
  • ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের অনলাইনে চূড়ান্ত ভর্তির ফরম প্রিন্ট করে ভর্তি ফি ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট কলেজে জমা দেয়ার সময়সীমাঃ ২০/০৯/২০২১ থেকে ২৭/০৯/২০২১
  • সংশ্লিষ্ট কলেজ কর্তৃক ২য় মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি নিশ্চয়নের সময়সীমাঃ ২০/০৯/২০২১ থেকে ২৮/০৯/২০২১
  • সংশ্লিষ্ট কলেজকে ২য় মেধা তালিকায় ভর্তিকৃত শিক্ষার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত রেজিস্ট্রেশন ফি সোনালী ব্যাংক শাখায় জমা দেয়ার তারিখ: ২৯/০৯/২০২১ থেকে ০৫/১০/২০২১

Merit List Result

ভর্তি হতে যে সকল কাগজপত্র লাগবেঃ

  • অনলাইন থেকে মূল আবেদন ফর্মের – ২ সেট (অবশ্যই A4 অফসেট সাদা কাগজেকালার প্রিন্ট করতে হবে)।
  • প্রাথমিক আবেদনের প্রবেশপত্র – ২সেট।
  • পাসপোর্ট সাইজের ছবি ৪টি এবং স্ট্যাম্প সাইজ ৪টি পেছনে নাম লিখে দিতে হবে (কলেজভেদে কম বেশি হতে পারে)।
  • এসএসসি ও এইচএসসি এর সনদপত্র/প্রশংসা পত্রের সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি  মূল নম্বরপত্রের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • এসএসসি ও এইচএসসি রেজিস্ট্রেশন কার্ডের (এইচএসসি এর মুল কপি) সত্যায়িত ফটোকপি – ২ সেট।
  • টাকা জমার রশিদ।
  • চারিত্রিক সনদপত্র (সাধারণত লাগেনা, কোন কোন কলেজে লাগতে পারে) – ২ টি।

উল্লেখ্য, সকল কাগজপত্র ২ কপি করে ২সেট বানাতে হবে যার এক কপি বিভাগীয় সেমিনারে এবং এক কপি অফিসে জমা দিতে হবে।

ভর্তি ফিঃ ভর্তি ফি কলেজ ভেদে ভিন্ন হয়ে থাকে তাই যার যার কলেজের নোটিশ বোর্ড থেকে জেনে নেওয়াই ভালো। সাধারণত  সরকারী কলেজ হলে ৪-৫ হাজার আর বেসরকারী কলেজে হলে প্রায় ১০ হাজার টাকা হয়ে থাকে।

২য় মেধাতালিকায় সুযোগ পাননি?

জাতীয় বিশ্ববিদ্যালয় ফলাফল কয়েকটি ধাপে প্রকাশ করে। যেমনঃ

  • ১ম মেধাতালিকা
  • ২য় মেধাতালিকা (আসন খালি থাকা সাপেক্ষে) ও মাইগ্রেসন
  • কোটা ও ও মাইগ্রেসন এবং
  • রিলিজ স্লিপ।

২য় মেধা তালিকার ভর্তি কার্যক্রম শেষে কোটা ও মাইগ্রেশন এর মেধাতালিকা প্রকাশ হবে এতে যাদের কোটা আছে তাদের মধ্যে কিছু প্রার্থী সুযোগ পাবেন। আর কোন মেধা তালিকা কিংবা কোটাতে সুযোগ না পেলেও রিলিজ স্লিপের মাধ্যমে ভর্তির সুযোগ পাবেন।

Mobile users click here to login easily

How To Recover National University Admission Username & password?

You can Recover your Admission Username & Pin Number Which is necessary to check result & Fill up Final Admission Form.

Click here to Recover Your Username & Pin Number.

National University Honours 1st Year Admission 2020-21 all merit list & Merit List Result 2020-21 has been found here after published by national university. So keep visiting our website regularly.