Primary Teacher Question Solution (2022)

Primary Teacher Question Solution 2020 and 2022 upload on my website. Now a Days Job seeker searching for Primary Teacher Question Solution on google. Today Primary Job complete and We collect Job Solution for our Audience . Hope You also want to get Primary Previous Year Question with Solution. Let`s check below Primary Assistant MCQ Test Exam Question with Solution. Today Primary 1st Step Exam Question Solution for the post of Primary Assistant 2022.

Primary Teacher Question Solution

If you want to Download Primary Job Question just save below this image on your Device. 1st Download this Question gets some information about this Exam date and Time. Primary Assistant Teacher MCQ Test Exam solved Today will be published at alljobscircularbd.com . Full Primary Teacher Question Solution MCQ Test DPE question solution will be available here.

Primary Question Solution for 2020 exam Date 03 June 2022. And DPE Question Solution 2022 also upload today.Lets check below your Job exam question solution with Full Question Papers. You may download it on your mobile device.

DPE Question Solution 2022

Primary School Assistant Teacher 1st Step Exam Question and Solution 2022, Primary 1st Step MCQ/Preliminary Question Solution 03 June 2022 found here.

Post Name: Assistant Teacher
Total Vacancy: 32577 (More or less)
Pre-Primary Vacancy: 25630 (more or less)
Primary Vacancy: 6947 (more or less)

Exam Center: District Level 

৩য় ধাপের পরীক্ষার জেলার তালিকাঃ  

১। জয়পুরহাট (সম্পূর্ণ)

২। বগুড়া (সম্পূর্ণ)

৩। নওগাঁ (অবশিষ্ট আংশিক)

৪। নাটোর (অবশিষ্ট আংশিক)

৫। পাবনা (সম্পূর্ণ)

৬। কুষ্টিয়া (অবশিষ্ট আংশিক)

৭। চুয়াডাঙ্গা (সম্পূর্ণ)

৮। ঝিনাইদহ (অবশিষ্ট আংশিক)

৯। নড়াইল (সম্পূর্ণ)

১০। সাতক্ষীরা (অবশিষ্ট আংশিক)

১১। মেহেরপুর (সম্পূর্ণ)

১২। বাগেরহাট (অবশিষ্ট আংশিক)

১৩। জামালপুর (অবশিষ্ট আংশিক)

১৪। নারায়ণগঞ্জ (সম্পূর্ণ)

১৫। রাজবাড়ী (অবশিষ্ট আংশিক)

১৬। গোপালগঞ্জ (সম্পূর্ণ)

১৭। শরীয়তপুর (সম্পূর্ণ)

১৮। কক্সবাজার (সম্পূর্ণ)

১৯। পিরোজপুর  (অবশিষ্ট আংশিক)

২০। পটুয়াখালী (অবশিষ্ট আংশিক)

২১। ঝালকাঠি (সম্পূর্ণ)

২২। ভোলা (সম্পূর্ণ)

২৩। বরগুনা (সম্পূর্ণ)

২৪। সুনামগঞ্জ (অবশিষ্ট আংশিক)

২৫। হবিগঞ্জ (অবশিষ্ট  আংশিক)

২৬। ঠাকুরগাঁ (সম্পূর্ণ)

২৭। দিনাজপুর (সম্পূর্ণ)

২৮। নীলফামারী (সম্পূর্ণ)

২৯। পঞ্চগড় (সম্পূর্ণ)

৩০। কুড়িগ্রাম (অবশিষ্ট আংশিক)

৩১। গাইবান্ধা (অবশিষ্ট আংশিক)

See/download Primary Assistant Teacher 3rd Phase Exam Question Solution 2022 from below:

প্রাথমিক শিক্ষা অধিদপ্তর
পদের নাম: সহকারী শিক্ষক
সময়: ৬০ মিনিট, পরীক্ষার তারিখ: ০৩-০৬-২২, পূর্নমান: ৮০

১। ২০২২ সালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কততম জম্মদিন পালন করা হলো?

ক. ১২৫ খ. ১২৬ গ. ১২৩ ঘ. ১২৪ উ. গ

২। He is jealous  — my prosperity.

ক. for খ. of গ. with ঘ. over উ. খ

৩। একটি ঘরের দৈর্ঘ্য প্রস্তের ৩ গুণ। প্রতি বর্গমিটার ১.৫০ টাকা দরে ঘরটির মেঝে কার্পেট দিয়ে ঢাকাতে মোট ১৮২৪ টাকা ব্যয় হয়। ঘরটির দৈর্ঘ্য কত মিটার?

ক. ২৪ খ. ২৫ গ. ২১ ঘ. ২০ উ. ক

৪। রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে-

ক. শুধু সমকোণে দ্বিখন্ডিত করে

খ. সমকোণে সমদ্বিখন্ডিত করে

গ. সমকোণে অসমভাবে দ্বিখন্ডিত করে

ঘ. শুধু সমদ্বিখন্ডিত করে উ. খ

৫। ক এর ১৫% যদি  খ এর ২০% এর সমান হয় তবে ক:খ = কত?

ক. ৫:৩ খ. ৪:৩ গ. ৩:৪ ঘ. ৫:২     উ. খ 

৬। একটি সমান্তর ধারার সাধারণ অন্তর ৯ এবং ৭ম পদ ৬০ হলে ১২ তম পদটি কত?

ক. ১০৫ খ. ১০৮ গ. ৯০ ঘ. ১০০ উ. ক

৭। ‘তাজা মাছ’ কোন বিশেষণ?

ক. রুপবাচক খ. অংশবাচক গ. অবস্থাবাচক ঘ. গুণবাচক উ. গ

৮। একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত ৬:৮:১০ হলে বৃহত্তম কোণের পরিমাণ কত ডিগ্রী?

ক. ৫৫ খ. ৬৫

গ. ৭৫ ঘ. ৪৫ উ. গ

৯। নিচের কোণ ভগ্নাংটি ছোট?

ক. ২৫ খ. ৪৯ গ. ১৩ ঘ. ৩৭ উ. গ

১০। মুক্তিযুদ্ধকালে জর্জ হ্যারিসন আয়োজিত কনসার্টের নাম কি ছিল?

ক. কনসার্ট ১৯৭১ খ. কনসার্ট ফর বাংলাদেশ

গ. কান্ট্রি কনসার্ট ঘ. লিবারেশন কনসার্ট উ. খ

১১। ভাজক ৭৮, ভাগফল ২৫ এবং ভাগশেষ ভাজকের এক-তৃতীয়াংশ। ভাজ্য কত?

ক. ১৯৭৮ খ. ১৯৭০ গ. ১৯৮০ ঘ. ১৯৭৬ উ. ঘ

১২। দুটি সংখ্যার অর্ধেকের যোগফল ৪০। তাদের পার্থক্যের এক চতুর্থাংশের সমান ১৮। ছোট সংখ্যাটি কত?

ক. ৪ খ. ৮০ গ. ৭৮ ঘ. ১২ উ. ক

১৩। Which one is the correct passive form of “Who will do the work?”

ক. Who will be done the work?

খ. By whom will the work be done?

গ. By whom the work will be done?

ঘ. Who will done the work? উ: খ. By whom will the work be done?

১৪। ‘এ বিশ্বকে এ-শিশুর বাসযোগ্য করে যাব আমি- নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার’। পঙতিটির রচয়িতা কে?

ক. সুকান্ত ভট্টাচার্য খ. কাজী নজরুল ইসলাম

গ. শামসুর রাহমান ঘ. জীবনানন্দ দাশ উ.  ক

১৫। What is the adjective form of the word `People’?

ক. Popularity খ. Popularize

গ. Populous ঘ. Popular উ. গ. Populous

১৬। বাংলা বর্ণমালায় অর্ধমাত্রা বর্ণ কয়টি?

ক. ৮ খ. ৯ গ. ৬ ঘ. ৭ উ. ক

১৭। ৭৫ তম কান চলচ্চিত্র উৎসবে নিচের কোন চলচ্চিত্রটির ট্রেলার উদ্বোধন করা হয়?

ক. টুঙ্গিপাড়ার মিয়া ভাই খ. চিরঞ্জীব মুজিব

গ. মুজিব একটি জাতির রূপকার ঘ. ছিটমহল উ. গ 

১৮। A person who was before another person refers to—-.

ক. contemporary খ. superior গ. successor ঘ. predecessor উ: ঘ. predecessor

১৯। দুই অংক বিশিষ্ট একটি সংখ্যার অংকদ্বয়ের সমষ্টি ৯। অংকদ্বয় স্থান বিনিময় করলে যে সংখ্যা পাওয়া যায় তা প্রদত্ত সংখ্যা হতে ২৭ বেশি। সংখ্যাটি কত?

ক. ৮১ খ. ৪৫ গ. ২৭ ঘ. ৩৬ উ. ঘ 

২০। The study of plants—-

ক. Biology খ. Plantation গ. Biography ঘ. Botany উ. ঘ

২১। ২০ ফুট একটি বাঁশ এমনভাবে কেটে দু’ভাগ করা হলো যেন ছোট অংশ বড় অংশের দুই তৃতীয়াংশ হয়, ছোট অংশের দৈর্ঘ্য কত ফুট?

ক. ১০ খ. ৬ গ. ৭ ঘ. ৮ উ. ঘ 

২২। ব্যাকরণের কাজ কী?

ক. ভালো বক্তা তৈরি করা খ. নতুন ভাষা তৈরি করা

গ. দ্রুত পড়া ও লেখা শেখানো ঘ. ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষা করা উ. ঘ 

২৩। ‘শুক্রবার বিদ্যালয় বন্ধ থাকে’ বাক্যে ‘বিদ্যালয়’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে শুন্য খ. অপাদানে শুন্য

গ. অধিকরণে শুন্য ঘ. কর্তায় শুন্য উ. ক 

২৪। কম্পিউটারের সঙ্গে লাগানো প্রিন্টার কী হিসেবে কাজ করে?

ক. হাব খ. রিসোর্স গ. সার্ভার ঘ. অ্যাডস্টার উ. খ

২৫। ‘স্টপ জেনোসাইড’ প্রামাণ্য চলচ্চিত্রের মূল বিষয়বস্তু–

ক. আগরতলা মামলা খ. ভাষা আন্দোলন

গ. মুক্তিযুদ্ধ ঘ. গণ অভ্যুত্থান উ. গ 

২৬। কোন সালে প্রভাতফেরীতে সর্বপ্রথম ‘একুশের গান’ আমার ভাইয়ের রক্তে—

ক. ১৯৫৪ খ. ১৯৫৯ গ. ১৯৬২ ঘ. ১৯৫২ উ. ক  

২৭। এক খন্ড ‘প্লাটিনাম ও ইরিডিয়ামের তৈরি রড’ এর দৈর্ঘ্য এক মিটার হিসেবে স্বীকৃত। এটি কোন মিউজিয়ামে রক্ষিত আছে?

ক. শিকাগো আর্ট মিউজিয়াম খ. প্যারিস মিউজিয়াম

গ. ব্রিটিশ মিউজিয়াম ঘ. কায়রো মিউজিয়াম উ. খ

২৮। এক নটিকেল মাইল সমান কত ফুট?

ক. ৫০৮০ খ. ৬০৮০ গ. ৭০৮০ ঘ. ৪০৮০ উ. খ

২৯। “দ্বীপ” এর ব্যাসবাক্য-

ক. দুদিকে অপ যার খ. দ্বীপের মত

গ. চার দিকে জল যার ঘ. দুদিকে আবদ্ধ জল যার উ. ক 

৩০। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতা পাঠকের মনে কোন আচরণের উদ্রেক ঘটায়?

ক. সংকোচ খ. পরোপকারিতা গ. সাহসিকতা ঘ. ভয়হীনতা উ. ক 

৩১।  What is the synonym of ‘Competent’?

ক. Capable খ. Prudent গ. Circumspect ঘ. Discreet উ: ক

৩২। কোন শব্দটির বানান সঠিক?

ক. দোষণীয় খ. দূষণীয় গ. দুষনীয় ঘ. দোষনীয় উ. খ

৩৩। ‘পন্ডিতমূর্খ’ পদটির ব্যাসবাক্য নিচের কোনটি?

ক. জ্ঞান থাকতেও যিনি মূর্খ খ. পান্ডিত্যে যিনি মূর্খ

গ. পন্ডিত হয়েও যিনি মূর্খ ঘ. পান্ডিত্যের দ্বারা যিনি মূর্খ উ. গ

৩৪। ‘সিএনজি’ পাম্প থেকে গাড়িতে যে গ্যাস পূর্ণ করা হয় তা মূলত: —

ক. নাইট্রোজেন খ. আর্গন গ. মিথেন ঘ. প্রোপেন উ. ঘ

৩৫। The Antonym of the word ‘awesome’ —

ক. majestic খ. disgusting গ. grand ঘ. daunting উ: খ

৩৬। কোন সংখ্যার বর্গমূলের সাথে ২০ যোগ করলে যোগফল ৫ এর বর্গ হবে?

ক. ৩০ খ. ১৮ গ. ২০ ঘ. ২৫ উ. ঘ

৩৭। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত উড়ালপথে মেট্রোরেলের দূরত্ব কত কি.মি.?

ক. ২০.১০ খ. ২০.৫০ গ. ২৫ ঘ. ২৫.১০ উ. ক

৩৮। Which is the verb of the word ‘Ability’?

ক. Ableness খ. Able গ. Ably ঘ. Enable  উ: ঘ

৩৯। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণে ‘RTC’ এর পূর্ণরূপ কী?

ক. Round Table Conference

খ. Royal Technical Committee

গ. Rawalpindi Technical Committee

ঘ. Road and Transport Corporation উ. ক

৪০। What is the adjective of the word ‘Heart’?

ক.Heartful খ. Heart গ. Hearten ঘ. Heartening উ: ঘ

৪১। একটি কবিতা পড়া হবে, তার জন্যে কী ব্যাকুল প্রতীক্ষা মানুষের: “কখন আসবে কবি?” “কখন আসবে কবি?” পঙক্তিটির রচয়িতা কে?

ক. নির্মলেন্দু গুণ খ. শামসুর রাহমান

গ. ফরহাদ মজহার ঘ. রুদ্র মুহম্মদ শহীদুল্লা উ. ক

৪২। পৃথিবীর প্রাকৃতিক সৌরপর্দা হিসেবে অভিহিত করা হয় কোন স্তরকে?

ক. স্ট্রাটোস্ফিয়ার খ. আয়োনোস্ফিয়ার

গ. ট্রপোস্ফিয়ার ঘ. ওজোনস্ফিয়ার উ. ঘ

৪৩। গ্রীষ্মের বিকেলে আপনি হাঁটতে বের হয়েছেন। বের হওয়ার সময় সূর্য আপনার সামনে ছিল। কিছুক্ষণ পরে আপনি বামদিকে ঘুরলেন, কয়েক মিনিট পরে আপনি ডানদিকে ঘুরলেন। এখন আপনার মুখ কোনদিকে?

ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ উ. খ

৪৪। ‘তামার বিষ’ কথাটির অর্থ-

ক. বিষের কষ্ট খ. অর্থের কু প্রভাব

গ. বিষাক্ত তামা ঘ. অহংকার উ. খ

৪৫। ল্যাটিন ভাষায় ‘সেন্টি’ অর্থ কী?

ক. সহস্রাংশ খ. পঞ্চমাংশ গ. দশমাংশ ঘ. শতাংশ উ. ঘ

৪৬। Which one is similar to Adult:Child

ক. Horse:Mare খ. Cat:Kitten

গ. Swine:Saw ঘ. Human:Animal উ: খ

৪৭। ‘একাত্তরের দিনগুলি’ কার রচিত?

ক. হাসান আজিজুল হক খ. সৈয়দ শামসুল হক

গ. হুমায়ুন আজাদ ঘ. জাহানারা ইমাম উ. ঘ

৪৮। আবহাওয়া অফিসের রিপোর্ট অনুযায়ী ২০২২ সালে মে মাসে চতুর্থ সপ্তাহে বৃষ্টি হয়েছে মোট ৫ দিন। ঐ সপ্তাহে রবিবারে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত?

ক. ৫৭ খ. ২৭ গ. ১৭ ঘ. ১ উ. খ

৪৯।  Which spelling is correct?

ক. Secretariate খ. Secretariat

গ. Secretariat ঘ. Secreteriate উ: গ 

৫০। ভালো কোলেস্টেরল নিচের কোনটিকে বলা হয়?

ক. এমডিএল খ. টিডিএল গ. এলডিএল ঘ. এইচডিএল উ. ঘ

৫১। “বাউল গানকে” হেরিটেজ অব হিউম্যানিটি বলে স্বীকৃতি দিয়েছে-

ক. ইউনেস্কো খ.ইউনিসেফ গ.ইউএনডিপি ঘ.ইউএনএফপিএ      উ: ক

৫২। “সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই”- চরণটির রচয়িতা-

ক. বৃন্দাবন দাস খ. চন্ডীদাস গ. গোবিন্দ দাস ঘ. মুকুন্দ দাস উ. খ

৫৩। “খন্ড প্রলয়” প্রবাদটির প্রয়োগিক অর্থ

ক. ভয়ংকর ঘটনা খ. মহা বড় ঝাপটা

গ. তুমুল কাণ্ড ঘ. কথা কাটাকাটি উ. গ

৫৪। ‘সকল ক্ষেত্রে সঠিক কাজ সম্পাদনের জন্য প্রয়োজন সৃজনশীল ও মেধাবী নেতৃত্ব। প্রয়োজন সৃষ্টিশীল মেধাবী মানুষ। কথাটি বলেছেন-

ক. তাজউদ্দিন আহমেদ খ. শেরে বাংলা এ.কে ফজলুল হক

গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. শেখ হাসিনা উ. ঘ

৫৫। If a substance is cohesive, it tends to ——-

ক. Break easily খ. retain heat

গ. Bend without difficulty ঘ. stick together উ: ঘ

৫৬। Which is the meaning of ‘White Elephant’?

ক. A hoarder খ. A black marketer

গ. A very costly or troublesome possession

ঘ. An elephant of white colour  উ. গ

৫৭। He insisted — my going there

ক. to খ. on গ. for ঘ. over  উ: খ

৫৮। A ‘Myth’ is—-

ক. A mysterious story খ. a detective story

গ. a legend ঘ. An adventurous story  উ: ক

৫৯। শিশুর ভাষা শিক্ষার প্রথম মাধ্যম কে?

ক. বাবা খ. আত্মীয়-স্বজন গ. শিক্ষক ঘ. মা উ. ঘ

৬০। Sin is to confess as fault is to—

ক. admit খ. accept গ. consider ঘ. forgive উ: ক

৬১। নিচের কোনটি তৎসম শব্দ?

ক. নারিকেল খ. গেরাম গ. চামার ঘ. মাটি উ. ক

৬২। The reading of history is interesting. এখানে reading কী হিসেবে ব্যবহৃত হয়েছে?

ক. Verbal Noun খ. Gerund গ. Adverb ঘ. Uncountable Noun উ: ক

৬৩।পৃথিবীর প্রধান ধান উৎপাদনকারী দেশ কোনটি?

ক. শ্রীলঙ্কা খ. বাংলাদেশ গ. ভারত ঘ. চীন উ. ঘ

৬৪। নিচের কোনটি জিংক সমৃদ্ধ ধানের জাত?

ক. সোনার বাংলা-১ খ. বাংলামতি গ. ব্রি বঙ্গবন্ধু-১০০ ঘ. ব্রি-৪৪ উ. গ 

৬৫। যদি (6x-y,13) = {1,3x+2y) হয়, তাহলে (x,y) = কত?

ক. (1,5) খ. (5,1) গ. (2,3) ঘ. (3,2) উ. ক

৬৬। এক কুড়ি আম ৪০০ টাকায় ক্রয় করে ৫% লাভে বিক্রয় করা হল। এর ক্রয় মূল্য ৫% কম হলে কত টাকা লাভ হত?

ক. ৪৫ খ. ৪০ গ. ৩৫ ঘ. ৫০ উ. খ

৬৭। “Felicitation” means —-

ক. To conduct something খ. Readings books

গ. Felling bad ঘ. Expression of good wish উ: ঘ

৬৮। একইসাথে ইনপুট এবং আউটপুট ডিভাইস হিসেবে কোনটি কাজ করে?

ক. মনিটর খ. টাচ্ স্ক্রিন গ. কি বোর্ড ঘ. মাদার বোর্ড উ. খ

৬৯। ’ভাস্কর্য জননী ও গর্বিত বর্ণমালা” – এর স্থপতি কে?

ক. হামিদুজ্জামান খান খ. অখিল পাল গ. মর্তুজা বশীর ঘ. মৃণাল হক উ. ঘ

৭০। পদ্মা সেতুর উদ্বোধন হবে কত তারিখ?

ক. ২৫ জুন ২০২২ খ. ৩০ জুন ২০২২

গ. ০১ জুলাই ২০২২ ঘ. ১৬ ডিসেম্বর ২০২২ উ. ক

৭১। ২০০ থেকে ৫০০ এর মধ্যে ৭ দ্বারা বিভাজ্য সংখ্যা কয়টি?

ক. ৪২ খ. ৪৩ গ. ৪০ ঘ. ৪১ উ. খ

৭২। ২৩০.৫১.৫ = কত?

ক. ৩ খ. ২ গ. ৪ ঘ. ১ উ. খ

৭৩। ‘Out and out’ means-

ক. to get out খ. thoroughly

গ. not at allo ঘ. someone from outside উ: খ

৭৪। শেখ রাসেলকে নিয়ে শেখ হাসিনার লেখা বই কোনটি?

ক. আমাদের ছোট রাসেল সোনা খ. মমতামাখা একটি নাম রাসেল

গ. রাসেলের দিনগুলি ঘ. আমাদের ছোট রাজকুমার উ. ক

৭৫। GPS এর পূর্ণাঙ্গ রূপ কী?

ক. General Pointing System  খ. Global Processing System

গ. Global Positioning System  ঘ. General Positioning System উ: গ

৭৬। স্বাধীনবাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি?

ক. সংবাদ পরিক্রমা খ. বজ্রসাহস গ. চরমপাঠ ঘ. চরমপত্র  উ. ঘ

৭৭। “শীতার্ত” শব্দটির সন্ধি বিচ্ছেদ নিচের কোনটি?

ক. শীতা+অর্ত খ.শীতা+র্ত গ. শীত+ঋত ঘ. শীত+আর্ত  উ. গ

৭৮। নিচের কোন সূচকটি প্রাথমিক শিক্ষার গুণগত মানের পরিমাপক?

ক. বিদ্যালয়ে উপস্থিতির হার খ. অসমর্থ্য শিক্ষার্থীদের অভিযোজন উপকরণ

গ. পঠন ও গণিতের দক্ষতা ঘ. ছেলে ও মেয়ে শিশুর অনুপাত উ. ক

৭৯। Penny wise pound _____.

ক. rich খ. poor   গ. callous ঘ. foolish উ: ঘ

৮০। শেখ মুজিবুর রহমানকে কত সালে ‘বঙ্গবন্ধু’ উপাধিতে ভূষিত করা হয়?

ক. ১৯৭১ খ.১৯৫২ গ. ১৯৬৬ ঘ.১৯৬৯ উ. ঘ

সেট ১ প্রশ্ন সমাধান ৩য় ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষা

Primary Assistant Teacher Question Solution

Primary Assistant Teacher Question Solution

সেট ২ প্রশ্ন সমাধান ৩য় ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষা

Primary Assistant Teacher Question Solution

Primary Assistant Teacher Question Solution

সেট ৩ প্রশ্ন সমাধান ৩য় ধাপের প্রাথমিক নিয়োগ পরীক্ষা

Primary Assistant Teacher Question Solution

Primary Assistant Teacher Question Solution

Primary Assistant Teacher Question Solution

 

 

০১ জুন অনুষ্ঠিত সহকারী শিক্ষক নিয়োগ (MCQ) পরীক্ষার প্রশ্নের সমাধান দেখুন এখানেঃ

১. বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পদবী কি ছিল- সিপাহী

২. সার্বভৌম এর সন্ধি বিচ্ছেদ- সর্বভূমি + ষ্ণ

৩. সঠিক বানান- ভবিষ্যৎ

৪. I know where he lives which type of sentence- Complex Sentence

৫.লোক সাহিত্য কাকে বলে?- লোকের মুখে মুখে প্রচলিত কাহিনী, গান,ছড়া ইত্যাদিকে

৬.  ৯০ ডিগ্রী কোণের সম্পূরক কোণ কত ডিগ্রী- ৯০ ডিগ্রী

৭.  x + 1/x= 6 হলে x/x^2+x+1 কত?- 1/7

৮. A reward has been announced for the employees who – hard. – have worked

৯. কোন সংখ্যার দ্বিগুনের সাথে ৩ যোগ করলে যোগফল সংখ্যাটি অপেক্ষ ৭বেশি হয় । সংখ্যাটি নির্ণয় করুন- ৪

১০. একজন ব্যাটসম্যান প্রথম তিনটি টি ২০ খেলায় ৮২,৮৫ ও ৯২ রান করলে । চতুর্থ খেলায় কত রান করলে; তার গড় রান ৮৭ হবে? – ৮৯

১১.

১২. Humorous

১৩. Bertrand Russel

১৪.বাংলাদেশের কোন নদী প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র বলা হয়- হালদা

১৫. আগামীকাল তিনদিন পর যেদিন আসবে তা শনিবার। গতকালের দুইদিন পূর্বের দিনটি কি ছিল? – শনিবার

১৬. পূর্ববঙ্গ জমিদারি দখল ও প্রজাস্বত্ব আইন পাশ হয় – ১৯৫০
১৭. “এ জগতে হায়, সেই বেশি চায় আছে যার ভুরি ভুরি রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি”- চরণদ্বয় রবীন্দ্রনাথের কোন কবিতার অংশ- দুই বিঘা জমি
১৮. x^3 +1 and x^2 -1  এর লাসাগু- (x +1) (x-1) (x^2-x+1)
১৯.  A person who writes about his own life- An Autobiography
২০. সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা- এখানে ‘ সর্বাঙ্গে’ শব্দটি কোন কারকে কোন বিভক্তি– অধিকরণে ৭মী
২১.he was absorbed—— deep thought. -in
২২. এডামস পিক তীর্থস্থানটি কোথায়- শ্রীলংকায়
২৩.মন না মতি বাগধারার অর্থ- অস্থির মানব মন
২৪.ন্যাটিকা কোন অর্থে স্ত্রীবাচক শব্দ-ক্ষুদ্রার্থে
২৫.সব ঝিনুকের মুক্তা মেলে না- এর ব্যাক্যে ঝিনুকে শব্দটি কোন কারকে কোন বিভক্তি- অপাদানে সপ্তমী
২৬. ত্রিভুজের তিন বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র সমূহ কয়টি সমকোণ তৈরি করে- ১২ টি
২৭.সংবিধান এর সন্ধি বিচ্ছেদ- সম + বিধান
৮.বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটার লু কোন দেশে অবস্থিত- বেলজিয়াম
২৯.The boy from the village said “I…….. starve then beg” – Would rather
৩০. বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি – মহেশখালী
৩১. A rolling stone gathers no moss. What “rolling” is ? – participle
৩২. শতকারা ১টাকা হার সুদে ১টাকার সুদ ১টা হবে কত বছরে- ১০০ বছর
৩৩. A swimming snake bit him in the leg. Here swimming is- Gerund
৩৪.i always take an umbrella —-it train. in case
৩৫. URL হলো- Web এর বিভিন্ন Documents ও অন্যান্য resources এর ঠিকানা
৩৬. গ্রাউন্ড জিরো – ৯/১১
৩৭.পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি? – শুক্র
৩৮. কোন বাক্যে ভাববাচ্যের কর্তার উদাহরণ দেওয়া হয়েছে – আমার যাওয়া হবে না  

৩৯. ব্যাষ্টি এর বিপরীত শব্দ- সমষ্টি
৪০. famous antonyms- obscure
৪১.শব্দ ও ধাতুর মূলকে কি বলে- প্রকৃতি
৪২.যে ক্রিয়া কিছু আগে শেষ হয়েছে কিন্ত তার ফল এখনো রয়েছে তাকে বলে- পুরাঘটিত বর্তমান
৪৩.Which one is indefinite pronoun- Anybody
৪৪. ইন্টারনেটের মাধ্যমে উন্নত চিকিৎসা পদ্ধতিকে বলা হয়- টেলিমেডিসিন

৪৫. The passive form of the sentence, “Some children were helping the wounded man”- The wounded man was being helped by some children

৪৬. শ্বশ্রূ অর্থ- শাশুড়ি

৪৭. বাংলা সাহিত্যের কাকে ছন্দের জাদুকর বলা হয়-সত্যেন্দ্রনাথ দত্ত
৪৮. আব্দুল্লাহ প্রতি ডজন কলা ২১টাকা দরে ১৫ ডজন এবং ১৪ টাকা দরে ২০ ডজন ক্রয় করে। প্রতি ডজন কি দামে বিক্রয় করলে গড়ে তার ৫টাকা লাভ হবে- ২২
৪৯. x2-x+1 
৫০. পরীক্ষায় ক এর প্রাপ্ত নম্বর যথাক্রমে ৭০,৮৫,৭৫। চতুর্থ পরীক্ষায় তাকে কত নম্বর পেতে হবে যেন তার গড় প্রাপ্ত নম্বর ৮০ হয়- ৯০
৫১. জাহাজ নির্মাণ শিল্পে সর্বাপেক্ষা উন্নত দেশ কোনটি- যুক্তরাজ্য
৫২.(a-b) ,(a2-ab)(a2-b2) এর লসাগু – a(a2-b2)
৫৩. Which sentence is correct- He is as good as me
৫৪. অন্তঃক্ষরা গ্রন্থি থেকে নিঃসৃত হয়-
৫৫.একটি চতুর্ভুজের চারটি বাহুর বিপরীত দুটি সমান্তরাল – ট্রাপিজিয়াম
৫৬.চাষাভুষার কাব্য – নির্মলেন্দু গুণ
৫৭. বাড়ি থেকে দেখায়া যায়- কোন কারক কোনটি – অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি
৫৮. Choose the correct indirect speech – She asked me, ”Are you happy in your new job?” – She asked me if I was happy in my new job.
৫৯. একটি গাড়ি ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে চলে ,মিনিট ৩০ সেকেন্ডে উহা কত দূর যাবে ? -৩.৫ কি.মি.
৬০. What type of noun is chemistry- Abstract
৬১.বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য , প্রস্থ ও লাল বৃত্তের অনুপাত- ৫ঃ৩ঃ১
৬২.যার জ্যোতি বেশিক্ষণ স্থায়ী হয় না তাকে বলে- ক্ষণপ্রভা
৬৩.বাংলাদেশের প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন- সৈয়দ নজরুল ইসলাম
৬৪.ভূমধ্যসাগর ও আটলান্টিক মহাসাগরের মধ্যে কোন প্রণালীর অবস্থান -জিব্রাল্টার প্রণালী
৬৫. The birds and the bees means- The basic facts about sex
৬৬.কোন মাধ্যমে শব্দের গতি সবচেয়ে বেশি- লোহা
৬৭. ঢাকা থেকে রংপুরের দূরত্ব ৪৫ মাইল । হাসান ঘনটায় ৩ মাইল বেগে এবং শাহিন ঘন্টায় ৪ মাইল বেগে হাটে। হাসান ঢাকা থেকে রওয়ানা হবার ১ ঘন্টা পর শাহিন রংপুর থেকে ঢাকা রওয়ানা হলো । শাহিন কত মাইল হাটার পর হাসানের সাথে দেখা হবে?-২৪
৬৮.বাংলাদেশের প্রথম স্যাটেলাইট-বঙ্গবন্ধু স্যাটেলাইট-১
৬৯. a+1/a= 3 হলে a2+1/a2= কত = ৭
৭০.কোন স্থানে যত লোক আছে তত পাঁচ পয়সা জমা করায় মোট ৩১.২৫ টাকা জমা হল। ঐ স্থানে কত লোক ছিল? – ২৫
৭১.একটি রাস্তার পাশে এক সারিতে ১৫টি গাছ লাগানো আছে একটি গাছ থেকে আরেকটিগাছের দূরত্ব ১০ মিটার হলে প্রথম ও শেষ গাছ দুটির দূরত্ব কত? ১৪০ মিটার
৭২. কোনটিতে মধ্যস্বর লোপ হয়েছে- মশরি ( মশারি থেকে আ লোপ পেয়ে মশরি)
৭৩. When I saw the gardener, he…. tree– cut down
৭৪.একটি ভগ্নাংশের লব ও হরের পার্থক্য ১ এবং সমষ্টি ৭। ভগ্নাংশটি কত? ৪/৩
৭৫. Choose the correct sentence- The rich are not always happy
৭৬. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন
৭৭. Subconscious এর পারিভাষিক শব্দ- অবচেতন
৭৮.স্বাধীন বাংলা বেতারে কেন্দ্র থেকে চরমপত্র পাঠ করতেন- এম আর আখতার মুকুল
৭৯.সতীদাহ প্রথা বিলুপ্ত হয়-১৮২৯
৮০. ক্ষুদ্র তম সংখ্যা- ৫/২১

বাকিগুলো আসছে। আমাদের সাথেই থাকুন। কোন উত্তর ভুল পেলে কমেন্ট করে সঠিক উত্তর জানাতে পারেন…

 

__প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা…..
__সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাজস্ব খাতভুক্ত তৃতীয় ধাপে ২৬ মে ২০১৮ (শনিবার) ১৫ জেলায় পরীক্ষার প্রশ্ন..

#বিঃদ্রঃ ১লা জুন শেষ ধাপে ১৪ জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে…

Exam Type : MCQ Test
Total Question : 80
Marks : 80
Time : 1:20 Minute

Exam Name : Assistant Teacher Job 2014.

Question Solution Will Update Soon……….. Stay With us.

Now, See The 26th May Question and Solution Will be Update Soon…………..

আজকের প্রাইমারি পরিক্ষার প্রশ্ন ও তার সমাধান।।

১. কোন বীরশ্রেষ্ঠের সমাধিস্থল পাকিস্তানের করাচিতে ছিল-মতিউর রহমান

২. গেটিসবার্গ শহরের সাথে মার্কিন কোন প্রেসিডেন্টের নাম জড়িত- আব্রাহাম লিংকন

৩. অসমাপ্ত আত্মজীবনী প্রকাশ কাল-২০১২

৪. X^-3 -.001= 0 হলে x^2=? 100

৫. কৈশর এর প্রকৃতি ও প্রত্যয়- কিশোর + ষ্ণ

৬. Out and out means- Thoroughly

৭. ৬৫৫৮ এর সাথে কোনটি যোগ করলে এটি পুর্ণবর্গ সংখ্যা হবে- ৩

৮. The word gravity is- Noun

৯. ১ থেকে ৯৯ সংখ্যার গড় কত- ৫০

১০. Correct spelling- achievement

১১. কোনটি বৃহত্তম- ৪/৩

১২. কপোল এর প্রতিশব্দ-গাল

১৩. শতকরা কত হার সুদে ২৫ বছরে কোন মূলধন সুদেমুলে ৪ গুন হবে- ১২%

১৪. ভারতে প্রথম প্রতীক মুদ্রা প্রবর্তন করেন- মুহম্মদ বিন তুঘলক

১৫. একটি বৃত্তের যেকোন দুটি সংযোগ রেখাকে কি বলে- জ্যা

১৬. লাজওয়াব শব্দে লা কোন উপসর্গ- আরবি

১৭. রেল লাইনের পাশে একটি তাল গাছ আছে। ঘন্টায় ৪৫ কিঃ মিঃ বেগে ধাবমান ১৫০ মিটার লম্বা ট্রেন কত সময়ে ঐ তাল গাছটি অতিক্রম করবে?- ১২ সেকেন্ড

১৮. The chain was—–than we thought. – Stronger

১৯. শুদ্ধ বানান- বুদ্ধিজীবী

২০. স্বাধীনতা যুদ্ধকালে অস্থায়ী সরকার গঠিত হয়- ১৭ এপ্রিল

২১. আগুনের পরশমণি উপন্যাসের উপজীব্য বিষয় কি- মুক্তিযুদ্ধ

২২.নিচের কোনটি গ্রিন হাউজ গ্যাস- কার্বন ডাই অক্সাইড

২৩.

২৪.যার দুই হাত সমান চলে- সব্যসাচী

২৫. ঐতিহাসিক একুশে ফেব্রুয়ারি বাংলা কত তারিখ – ৮ ফালগুন

২৬.কোন পরীক্ষায় ৫২% পরীক্ষার্থী ইংরজিতে এবং ৪২% পরীক্ষার্থী গণিতে ফেল করল। যদি উভয় বিষয়ে ১৭% ফেল করে থাকে , তবে কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে- ২৩জন

২৭.সবার উপরে মানুষ সত্য , তাহার উপর নাই উক্তিটি – চন্ডীদাস

২৮.

২৯.

৪০.সন্ধি বিচ্ছেদ করুন কথাচ্ছলে – কথা+ছলে

৪১.বরেন্দ্রভূমি নামে পরিচিত- রাজশাহী বিভাগের উত্তর-পশ্চিমাংশ

৪২. ১৫ জনের কোন কাজের অর্ধেক করতে ২০ দিন লাগে , কত দিনে ২০ জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে- ৩০ দিনে

৪৩.বিরাম চিহ্ন এর মধ্যে পূর্ণচ্ছেদ- দাঁড়ি

৪৪. Man of straw meaning-Worthless Man

৪৫. একটি সমবাহু ত্রিভুজে একটি বাহু ১৬ মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত- কোনটিও নয়- (সঠিক ৬৪√৩)

৪৬.বাংলার মুখ আমি দেখিয়াছি তাই আমি পৃথিবীর রূপ- জীবনানন্দ দাশ

৪৭.If we want concrete proof, we are looking for- Clear evidence

৪৮.যদি X+3Y= 40 এবং Y=3X তবে y=? -১২

৪৯.সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তিকটি হবে- আয়তক্ষেত্র

৫০. one should be careful about —duty. -One

৫১. Nine Men were concerned —the plot. – In

৫২. Indirect narration- Farida told her mother that she would go to bed.

৫৩. A pilgrim is a person who undertakes a journey to ——. Holy Place

৫৪.মানব দেহের রক্তচাপ নির্ণায়ক যন্ত্র- স্ফিগমোম্যাননোমিটার

৫৫. A voyage to lilliput written by – Jonathan swift

৫৬.নোবেল পুরুস্কার প্রবর্তকের মূল আবিস্কার প্রধানত কি কাজে ব্যবহৃত হয়- ধ্বংসের জন্য

৫৭.ঈস্ট কি- একটি ছত্রাক

৫৮.নিচের কোনটি যৌগিক স্বরধ্বনি- ঔ

৫৯. Which of the noun used as feminine form- Moon

৬০.নিচের কোনটি পূর্ণাঙ্গ ইমেই এড্রেস- rasel@yahoo.com

৬১.ভিটামিন সি এর রাসায়নিক নাম কি –

৬২.কোন আমলে মসলিন কাপড় ঢাকায় তৈরি করা হতো-

৬৩.৬০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি নলকে ৩ঃ৭ঃ১০ অনুপাতে টুকড়া করা হয়েছে। ছোট টুকরাতী কত মিটার- ৯মিটার

৬৪.৬১২ টাকায় একটি ব্যাগ বিক্রয় করায় ১৫% ক্ষতি হয় । ব্যাগটি কত টাকায় বিক্র্য করলে ১০% লাভ হবে- ৭৯২

৬৫.৩/৪ ৪/৫ ৫/৬ এর গসাগু কত- ১/৬০

৬৬.বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জাতিসংঘের মহাসচিব ছিলেন-উ থান্ট

৬৭.জনসংখ্যায় ও আয়তনের ভিত্তিতে সার্কভুক্ত কোন দেশটি সবচেয়ে ছোট- মালদ্বীপ

৬৮.৭ এর গুণিতকের সেট কোন ধরণের সেট- অসীম সেট

৬৯.১৯৪৩ সালের দূর্ভীক্ষের উপরে ছবি এঁকে বিখ্যাত হন কোন শিল্পী- শিল্পাচার্য জয়নুল আবেদীন

৭০.যা দীপ্তি পাচ্ছে এক কথায় প্রকাশ – দেদীপ্যমান

৭১.কম্পিউটারের স্থায়ী স্মৃতি- Rom

৭২. সন্ন্যাসী এর বিপরীত শব্দ – গৃহী

৭৩. রাবনের চিতা বাগধারার অর্থ- চির অশান্তি

৭৪. নিচের কোনটি মধ্যপদলোপী বহুব্রীহি সমাসের উদাহরণ নয়-বেতার

৭৫. Nasima arrived, while I——the dinner. – Was cooking

৭৬. ডাক্তার ডাক বাক্যটিতে “ডাক্তার” কোন কারকে কোন বিভক্তি- কর্মকারকে শূণ্য বিভক্তি

৭৭. ১ মিলিমিটার ১ কিলোমিটার কত অংশ- ১/১০০০০০০

৭৮. Synonym of Tenuous- Thin

৭৯. The invigilator made us——our identity card at test center. – Showing

৮০. Correct sentence- The Padma is the longest river in Bangladesh.

ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন।।

Primary Assistant Teacher Question Solution Will Update Soon……….. Stay With us.

Now, See The 11th May Question and Solution Will be Update Soon…………..

32231594_625221281150948_8311036453933023232_o

32187224_625221387817604_6635370025848930304_o
32228725_625221451150931_6219154370215280640_o
32207393_625221554484254_1720116483444441088_o

Primary Assistant Teacher Question Solution …

Furthermore, All upcoming Recruitment Test of Primary Assistant Teachers Exam 2018 Information’s are available here. Thus, Primary Assistants Teachers Exam dates, according to districts wise. Hence, Directorate of Primary Education will give notice for next which districts takes the Primary Assistant Teacher Question Solution Exam 2018. So, we hope that’ it will take within short time.

However, You Can Download Primary Teacher Admit Card From This Link and Also You Can Get The Upcoming Primary Teacher Job Circular by Click This Link.