৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে প্রাথমিকের বৃত্তির ফল ২৮ ফেব্রুয়ারির মধ্যে- Primary Scholarship Result 2023

৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল (Primary Scholarship Result) প্রকাশ করা হতে পারে ২৮ ফেব্রুয়ারির তারিখে মধ্যে । সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, পরীক্ষার খাতা মূল্যায়নের কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের সংখ্যা বেশি হওয়ায় ফলাফল প্রকাশের প্রস্তুতি সম্পন্ন করতে কিছুটা সময় প্রয়োজন।

প্রাথমিকের বৃত্তির ফল ২৮ ফেব্রুয়ারির মধ্যে

২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারির মধ্যে। আজ মঙ্গলবার সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষাসচিব ফরিদ আহাম্মদ। মন্ত্রণালয়ের সাম্প্রতিক কর্মকাণ্ড নিয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে মন্ত্রণালয়ের গৃহীত বিভিন্ন কর্মকাণ্ড তুলে ধরেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন।

গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল প্রাথমিক বৃত্তি পরীক্ষা। এতে একেকটি বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিপড়ুয়া ২০ শতাংশ শিক্ষার্থী অংশ নেওয়ার সুযোগ পায়। বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান বিষয়ের প্রতিটিতে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের ভিত্তিতে হয় এই পরীক্ষা।

করোনার পাশাপাশি গত জানুয়ারি থেকে চালু হওয়া নতুন শিক্ষাক্রমের বিষয়টি মাথায় রেখে গত বছরসহ তিন বছর ধরে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা নেওয়া হয়নি। আগামী দিনেও আর এ পরীক্ষা হচ্ছে না বলেই জানিয়ে আসছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নীতিনির্ধারকেরা। কিন্তু গত ২৮ নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় সভায় আকস্মিকভাবেই এ বছর প্রাথমিক বৃত্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত হয়। যদিও শিক্ষাসংশ্লিষ্ট ব্যক্তিরা বলে আসছিলেন, বছরের শেষে এসে হঠাৎ প্রাথমিক বৃত্তি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া একদিকে শিক্ষার্থীদের জন্য যেমন ক্ষতিকর বিষয় হবে, তেমনি নতুন শিক্ষাক্রমের আলোকে ভবিষ্যৎ শিক্ষাব্যবস্থায় যে পরিবর্তন আসছে, তার জন্যও নেতিবাচক হবে। তবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় তাদের সিদ্ধান্তে অনড় থাকে।

Primary Scholarship Result 2023

প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২

পরীক্ষা : প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২
পরীক্ষার বিষয় : বাংলা, ইংরেজি, গণিত ও বিজ্ঞান
মোট নম্বর : ১০০ নম্বর
পরীক্ষার সময়কাল ২ ঘণ্টা (১০টা থেকে ১২টা)
পরীক্ষার তারিখ : ৩০ ডিসেম্বর ২০২২
পরীক্ষার ফলাফল : ফেব্রুয়ারি মাসে (সম্ভাব্য)

Primary Scholarship Exam Result 2022

৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ

২৫-২৮ ফেব্রুয়ারির মধ্যে প্রকাশ হবে ৫ম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সব কিছু ঠিক থাকলে এই তারিখেই সারা দেশের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের তালিকা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে (http://www.dpe.gov.bd) প্রকাশিত হবে।

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি

প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ দেখার পদ্ধতি আমরা এখানে তুলে ধরছি। আপনি এখান থেকে আপনার আইডি নাম্বার ও রোল নাম্বর ব্যাবহার করে আপনার প্রাথমিক বৃত্তি পরিক্ষার ফলাফল ২০২৩ দেখতে পারবেন। এছাড়াও আপনি এখান থেকে পুরো বিদ্যালয়ের বৃত্তি পরিক্ষার ফলাফল তালিকা pdf আকারে বের করতে পারবেন। চলুন দেখে নেই প্রাথিমিক বৃত্তি রেজাল্ট দেখার পদ্ধতি:

PSC Scholarship Result 2019

  • প্রথমে http://www.dpe.gov.bd/ ভিজিট করুন
  • এবার উপরের ”সমাপনী ও বৃত্তির ফলাফল” ক্যাটাগরিতে ক্লিক করুন অথাবা সরাসরি এই লিংকে ক্লিক করুন
  • এবার নিচের ছবির মত প্রদর্শিত হবে।
  • নির্বাচন করুন অপশন থেকে “ রোল নাম্বার অনুসারে একক ফলাফল” অপশনটি সিলেক্ট করুন
  • প্রাথমিক শিক্ষা সমাপনি বা ইবতেদায়ি রেজাল্ট সিলেক্ট করুন
  • পরীক্ষার সন, বিভাগ, জেলা, উপজেলা, রোল লিখুন
  • এবার সমর্পন বাটনে ক্লিক করুন ও ফলাফল দেখুন

প্রাথমিক বৃত্তি পরীক্ষার রেজাল্ট ২০২২

আপনারা ইতিমধ্যেই জানেন প্রাথমিক ‍বৃত্তি পরীক্ষা গত ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রাথমিক বৃত্তি পরীক্ষা ১০০ নম্বরে অনুষ্ঠিত হয়েছে। বাংলা , ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞান বিষয়ে ২৫ নম্বর করে মোট ১০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার সম্পন্ন হওয়ার পর ফলাফল দেখার পালা। নিশ্চই শিক্ষার্থীরা এখন থেকে জানতে চাচ্ছেন বৃত্তি পরীক্ষার রেজাল্ট কবে। এরই ধারাবাহিকতায় আমরা এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ ও প্রাথমিক ইবতেদায়ী বৃত্তি ফলাফল ২০২২ তুলে ধরেছি।

৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২

৫ম শ্রেণীর প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২ সালের শেষে ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হয়েছিল এর ফলে ৫ম শ্রেণির বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসের ২৮ তারিখের মধ্যে প্রকাশ হতে পারে। প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ দেখার পদ্ধতি আমরা ইতিমধ্যেই উপরে তুলে ধরেছি। এখান থেকে শিক্ষার্থীরা তাদের রোল নাম্বার অথবা আইডি নাম্বার ব্যাবহার করে ৫ম শ্রেণীর বৃত্তি পরীক্ষার ফলাফল ২০২২ জানতে পারবেন।

আমরা এখানে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল সংক্রান্ত কিছু প্রশ্ন ও উত্তর তুলে ধরছি যা সবার জন্য গুরুত্বপুর্ণ এবং এই প্রশ্ন গুলো প্রায় কম বেশি সকলেই করে থাকেন।

২০২২ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত ৫ম শ্রেণির এই প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ৮২ হাজারেরও বেশি শিক্ষার্থীকে বৃত্তি দেওয়া হবে। এর মধ্যে ট্যালেন্টপুলে ৩৩ হাজার এবং সাধারণ গ্রেডে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে।

ট্যালেন্টপুলে বৃত্তির ক্ষেত্রে উপজেলাভিত্তিক প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের সংখ্যার ভিত্তিতে মোট বৃত্তির ৫০% ছাত্র এবং ৫০% ছাত্রীকে মেধা অনুসারে দেওয়া হবে।

ট্যালেন্টপুলে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ৩০০ টাকা এবং সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্তরা মাসিক ২২৫ টাকা করে পাবেন।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ২০২২ তারিখে সারা দেশের উপজেলা ভিত্তিক কেন্দ্রগুলোতে প্রায় ৬ লাখ শিক্ষার্থী পঞ্চম শ্রেণির প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিয়েছে। পরীক্ষার সময়কাল ছিল ২ ঘণ্টা।