আজ প্রাইমারি বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ হবে,

primary school job news Important Notice. The Primary Assistant Teacher Job Exam related Important Notice has published by the Authority. Assistant Teacher of Primary Job test Date revealed. primary school job news Notice is currently an engaging job circular in East Pakistan. connection the good and massive service team of Primary Assistant Teacher. Primary Assistant Teacher is currently terribly dependable Govt. service team in East Pakistan. The Primary Assistant Teacher Job Circular connected Notice and every one data is found my website www.allobscircularbd.com. primary school job news

প্রেস বিজ্ঞপ্তি
২৮.১১. ২০২২
সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা-২০২০ এর ফলাফল প্রকাশে প্রকৃত শূন্যপদ পূরণের অপরিহার্যতা যাচাই-বাছাই পূর্বক চুড়ান্ত করে এ পরীক্ষার ফলাফল আগামী ১৪ ডিসেম্বর-২০২২ খ্রি. অপরাহ্নে প্রকাশ করা হবে।
মাহবুবুর রহমান তুহিন
জনসংযোগ কর্মকর্তা
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল আজ প্রকাশের কথা ছিল। কিন্তু প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হলো ফল আজ প্রকাশ করা হচ্ছে না। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, শূন্য পদ যাচাই-বাছাই করেই আগামী ১৪ ডিসেম্বর ফলাফল প্রকাশ করা হবে।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন প্রথম আলোকে বলেন, আজ বিকেলে ফলাফল প্রকাশের কথা ছিল। কিন্তু প্রকৃত শূন্য পদ আবার যাচাই-বাছাই করার জন্য নতুন করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হয়েছে। তিনি বলেন, শূন্য পদ যাচাই-বাছাই করে ১৪ ডিসেম্বর বিকেলে ফল প্রকাশ করা হবে।

প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের জন্য ২০২০ সালে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তির অনুমোদিত পদ অনুসারে ৩২ হাজার ৫৭৭ পদে শিক্ষক নিয়োগ দেওয়ার কথা থাকলেও এটি বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছিল। চলতি বছরের মার্চে মন্ত্রণালয়ের এক সভায় সাংবাদিকদের বলা হয়েছিল, ৪৫ হাজার সহকারী শিক্ষক নেওয়া হবে। অবসরের কারণে ১০ হাজারের বেশি পদ খালি হওয়ায় পদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

প্রাথমিকের ইতিহাসে বড় এই নিয়োগে লিখিত ও মৌখিক পরীক্ষা তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একবারেই প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, যেহেতু এটি একক নিয়োগ বিজ্ঞপ্তি, তাই লিখিত ও মৌখিক—তিন ধাপে নেওয়া হলেও চূড়ান্ত ফল একসঙ্গে প্রকাশ করা হচ্ছে। তা না হলে সিনিয়র-জুনিয়র সমস্যা দেখা দিতে পারে।

এ নিয়োগে প্রথম ধাপের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ৪০ হাজার ৮৬২ জন, দ্বিতীয় ধাপে ৫৩ হাজার ৫৯৫ এবং তৃতীয় ধাপে ৫৭ হাজার ৩৬৮ জন। চাকরির জন্য আবেদন করেছিলেন ১৩ লাখ ৯ হাজার ৪৬১ প্রার্থী।

সুত্রঃ prothomalo

Primary School Result 2022

Meanwhile, the first phase of the written examination for the recruitment of “Assistant Teacher” of the primary school was held by 4 steps.  The dates re given below:-

  • 1st Step: 22nd April (Friday) 2022
  • 2nd Step: 20th May (Friday) 2022
  • 3rd Step: 3rd June (Friday) 2022

Primary School Assistant Teacher Job Result was published by DPE. There are many candidates were passed on it. but all of them will not pass the viva test. Those candidates will pass the viva test, they will able to join.

  • 1st Step Exam Date: 22nd April (Friday) 2022 at 10:00 am to 11:20 am.
  • 1st Step Exam Result Date: 12th May (Wednesday) 2022.
  • 2nd Step Exam Date: 20th May (Friday) 2022
  • 2nd Step Exam Result Date: 9th June (Thursday) 2022.
  • 3rd Step Exam Date: 3rd June (Friday) 2022
  • 3rd Step Exam Result Date: 16th June (Thursday) 2022
  • Viva test publish date: 28th November (Monday) 2022.
  • Final Result Publish Date: 28th November (Monday) 2022.

প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতি

সিনিয়র শিক্ষক, প্রগতি মডেল স্কুল অ্যান্ড কলেজ নন্দীপাড়া, ঢাকা

[পূর্বে প্রকাশিত অংশের পর]

৪৩। বাংলাদেশের একমাত্র খরস্রোতা নদীর নাম কী?

(ক) সাঙ্গু (খ) মহানন্দা (গ) কর্ণফুলী (ঘ) হালদা

৪৪। বাংলাদেশ ILO-এর সদস্যপদ লাভ করে-

(ক) ২২ জুন ১৯৭২ (খ) ২৪ জুন ১৯৭২

(গ) ২২ জুন ১৯৭৪ (ঘ) ২৪ জুন ১৯৭৪

৪৫। সীতাকোট বিহার কোথায় অবস্থিত?

(ক) দিনাজপুর (খ) কুমিল্লা (গ) বগুড়া (ঘ) নওগাঁ

৪৬। ভাসু বিহার অবস্থিত কোথায়?

(ক) রাজশাহী (খ) রংপুর

(গ) বগুড়া (ঘ) ময়মনসিংহ

৪৭। ‘বিশ্ব মানবাধিকার দিবস’ পালিত হয়-

(ক) ১ ডিসেম্বর (খ) ১০ ডিসেম্বর

(গ) ৩ ডিসেম্বর (ঘ) ১২ ডিসেম্বর

৪৮। মিয়ানমারের রাজধানীর নাম-

(ক) রেঙ্গুন (খ) ইয়াঙ্গুন (গ) নাইপদো (ঘ) বার্মা

৪৯। ম্যাকমোহন লাইন অবস্থিত-

(ক) ভারত-চীন সীমান্তে (খ) চীন-রাশিয়া সীমান্তে

(গ) ভারত-পাকিস্তান সীমান্তে (ঘ) ভারত-রাশিয়া সীমান্তে

৫০। ‘স্বাধীনতা সংগ্রামের’ স্থাপতি কে?

(ক) শামীম শিকদার (খ) হামিদুর রহমান

(গ) মৃণাল হক (ঘ) আবদুল খালিদ

৫১। অতিশ দীপঙ্কর বাংলাদেশের কোন জেলার লোক ছিলেন?

(ক) মুন্সীগঞ্জ (খ) ফরিদপুর

(গ) টাঙ্গাইল (ঘ) চট্টগ্রাম

৫২। ঢাকা শহরে পানি সরবরাহ করার জন্য কত সালে চাঁদনী ঘাটে প্রথম পানি সরবরাহ কার্যক্রম স্থাপিত হয়?

(ক) ১৮৬০ সালে (খ) ১৮৭৪ সালে

(গ) ১৯১২ সালে (ঘ) ১৯২৩ সালে

৫৩। বাংলাদেশের মুক্তিযোদ্ধা ‘বীরপ্রতীক’ খেতাব লাভকারী একমাত্র বিদেশির নাগরিকতা কী ছিল?

(ক) ব্রিটিশ (খ) ফরাসি

(গ) ডাচ (ঘ) কানাডিয়ান

৫৪। কখন থেকে বাংলাদেশের সংবিধান কার্যকর হয়?

(ক) ১৬ ডিসেম্বর, ১৯৭২ (খ) ১৭ ডিসেম্বর, ১৯৭২

(গ) ১৮ ডিসেম্বর, ১৯৭২ (ঘ) ১৯ ডিসেম্বর, ১৯৭২

৫৫। ঢাকা-কলকাতা নিয়মিত সরাসরি বাস চলাচল শুরু হয়-

(ক) ১৭ জুন, ১৯৯৯ (খ) ১৯ জুন, ১৯৯৯

(গ) ৫ জুলাই, ১৯৯৯ (ঘ) ৯ জুলাই, ১৯৯৯

৫৬। ১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?

(ক) খাজা নাজিম উদ্দিন (খ) নূরুল আমিন

(গ) আতাউর রহমান খান (ঘ) আবু হোসেন সরকার

৫৭। বাংলাদেশ রেলওয়ের সদর দপ্তর কোথায়?

(ক) ঢাকা (খ) চট্টগ্রাম

(গ) ইশ্বরদী (ঘ) পার্বতীপুর

৫৮। বাংলা একাডেমিতে বইমেলা শুরু হয় কবে থেকে?

(ক) ১৯৭৮ সাল (খ) ১৯৮০ সাল

(গ) ১৯৯০ সাল (ঘ) ১৯৯৫ সাল

৫৯। ঢাকা-কলকাতা মৈত্রী ট্রেন চলাচল শুরু হয় কবে?

(ক) ১ বৈশাখ, ১৪১৪ (খ) ১ বৈশাখ, ১৪১৫

(গ) ১৫ বৈশাখ, ১৪১৫ (ঘ) ১ জ্যৈষ্ঠ ১৪১৫

৬০। বর্তমানে বাংলা একাডেমি পুরস্কারের মূল্যমান কত টাকা?

(ক) ৭৫,০০০ টাকা (খ) ১,০০,০০০ টাকা

(গ) ৬০,০০০ টাকা (ঘ) ১,২৫,০০০ টাকা

৬১। বাংলাদেশি শান্তিরক্ষীদের অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ কোন দেশে ‘বাংলাদেশ স্কয়ার’ নির্মাণ করা হয়?

(ক) কেনিয়া (খ) লাইবেরিয়া

(গ) পূর্ব তিমুর (ঘ) জাপান

৬২। আন্তর্জাতিক শ্রম সংস্থা (ওখঙ) কত সালে গঠিত হয়?

(ক) ১৯১১ সালে (খ) ১৯১৯ সালে

(গ) ১৯৪৫ সালে (ঘ) ১৯৬৪ সালে

৬৩। তক্ষশীলা কোন দেশে অবস্থিত?

(ক) ভারতে (খ) পাকিস্তানে

(গ) শ্রীলংকায় (ঘ) আফগানিস্তানে

৬৪। ব্রিটিশ পার্লামেন্ট ভারতীয় সদস্য কে ছিলেন?

(ক) দাদা ভাই নওরোজী

(খ) মাওলানা মোহাম্মদ আলী

(গ) রমেশচন্দ্র দত্ত (ঘ) স্যার সৈয়দ আহমদ

উত্তর : ৪৩গ, ৪৪ক, ৪৫ক, ৪৬গ, ৪৭খ, ৪৮গ, ৪৯ক, ৫০ক, ৫১ক, ৫২খ, ৫৩গ, ৫৪ক, ৫৫খ, ৫৬খ, ৫৭ক, ৫৮ক, ৫৯খ, ৬০খ, ৬১খ, ৬৩খ, ৬৩খ, ৬৪ক।

#সর্বশেষ_সাম্প্রতিক_আপডেটসহ

০১| বর্তমানে দেশি কাপড় তৈরিতে দেশের শীর্ষ জেলা কোনটি?
®___নরসিংদী
০২| বর্তমানে BRAC পৃথিবীর কতটি দেশে কার্যক্রম চালায়?
®___১১টি দেশে
০৩| বিদেশে বাংলাদেশের স্থায়ী মিশন রয়েছে কতটি?
®___২টি(যুক্তরাষ্ট্র ও সুইজারল্যান্ডে)
০৪| বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল কতটি?
®___৬টি(ধান,গম,পাট,আখ,মেস্তা, ও কেনাফ)কেনাফ উন্নতজাতের পাট
০৫| বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে কতটি ড্রিমলাইনার রয়েছে?
®___৬টি(সর্বশেষ সোনার তরী ও অচিন পাখি)
০৬| ড্রিমলাইনারগুলোর নামকরণ কে করেন?
®___প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রেহেনা
০৭| বিমান বাংলাদেশের বহরে মোট বোয়িং বিমান রয়েছে কতটি?
®___১২টি
০৮| অষ্টম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
®___২০২১-২০২৫ পর্যন্ত
০৯| শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
®___খুলনায়
১০| শেখ হাসিনা মেডিকেল কলেজ কোথায় অবস্থিত?
®___হবিগঞ্জ, সিলেট
১১| বাংলাদেশের ৭ম ব্যাংক নোট কত টাকার?
®___২০০ টাকার(মোট নোট ১০টি)
১২| সম্প্রতি ব্রিটিশ পার্লামেন্টে কতজন বাংলাদেশি নির্বাচিত হন?
®___৪ জন
১৩| ১৯ সেপ্টেম্বর ২০১৯ থেকে পরবর্তী ৩ বছরের জন্য কোন ফসলকে অনিয়ন্ত্রিত ফসল ঘোষণা করা হয়?
®___আলুকে
১৪| ভারতীয় নাগরিকত্ব আইন কার্যক্রর হয় কবে?
®___৩০ ডিসেম্বর ১৯৫৫ সালে। এ আইনকে সংশোধন করে নাগরিকত্ব সংশোধনী বিল (ক্যাব) ২০১৯ সালের ১১ ডিসেম্বর ভারতের সংসদে পাস হয় এবং কার্যক্রর হয় ১২ডিসেম্বর ২০১৯।
১৫| পৃথিবীর কোন দেশটির বিশ্বজুড়ে দূতাবাস ও কূটনীতিবিদ বেশি?
®___চীনের। ৯৬টি ও ২৭৬ জন
১৬| আন্তর্জাতিক গণিত দিবস কবে?
®___১৪ মার্চে
→চা দিবস ৪ ডিসেম্বর
১৭| আন্তর্জাতিক মানবাধিকার দিবস কবে?
®___১০ডিসেম্বর
১৮| বৈশ্বিক জলবায়ু ঝুঁকি সূচকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ কোনটি?
®___জাপান
®___সমুদ্রস্তরের উচ্চতার ফলে বেশি জলবায়ু শরণার্থীর মুখে পড়বে বাংলাদেশ
১৯| মার্কিন সাময়িকী”টাইম বর্ষসেরা ব্যক্তিত্ব-২০১৯” কে?
®___গ্রেটা থানবার্গ
২০| যুক্তরাষ্ট্রের ৫৯তম প্রেসিডেন্ট নির্বাচন হবে কবে?
®___৩ নভেম্বর ২০২০
২১| “Power of Siberia” কী?
®___চীন ও রাশিয়ার মধ্যে চালুকৃত বিশ্বের দীর্ঘ গ্যাস পাইপলাইন।
২২| যুক্তরাষ্ট্র প্যারিস জলবায়ু চুক্তি থেকে নিজেকে সম্পূর্ণভাবে প্রত্যাহার করবে কবে?
®___৪ নভেম্বর ২০২০ এ
২৩| ৩০তম ন্যাটো(NATO) সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®___৩-৪ডিসে.২০১৯ যুক্তরাজ্যে
২৪| প্রথম Global Refugee Forum কবে কোথায় অনুষ্ঠিত হয়?
®___১৬-১৮ডি.২০১৯ সুইজারল্যান্ডে
২৫| মাথাপিছু আয়ে সর্বনিম্ন দেশ কোনটি?
®___বুরুন্ডি
২৬| WTO এর ১২তম সম্মেলন কোথায় হবে?
®___৮-১১ জুন ২০২০ এ। নুরসুলতান
২৭| ২০১৮-১৯ এ মাথাপিছু GDP কত?
®___১৮২৮ মা.ড.
®___মাথাপিছু আয় ১৯০৯ মা.ড.
২৮| GDPতে(২০১৮-১৯) সেবা,শিল্প ও কৃষি খাতের অবদান কত ছিল?
®___ সেবা ৫১.৩৫%,
শিল্প ৩৫.০০%, কৃষি ১৩.৬৫%
২৯| ২০১৯ এ বৈশ্বিক সন্ত্রাসবাদ সূচকে বাংলাদেশ কততম?
®___৩১তম
৩০| ২০১৮-১৯ এ GDPতে প্রবৃদ্ধির হার কত?
®___৮.১৫%
৩১| বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কতটি ভাষায় অনূদিত হয়েছে?
®___১৩টি(সর্বশেষ ইতালির আন্না কোক্কিয়ারেল্লা)
৩২| বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী কত সালে প্রথম প্রকাশিত হয়?
®___২০১২ সালে
৩৩| জাতিসংঘ ঘোষিত ২০২০ সালের বর্ষ কী?
®___International Year of Plant Health.
৩৪| বর্তমানে বিশ্বের সর্ব কনিষ্ঠ প্রধানমন্ত্রী কে?
®___সেবাস্তিয়ান কুর্জ(অস্ট্রেলিয়া)পূর্বে ছিল
সানা মেরিন(৩৪) ফিনল্যান্ড
৩৫| সর্বশেষ প্রকাশিত দুর্নীতি প্রতিবেদনে বাংলাদেশ কততম?
®___১৪তম
৩৬| ১ জানুয়ারি ২০২০ এ কোন দেশ ওপেক থেকে সদস্যপদ প্রত্যাহার করে?
®___ইকুয়েডর
৩৭| ২০১৯ সালের মানব উন্নয়ন প্রতিবেদন বাংলাদেশ কততম?
®___১৩৫তম
শীর্ষে নরওয়ে, সর্বনিম্নে নাইজার
৩৮| গড় আয়ুতে শীর্ষ দেশ কোনটি?
®___হংকং
৩৯| বর্তমানে দেশে দারিদ্র্যের হার কত?
®___২০.৫%(চরম ১০.৫)
পূর্বে ছিল ২১.৮%
৪০| বাংলাদেশের প্রথম মহিলা ফিফা রেফারি কে?
®___জয়া চাকমা
৪১| কাসেম সোলাইমানি হত্যায় মার্কিন ড্রোনের নাম কী?
®___চালকবিহীন MQ-9 রিপার
৪২| বিশ্বের প্রাচীনতম রাজনৈতিক দলের নাম কী?
®___ডেমোক্র্যাট
৪৩| দক্ষিণ এশিয়ার সবচেয়ে দ্রুতবর্ধনশীল অর্থনীতির দেশগুলোর মধ্যে বাংলাদেশ কততম?
®___২য়
৪৩| উদীয়মান অর্থনীতির সূচকে বাংলাদেশ কততম?
®___৩৪তম(ভারত ৬২)
৪৪| ভয়াবহ আগুন ও তাপপ্রবাহে জাতীয় সংকটের মুখোমুখি হয়েছিল যে দেশ?
®___অস্ট্রেলিয়া
৪৫| ইরাকে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরান কতটি ক্ষেপনাস্ত্র নিক্ষেপ করে?
®___২২টি
৪৬| জেনারেল সোলাইমানি প্রধান ছিলেন কোন ফোর্সের?
®___কুদস ফোর্সের(ইরানের ২য় সর্বোচ্চ নেতা)
৪৭| হরমুজ প্রণালি সংযুক্ত করেছে?
®___ইরান ও সংযুক্ত আমিরাত
৪৮| হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করে?
®___ইরান
৪৯| বিশ্বের দ্বিতীয় তেল রপ্তানীকারক ব্যস্ত প্রণালির নাম?
®___হরমুজ প্রণালি
৫০| ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নাম?
®___জাভেদ জারিফ
৫১| “ব্র্যাক” প্রতিষ্ঠিত হয় কবে?
®___১৯৭২ সালে
(নোট রমজান)
৫২| ফোর্বসের ক্ষমতাধর নারীর তালিকা-১৯ এ প্রধানমন্ত্রী শেখ হাসিনা কততম?
®___২৯তম
৫৩| বর্তমানে নির্মিতব্য সবচেয়ে বড় ইউরিয়া সার কারখানা কোনটি?
®___পলাশ ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরি
৫৪| বর্তমানে বাংলাদেশের নদীবন্দরের সংখ্যা কতটি?
®___৩৩টি
৫৫| বর্তমানে দেশে পৌরসভা কতটি?
®___৩২৮টি
৫৬| ন্যাটো প্রতিষ্ঠিত হয় কবে?
®___১৯৪৯ সালে
৫৭| কপ-২৫ সম্মেলন অনুষ্ঠিত হয় কোথায়?
®___মাদ্রিদ,স্পেন
৫৮| কপ-২৬ সম্মেলন-২০২০ অনুষ্ঠিত হবে কোথায়?
®___গ্লাসগো, স্কটল্যান্ড
৫৯| বিশ্বের হলুদ উৎপাদনে শীর্ষ দেশ কোনটি?
®___ভারত
৬০| বিশ্বের হলুদ উৎপাদনে বাংলাদেশ কততম?
®___২০তম
৬১| সম্প্রতি জার্মান গবেষণা সংস্থার প্রকাশিত ই-কমার্স সূচকে বিশ্বে বাংলাদেশ কততম?
®___৪৬তম
৬২| প্লাস্টিক ব্যবহারে শীর্ষ দেশ?
®___চীন
৬৩| “COD” পূর্ণরূপ কী?
®___Cash On Delivery
৬৪| আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা “নাসা”প্রথম কত সালে মঙ্গলগ্রহে মানুষ পাঠাচ্ছে?
®___২০৩০ সালে(১৩ জন)
৬৫| “মুজিববর্ষ?
®___২০২০-২০২১
৬৬| নাসার প্রথম নভোচারী দলের নাম কী?
®___মারকুরি-৭
৬৭| পদ্মাসেতুর কাজ শেষ হয়েছে?
®___প্রায় ৯০%(৩৪ টি স্প্যান)
®___৯মাত্রার ভূমিকম্প সহনীয়
৬৮| বর্তমানে মাথাপিছু জাতীয় অায়ে শীর্ষ দেশ কোনটি?
উত্তর→সুইজারল্যান্ড,ক্রয়ক্ষমতায় শীর্ষে কাতার, GDP ও GNI তে শীর্ষে যুক্তরাষ্ট্র
৬৯| AIIB এর বর্তমান সদস্য দেশ?
®___৭৬টি
৭০| বর্তমানে দেশে স্থলবন্দর কতটি?
®__২৪টি(২৪তম ভোলাগঞ্জ)
(সিলেট জেলায় ৩টি স্থলবন্দর আছে)
®___নোট রমজান
৭১| বাংলাদেশ থেকে কতটি দেশে মৎস্যজাত পণ্য রপ্তানি করা হয়?
®___৫০টি
৭২| বুগেনভিলের রাজধানীর নাম?
®__বুকা
৭৩| আলোচিত বুগেনভিল কোন দেশের উপনিবেশ বা প্রদেশ?
®___পাপুয়ানিউগিনি
৭৪| দেশে সরকারি টিভি চ্যানেল কতটি?
®___৪টি(বেসরকারি চলমান ৩০টি)
মোট বেসরকারি টিভি ৪৪টি(সূত্র বাংলাদেশ প্রতিদিন পত্রিকা)
৭৫| বর্তমানে বিশ্বের শীর্ষ ধনি?
®___জেফ বেজোস(২য়তে বিল গ্রেটস)
৭৬| সম্প্রতি চীনে প্রাদুর্ভাব দেখা দেওয়া রোগের নাম কী?
®___করোনা ভাইরাস। শতাব্দীর বড় মহামারী
৭৭| চীনের কোন শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দিয়েছে?
®___সবচেয়ে জনবহুল উহান শহরে
৭৮| ই-পাসপোর্ট ব্যবহারে বিশ্বে বাংলাদেশ কততম?
®___১১৯তম
৭৯| ই-পাসপোর্ট ব্যবহারে দ.এশিয়ায় বাংলাদেশ কততম?
®___প্রথম
৮০| পাসপোর্ট রুলস আইন প্রণয়ন হয় কত সালে?
®___১৯৭৪ সালে
৮১| ই-পাসপোর্ট প্রকল্প বাস্তবায়নে আনুমানিক ব্যয় কত?
®___সাড়ে চার হাজার কোটি টাকা+
৮২| ই-পাসপোর্ট কতটি নিরাপত্তা বৈশিষ্ট্য থাকবে?
®___৩৮টি
৮৩| বাংলাদেশে পাসপোর্ট ব্যবস্থা প্রথম প্রবর্তন করেন কে?
®___বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭২ সালে
৮৪| ই-পাসপোর্টের মেয়াদ হবে?
®___১৮ বছরের নিচে থেকে ৬৫ বছরের ঊর্ধ্বে ৫ বছর এবং ১৮ বছরের উপরে থেকে ৬৫+ হবে ১০ বছর(পৃষ্ঠা হিসেবে)
৮৫| ট্রাম্পকে অভিশংসিত করতে হলে সিনেটে কতটি ভোট লাগবে?
®___৬৭টি(দুই-তৃতীংশ)
(নিম্নকক্ষে অভিশংসিত বিল পাশ হয় ২২৮-১৯৩ ভোটে)
৮৬| মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের আসন সংখ্যা কত?
®___১০০টি
৮৭| EVM এর মাধ্যমে প্রথম ভোট হয় কোন দেশে?
®___মার্কিন যুক্তরাষ্ট্রে ১৯৬৪ সালে ৭টি অঙ্গরাজ্যে
৮৮| বাংলাদেশে প্রথম কত সালে EVM এর মাধ্যমে ভোটগ্রহণ হয়?
®___২০০৭ সালে ঢাকা অফিসার্স ক্লাবের কার্যকরী সংসদ নির্বাচনে
৮৯| উপমহাদেশের অন্যতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্রের নাম?
®___হালদা(সম্প্রতি র‍্যাককর্ডকৃত প্রজননের আশা করা হচ্ছে)
৯০| সারা বিশ্বে সমুদ্র এলাকায় প্লাস্টিক বর্জ্যের পরিমাণ কত?
®___৪০ হাজার টন
#সাম্প্রতিক___সংখ্যা
৯১| বর্তমানে মুক্তিযুদ্ধে সম্মানিত বীরাঙ্গনার সংখ্যা____৩৩৯
৯২| বর্তমানে সরকারি বিশ্ববিদ্যালয়ের সংখ্যা____৪৮টি
৯৩| বর্তমানে বিমানবহরে উড়োজাহাজের সংখ্যা____১৮টি
৯৪| বর্তমানে মোট বোয়িং বিমানের সংখ্যা___১২টি
৯৫| বর্তমানে ড্রিমলাইনারের সংখ্যা____৬টি
৯৬| বর্তমানে মোট বিভাগ____৯টি
৯৭| বর্তমানে APEC এর সদস্য____১৩টি
৯৮| বর্তমানে ইউনেস্কো স্বীকৃত অধরা সাস্কৃতিক ঐতিহ্য সংখ্যা____৪টি
১০০| বর্তমানে দেশে মোট ইউনিয়ন সংখ্যা____৪৫৩৭টি
১০১| বর্তমানে পৌরসভার সংখ্যা____৩২৮টি
১০১| বর্তমানে দেশে সিটিকর্পোরেশন সংখ্যা____১৩টি
১০২| বর্তমানে উপজেলার সংখ্যা____৪৯২টি
১০৩| বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে নির্বাচিত____৪ জন
১০৪| বর্তমানে দেশে নিয়ন্ত্রিত ফসল____৬টি
১০৫| বর্তমানে বাংলাদেশ বৈশ্বিক খাদ্য নিরাপত্তা সূচকে____৮৩তম
১০৬| বর্তমানে বাংলাদেশ গণতন্ত্র সূচকে____৮০তম
১০৭| বর্তমানে দারিদ্র্যের হার____২০.৫%
১০৮| বর্তমানে মানব উন্নয়ন সূচকে বাংলাদেশ____১৩৫তম
১০৯| বর্তমানে বৈশ্বিক লিঙ্গ সমতা সূচকে বাংলাদেশ____৫০তম
১১০| বর্তমানে ADP সদস্য____৬৮টি
১১১| প্রাণঘাতী করোনা ভাইরাস প্রথম শনাক্ত করা হয় কবে?
®___১৯৬০ সালে
১১২| বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে নির্মিতব্য “বায়োপিক”এর নাম কী?
®___বঙ্গবন্ধু
১১৩| মুজিব শতবর্ষের সময়কাল কত?
®___১৭ মার্চ ২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত
১১৪| বর্তমানে দেশে সাক্ষরতার হার কত?
®___৭৩.৯%(মার্চ.২০২০ পর্যন্ত)
১১৫| একটি বাড়ি একটি খামার প্রকল্পের বর্তমান নাম কী?
®___আমার বাড়ি আমার খামার প্রকল্প
১১৬| প্রস্তাবিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় কোথায় স্থাপিত হবে?
®___কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার বউলাই ইউনিয়নে
১১৭| জানুয়ারি ২০২০ বাংলাদেশের নৌ-বাহিনিতে যুক্ত হওয়া নতুন দুটি জাহাজের নাম কী?
®___ওমর ফারুক ও আবু উবাইদাহ
১১৮| আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্র কোনটি?
®___পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
১১৯| বর্তমানে দেশের বৃহত্তম বিদ্যুৎকেন্দ্র কোনটি?
®___পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
১২০| মুজিবনগর সরকারের কর্মচারী হিসেবে মুক্তিযোদ্ধা স্বীকৃতি পাওয়া ব্যক্তির সংখ্যা কত?
®___৬৭০ জন
১২১| বাংলাদেশে এজেন্ট ব্যাংকিং সেবা চালু হয় কবে?
®___২০১৪ সালের জানুয়ারিতে। প্রথম চালু করে #ব্যাংক_এশিয়া
১২২| বাংলাদেশ ব্যাংক কতটি বাণিজ্যিক ব্যাংককে এজেন্ট ব্যাংকিং এর লাইসেন্স দিয়েছে?
®___২২টি(১৯টি কার্যক্রমরত)
১২৩| “লিম্ফেডিমা”আক্রান্ত রোগে শীর্ষ জেলা কোনটি?
®___রংপুর
®___করোনায় আক্রান্তে ঢাকা
১২৪| ২০১৮-১৯ অর্থবছরে বাংলাদেশ কোন দেশে সর্বাধিক চা রপ্তানি করে?
®___সংযুক্ত আরব আমিরাত, ২য় যুক্তরাষ্ট্রে,৩য় পাকিস্তান
১২৫| বিশ্বের প্রথম দেশ হিসেবে প্রথম এজেন্ট ব্যাংকিং চালু করে কোন দেশ?
®___ব্রাজিল
®___বাংলাদেশে ব্যাংক এশিয়া(২০১৪)
১২৬| ১১ জানুয়ারি ২০২০ আনুষ্ঠানিকভাবে উদ্বোধনকৃত বিশ্বের বৃহত্তম টেলিস্কোপের নাম কী?
®___Fast(চীনে)
১২৭| Fateh-313 এবং Qiam কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র?
®___ইরানের
১২৮| যুক্তরাষ্ট্রের “আল আসাদ বিমান ঘাঁটি” ও “ইরবিল বিমান ঘাঁটি”কোন দেশে অবস্থিত?
®___ইরাকে
১২৯| বিশ্বের কোন দেশে প্রথম ই-পাসপোর্ট চালু হয়?
®___মালয়েশিয়া(১৯৯৮ সালে)
১৩০| ই-পাসপোর্ট ব্যবহারে বাংলাদেশ বিশ্বে কততম?
®___১১৯তম
১৩১| ইউরোপীয় ইউনিয়ন(EU)থেকে যুক্তরাজ্যের বিচ্ছেদ কার্যক্রর হয় কবে?
®____৩১ জানুয়ারি ২০২০ এ
১৩২| যুক্তরাজ্য কবে EU এর সদস্য হয়েছিল?
®____১৯৭৩ সালে
১২৩| ২০১৯ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার লাভ করে কতজন?
®____১০ জন
১৩৪| বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারের অর্থমূল্য কত?
®____৩ লাখ
১৩৫| “SAARC” ১৪তম মহাসচিব কে?
®____এসালা ওয়েরাকুন(শ্রীলংকা)
১৩৬| মুজিব শতবর্ষের লোগোটির ডিজাইনার কে?
®____সব্যসাচী হাজরা
১৩৭| ২০২০ সালের বর্ষপণ্য কোনটি?
®____লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য
১৩৮| বর্তমানে জাতীয় বীমা দিবস কবে?
®____১ মার্চে
১৩৯| বর্তমানে জাতীয় ভোটার দিবস কবে?
®____২ মার্চে
১৪০| দেশের প্রস্তাবিত দীর্ঘতম রেল সেতুর নাম কী?
®____বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু
১৪১| বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর দৈর্ঘ্য কত হবে?
®____৪.৮০ কিলোমিটার
১৪২| বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে আন্তর্জাতিক গন্তব্য কয়টি?
®____১৭টি রোড
১৪৩| বর্তমান বিশ্বে সর্বকনিষ্ঠ সরকার প্রধান কে?
®____সেবাস্তিয়ান কুর্জ(অস্ট্রিয়া)
১৪৪| রাশিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
®____মিখাইল মিশুস্তিন(করোনায় আক্রান্ত হয়েছিলেন)
১৪৫| দক্ষিণ কুরিয়ার বর্তমান প্রধানমন্ত্রীর নাম কী?
®____চুং সি কিউন
১৪৬| AIIB এর বর্তমান সদস্য দেশ কতটি?
®____৭৬টি(সর্বশেষ আলজেরিয়া)
১৪৭| আন্তর্জাতিক অপরাধ আদালত (ICC) এর বর্তমান সদস্য দেশ কতটি?
®____১২৩টি(সর্বশেষ কিরিবাতি)
১৪৮| বাংলাদেশে সবচেয়ে বেশি রেমিটেন্স আসে কোন দেশ থেকে?
®____সৌদি আরব থেকে
১৪৯| বর্তমানে গণতন্ত্র সূচকে বাংলাদেশ কততম?
®____৮০তম(শীর্ষে নরওয়ে)
১৫০| হাইপারসনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড(Avangard) কোন দেশের তৈরি?
®____রাশিয়ার
®____নোট রমজান
১৫১| বর্তমানে দেশে মোট ভিক্ষুকের সংখ্যা কত?
®____২ লাখ ৫০ হাজার(মোট জনসংখ্যার ০.১৭%)
১৫২| বর্তমানে দেশে সরকার অনুমোদিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কতটি?
®____১০৫(কার্যক্রম ৯৪টি)
১৫৩| সবচেয়ে বেশি BCS ক্যাডার কর্মকর্তা কোন জেলার?
®____ঢাকা(৩৫৫ জন)
১৫৪| বর্তমানে মোট কতজন ক্যাডার পদে কর্মরত আছেন?
®____৬,০৫৫ জন
১৫৫| কবে থেকে বাংলাদেশে ই-পাসপোর্ট সেবা চালু হয়?
®____২২ জানুয়ারি ২০২০ থেকে
১৫৬| ৫ জানুয়ারি ২০২০ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কোন রুটে ফ্লাইট চালু করে?
®____ঢাকা-ম্যানচেস্টার
১৫৭| Financial Minister of the Year (বর্ষসেরা অর্থমন্ত্রী)পুরস্কার পান কে?
®____আ হ ম মুস্তফা কামাল
১৫৮| করোনাভাইরাসটি প্রথম চীনের কোন শহরে কত সালে ধরা পড়ে?
®____উহানে ২০১৯ সালে ৩১ ডি.
১৫৯| উইকিপিডিয়ায় “বাংলা”ভাষা চালু হয় কবে?
®____২০০৯ সালে
১৬০| ফেসবুকে বাংলা ভাষা যুক্ত করে কবে?
®____২০০৯ সালে।
নোট Md. Ramjan
১৬১| “মার্স ভাইরাস”কি নামে পরিচিতি পেয়েছিল?
®____হংকং ভাইরাস
১৬২| বিজ্ঞানীদের ধারণা মতে করোনা ভাইরাসের মূল উৎস?
®____কেউটে সাপ/(বাদুড়) তবে এখনও চূড়ান্তভাবে উৎস সম্পর্কে বলা হয়নি
১৬৩| করোনাভাইরাস প্রথম সংক্রমিত হয়?
®____৩১ ডিসেম্বর,২০১৯
১৬৪| করোনাভাইরাস প্রথম চিহ্নিত কবে?
®____৭ জানুয়ারি ২০২০
১৬৫| করোনাভাইরাস প্রথম ছড়ায়?
®____হুবেই প্রদেশের উহানের সামুদ্রিক খাবার বা পশুপাখির বাজার থেকে
১৬৬| “২০০০” সালে যে ভাইরাস ছড়িয়ে ছিল?
®____মার্স ভাইরাস
১৬৭| সার্স ভাইরাস কত সালে গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছিল?
®____২০০৩ সালে
১৬৮| যুক্তরাষ্ট্রের বিমান ভেবে ভুলবশত ইরান কোন ক্ষেপণাস্ত্রের আঘাতে ভূপাতিত করে ইউক্রেনের বোয়িং ৭৩৭-৮০০ বিমানটি?
®____Tor-M1
১৬৯| OIC’র প্রথম যুব রাজধানী কোনটি?
®____তুরস্কের ইস্তাম্বুল
১৭০| ২০১৯ সালে ঘোষিত OIC’র “যুব রাজধানী”র নাম কী?
®____দোহা(কাতার)
১৭১| “২০২০” সালে ঘোষিত যুব রাজধানী হচ্ছে?
®____ঢাকা(ঘোষণা ২৫ ডি.২০১৯)
১৭২| UNICEF এর বর্তমান প্রেসিডেন্ট কে?
®____রাবাব ফাতিমা(১৪ জানু,২০২০)
১৭৩| দেশের প্রথম চা-বাগান?
®____সিলেটের মালনিছড়ায়(১৮৫৪)
১৭৪| “চা”উৎপাদনে বিশ্বের শীর্ষ দেশ?
®____চীন(২য় ভারত)
১৭৫| “চা” উৎপাদনে বাংলাদেশ?
®____৯ম
১৭৬| ভ্যাট ফাঁকি বন্ধে চালুকৃত(৩০ জানু.২০২০) আধুনিক প্রযুক্তির মেশিনের নাম কী?
®____EFD(ইলেকট্রনিক ফিসক্যাল ডিভাইস)
১৭৭| “মাদ্রিদ প্রটোকল” কী?
®____ট্রেডমার্ক নিবন্ধন ও ব্যবস্থাপনার একটি আন্তর্জাতিক প্রতিষ্ঠান
১৭৮| মাদ্রিদ প্রটোকল থেকে ট্রেডমার্ক সুরক্ষা লাভ করে?
®____১২২টি দেশ
১৭৯| আমদানিকৃত কয়লা দিয়ে পরিচালিত দেশের প্রথম বিদ্যুৎকেন্দ্রের নাম কী?
®____পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র
১৮০| পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হচ্ছে?
®____বাংলাদেশ চীনের যৌথ অংশীদারিত্বে(২.৪ বি.ব্যয়ে নির্মাণ)
১৮১| বর্তমানে দেশে গ্যাস মজুদের পরিমাণ কত?
®____১০.৬৩ ট্রিলিয়ন ঘনফুট
১৮২| বিমানবন্দরের পাশে সামরিক-অসামরিক ৪৫ জন শহিদদের স্মৃতিতে নির্মিতব্য স্মৃতিস্তম্ভের নাম?
®____মৃত্যুঞ্জয় ৭১’
১৮৩| বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাভাইরাসের নতুন নাম কী দিয়েছে?
®____কভিট-১৯
১৮৪| উত্তর ইংল্যান্ডের রানি বলা হয়?
®____ম্যানচেস্টার কে
১৮৫| মুজিব বর্ষের ক্ষণগণনা শুরু হয় কবে?
®____১০ জানুয়ারি ২০২০ থেকে
১৮৬| জাতীয় সংসদে প্রধানমন্ত্রী কত তারিখ পর্যন্ত মুজিববর্ষ ঘোষণা করেন?
®___১৭ মার্চ-২০২০ থেকে ২৬ মার্চ ২০২১ পর্যন্ত
১৮৭| বঙ্গবন্ধু কোন বীমা কোম্পানিতে যোগদান করেছিলেন?
®___১৯৬০ সালের ১ মার্চে আলফা ইন্সুরেন্স কোম্পানিতে
১৮৮| তাই সরকার জাতীয় বীমা দিবস কবে ঘোষণা করেছে?
®____১ মার্চে
১৮৯| মুজিববর্ষে বাংলাদেশ ব্যাংক কতটি স্মারক মুদ্রা প্রকাশ করবে?
®___৪টি(স্বর্ণমুদ্রা, স্মারক মুদ্রা একটি, ১০০ টাকা স্মারক নোট ও ২০০টাকার স্মারক নোট
১৯০| মুজিববর্ষ উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধুকে প্রদান করবে?
®___সম্মানসূচক ডক্টর অব ল’জ (মরণোত্তর)ডিগ্রি[৫ সেপ্টেম্বর ২০২০]। বিশেষ সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন নোবেল বিজয়ী ভারতীয় বাঙালি অভিজিৎ ব্যানার্জি।
১৯১|”আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”আবদুল গাফফার চৌধুরীর মূলত কোন ধরনের রচনা?
®___কবিতা(তিনি ঢাকা কলেজের ১ম বর্ষের ছাত্রাবস্থায় আবেগের বসে লিখেছিলেন)
১৯২| গান হিসেবে কবিতাটি প্রথম চলচ্চিত্রে ব্যবহার করেন লেখকের বন্ধু–?
®____জহির রায়হান”জীবন থেকে নেওয়া” ছবিতে
১৯৩| বর্তমানে “আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি”গানটি কতটি ভাষায় গাওয়া হয়?
®____১১টি ভাষায়
১৯৪| মাতৃভাষার অধিকার রক্ষায় কবে ভাষা আন্দোলনের সূচনা হয়েছিল?
®____১১ মার্চ ১৯৪৮ সালে
১৯৫| ৫২’র ভাষা আন্দোলনের সময় বঙ্গবন্ধু কোথায় ছিল?
®____ফরিদপুর জেলে ছিল
১৯৬| একুশে ফেব্রুয়ারি কী বার ছিল?
®____বৃহস্পতিবার(বাংলা ১৩৫৮সালের ৮ ফাল্গুন)
১৯৭| কত লক্ষ মানুষের উপস্থিতিতে শেখ মুজিবকে তোফায়েল আহমেদ রেসকোর্স ময়দানে “বঙ্গবন্ধু”উপাধি ভূষিত করেন?
®____১০ লক্ষ মানুষের
১৯৮| ৫২’র ভাষা আন্দোলন একুশে ফেব্রুয়ারি “বাংলা কত তারিখ ছিল”?
®____৮ ফাল্গুন,১৩৫৮ বঙ্গাব্দ
১৯৯| সংবিধানে রাষ্ট্র ভাষা বাংলার কথা বলা হয়েছে?
®____৩ নং অনুচ্ছেদে
২০০| ভাষাভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান “এথনোলগের”তথ্য মতে বর্তমানে পৃথিবীতে প্রচলিত ভাষা আছে?

#Examveda
#Spelling_Test (with bengali meaning)

1. Embarrassment – (বিব্রত অব্স্থা)
2. Satellite – (উপগ্রহ)
3. Distillery – (ভাঁটি)
4. Occasion – (অনুষ্ঠান)
5. Committee – (দল)
6. Possession – (দখল)
7. Grievance – (অভিযোগ)
8. Belligerent – (যুদ্ধপ্রিয়, ঝগড়াটে)
9. Intelligentsia – (বুদ্ধিজীবী)
10. Corrupt – (দুর্নীতিগ্রস্ত)
11. Dialectic – (ন্যায়, দ্বন্দ্ব)
12. Variegated – (বিচিত্র)
13. Sustenance – (খাদ্য, পুষ্টিসাধকতা)
14. Achievement – (অর্জন)
15. Coriander – (ধনিয়া)
16. Kaleidoscope – (বৈচিত্র্যদর্শন)
17. Bouquet – (ফুলের তোড়া)
18. Translucent – (স্বচ্ছ, পরিস্কার)
19. Heterogeneous – (বিবিধ উপাদানের মিশ্রণ)
20. Foreigner – (বিদেশী)

বাংলা বর্ণমালা-
1. বাংলা বর্ণমালার উৎস–ব্রাহ্মীলিপি
2. বাংলায় সরল বা অসংযুক্ত বর্ণ-৫০টি
3. বাংলা বর্ণমালা মোট ৫০ টি। তার মধ্যে স্বরবর্ণ ১১ টি এবং ব্যঞ্জনবর্ণ ৩৯।
4. পূর্ণ মাত্রা – ৩২ টি। স্বরবর্ণ ৬টি ব্যঞ্জনবর্গ ২৬টি।
5. অর্ধমাত্রা – ৮টি। স্বরবর্ণ ১টি (ঋ)। ব্যঞ্জনবর্গ ৭টি ( খ,গ,ণ,থ,ধ,প,শ)।
6. মাত্রাহীন – ১০ টি। স্বরবর্ণ ৪টি ( এ,ঐ,ও,ঔ)। ব্যঞ্জনবর্গ ৬টি (ঙ,ঞ,ৎ,ং,ঃ)
7. মৌলিক স্বরধ্বনি -৭টি
8. যৌগিক স্বরধ্বনি ৩টি
9. যৌগিক স্বরজ্ঞাপক বর্ণ- ২টি(ঐ, ঔ)
10. বিলীন বর্ণ / নিলীন বর্ণ – ১টি (অ)
11. যৌগিক স্বরধ্বনি = ২৫টি
12. মৌলিক স্বর ধ্বনি = ৭টি
13. কেন্দ্রীয় স্বরবর্ণ = আ
14. স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে-কার
15. কার – ১০ টি
16. ব্যঞ্জনবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলে- ফলা
17. ফলা -৬টি
18. স্পর্শ বর্ণ- ক থেকে ম পর্যন্ত ২৫ টি
19. নাসিক্য বর্ণ-৫ টি
20. পরাশ্রয়ী বর্ণ- ৩ টি(ং, :, ঁ)
21. ঊষ্ম বর্ণ-৪টি(শ,ষ,স,হ)
22. অন্তস্থঃবর্ণ-৪টি(য,র,ল,ব)
23. পার্শ্বিক ধ্বনি – ১টি(ল)
24. তাড়নজাত ধ্বনি -২টি(ড়, ঢ়)
25. কম্পনজাত ধ্বনি – ১টি(র)
26. বর্গ-৫টি (ক,চ,ট,ত,প)
27. বর্গের প্রথম ও দ্বিতীয় বর্ণ- অঘোষ ধ্বনি ।
28. বর্গের তৃতীয়,চতুর্থ, এবং পঞ্চম বর্ণ- ঘোষ ধ্বনি ।
29. বর্গের প্রথম ও তৃতীয় বর্ণ -অল্পপ্রাণ ধ্বনি ।
30. বর্গের দ্বিতীয় ও চতুর্থ বর্ণ –মহাপ্রাণ ধ্বনি ।

#১৫০টি___বানান____শুদ্ধিকরণ
#অশুদ্ধ______শুদ্ধ
০১) শ্বাশত_______শাশ্বত
০২) শশুর________শ্বশুর
০৩) শাশুরি_______শাশুড়ি
০৪) নূন্যতম_______ন্যূনতম
০৫) স্বাস্থ_________স্বাস্থ্য
০৬) মাহাত্ম_______মাহাত্ম্য
০৭) দারিদ্র_______দারিদ্র্য
০৮) প্রতিদ্বন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
০৯) প্রতিদ্বন্দ্বীতা___প্রতিদ্বন্দ্বিতা
১০) প্রতিযোগীতা__প্রতিযোগিতা
১১) উচ্ছাস_______উচ্ছ্বাস
১২) অপরাহ্ন______অপরাহ্ণ
১৩) নিশিথীনি_____নিশীথিনী
১৪) মনকষ্ট_______মন:কষ্ট
১৫) দ্বন্দ_______দ্বন্দ্ব
১৬) পিপিলিকা____পিপীলিকা
১৭) মণিষী____মনীষী
১৮) মূমূর্ষু_____মুমূর্ষু
১৯) আমাবশ্যা____অমাবস্যা
২০) অত্যাধিক____অত্যধিক
২১) কটুক্তি_____কটূক্তি
২২) ভূল________ভুল
২৩) ভূবন_______ভুবন
২৪) সান্তনা______সান্ত্বনা
২৫) পক্ক______পক্ব
২৬) বিদূষী_____বিদুষী
২৭) সমীচিন____সমীচীন
২৮) মূহুর্ত______মুহূর্ত
২৯) ব্রাক্ষণ_____ব্রাহ্মণ
৩০) প্রাণীবিদ্যা___প্রাণিবিদ্যা
নোট___রমজান__
৩১) ইতিপূর্বে____ইতঃপূর্বে
৩২) ইতিমধ্যে____ইতোমধ্যে
৩৩) ইংরেজী____ইংরেজি
৩৪) ইষৎ______ঈষৎ
৩৫) অহরাত্রি___অহোরাত্র
৩৬) অপাঙতেয়____অপাঙ্ক্তেয়
৩৭) অন্তঃস্বত্ত্বা_____অন্তঃসত্ত্বা
৩৮) আদ্যাক্ষর_____আদ্যক্ষর
৩৯) অনুসূয়া_____অনসূয়া
৪০) আকাংখা____আকাঙ্ক্ষা
৪১) আশ্বস্থ______আশ্বস্ত
৪২) আত্বস্থ______আত্মস্থ
৪৩) আশীষ_____আশিস্
৪৪) আয়ত্ব_____আয়ত্ত
৪৫) আত্মৎসর্গ___আত্মোৎসর্গ
৪৬) উপরোক্ত____উপর্যুক্ত
৪৭) উদ্বৃত______উদ্বৃত্ত
৪৮) উপযোগীতা____উপযোগিতা
৪৯) উর্ধ্বশ্বাস______ঊর্ধ্বশ্বাস
৫০) উদিচী_______উদীচী
৫১) উর্ধ্ব_______ঊর্ধ্ব
৫২) ঐক্যতান____ঐকতান
৫৩) কাংখিত____কাঙ্ক্ষিত
৫৪) ক্ষীণজীবি____ক্ষীণজীবী
৫৫) ক্ষুদপিপাসা____ক্ষুৎপিপাসা
৫৬) কৌতূক______কৌতুক
৫৭) কথপোকথন____কথোপকথন
৫৮) কর্ণেল______কর্নেল
৫৯) কুপমণ্ডুক_____কূপমণ্ডূক
৬০) খোজাখোজি____খোঁজাখুঁজি
৬১) গীতাঞ্জলী______গীতাঞ্জলি
৬২) গ্রামীন_____গ্রামীণ
৬৩) গড্ডালিকা____গড্ডলিকা
৬৪)গার্হস্থ______গার্হস্থ্য
৬৫) ঘূর্নিঝর_____ঘূর্ণিঝড়
৬৬) চতুস্কোন____চতুষ্কোণ
৬৭) জগত_____জগৎ
৬৮) জেষ্ঠ_____জ্যেষ্ঠ
৬৯) জোতিষ্ক____জ্যোতিষ্ক
৭০) ঝরণা_____ঝরনা
৭১) ডাষ্টবিন____ডাস্টবিন
৭২) পোষ্ট______পোস্ট
৭৩) ত্রিভূজ____ত্রিভুজ
৭৪) ততক্ষণাত___তৎক্ষণাৎ
৭৫) দূর্গাপূজা____দুর্গাপূজা
৭৬) দূরাবস্থা_____দূরবস্থা
৭৭) দুঃস্ত_______দুস্থ/দুঃস্থ
৭৮) দীর্ঘজীবি____দীর্ঘজীবী
৭৯) দূর্ঘটনা______দুর্ঘটনা
৮০) দাসত্ত______দাসত্ব
___রমজান___®
৮১) শিরচ্ছেদ______শিরশ্ছেদ
৮২) স্বরস্বতী______সরস্বতী
৮৩) বিভিষিকা_____বিভীষিকা
৮৪) দৈন্যতা_____দৈন্য/দীনতা
৮৫) সন্যাসী_____সন্ন্যাসী
৮৬) দুরুহ_____দুরূহ
৮৭) দুর্বৃত্ত্ব____দুর্বৃত্ত
৮৮) দৌরাত্ম____দৌরাত্ম্য
৮৯) দধিচি_____দধীচি
৯০) ধরনী_____ধরণি
৯১) ধুলিসাৎ____ধূলিসাৎ
৯২) ধারনা_____ধারণা
৯৩) নূন্যতম____ন্যূনতম
৯৪) নৈপুন্য____নৈপুণ্য
৯৫) নিগুঢ়____নিগূঢ়
৯৬) নিশিথিনি____নিশীথিনী
৯৭) পিপিলিকা____পিপীলিকা
৯৮) পোষ্টমাষ্টার____পোস্টমাস্টার
৯৯) প্রাতঃরাশ_____প্রাতরাশ
১০০) প্রোজ্জ্বলন____প্রজ্বলন
১০১) প্রতিদন্দ্বি_____প্রতিদ্বন্দ্বী
১০২) পানিনি______পাণিনি
১০৩) ফটোষ্ট্যাট____ফটোস্ট্যাট
১০৪) ব্রাহ্মন______ব্রাহ্মণ
১০৫) ব্যাতিত_____ব্যতীত
১০৬) ব্যাথা_____ব্যথা
১০৭) বাল্মিকি_____বাল্মীকি
১০৮) বশিভুত_____বশীভূত
১০৯) বুৎপত্তি_____ব্যুৎপত্তি
১১০) ভৌগলিক____ভৌগোলিক
১১১) ভুমিষাৎ_____ভূমিসাৎ
১১২) ভৎসনা_____ভর্ৎসনা
১১৩) মূহুর্ত_______মুহূর্ত
১১৪) মনিষি______মনীষী
১১৫) মরীচীকা____মরীচিকা
১১৬) মনযোগ_____মনোযোগ
১১৭) মনুষ্যত্য_____মনুষ্যত্ব
১১৮) যক্ষা_______যক্ষ্মা
১১৯) লজ্জাস্কর____লজ্জাকর
১২০) লক্ষ্যনীয়_____লক্ষণীয়
১২১) শান্তনা______সান্ত্বনা
১২২) শারিরীক____শারীরিক
১২৩) শুভাশীষ____শুভাশিস
১২৪) শায়ত্ত্বশাসন____স্বায়ত্তসাশন
১২৫) শিরধার্য্য______শিরোধার্য
১২৬) শশ্রূসা________শুশ্রুষা
১২৭) ষাম্মাষিক_____ষাণ্মাসিক
১২৮) সম্বর্ধনা______সংবর্ধনা
১২৯) সহযোগীতা___সহযোগিতা
১৩০) সুষ্ঠ________সুষ্ঠু
১৩১) ব্যবহারিক____ব্যাবহারিক
১৩২) পোষাক_____পোশাক
১৩৩) ধরণ_____ধরন
১৩৪) ধারণ____ধারণ
১৩৫) উষা____ঊষা
১৩৬) দুর্ণীতি____দুর্নীতি
১৩৭) মধ্যাকর্ষণ ____মাধ্যাকর্ষণ
১৩৮) শিহরণ_____শিহরন
১৩৯) দধিচী_____দধীচি
১৪০) ইদানিং______ইদানীং
১৪১) জ্ঞানভুসিত____জ্ঞানভূষিত
১৪২) সুসম_____সুষম
১৪৩) কনিষ্ট_____কনিষ্ঠ
১৪৪) দুষণীয়_____দূষণীয়
১৪৫) পুণর্মিণনি____পুনর্মিলনী
১৪৬) সুধি____সুধী
১৪৭) বীবতস্য____বীভৎস
১৪৮) অদ্ভূত____অদ্ভুদ
১৪৯) শ্বশ্রু_____শ্বশ্রূ
১৫০) রূপালী_____রুপালি

সোনালী ব্যাংকের সিনিয়র অফিসার নিয়োগ পরীক্ষার বাংলা সমাধানঃ
# বীরবল ছদ্মনাম – প্রমথ চৌধুরী
# বাংলা ভাষায় সনেট প্রবর্তন করেন –মধুসূদন দত্ত
# বিলাসী গল্পটি – শরৎচন্দ্রের
# পাঞ্জেরী কবিতাটি – ফররুখ আহমেদ
# নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা –লাঙ্গল
# কবর নাটকটি – মুনীর চৌধুরী
# বাংলা উপন্যাসের জনক –
বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
# শিখা পত্রিকা কোন সংগঠনের – মুসলিম সাহিত্য সমাজ
# কমলা কান্তের দপ্তর যে শ্রেণীর রচনা –
প্রবন্ধ
# আমার সন্তার যেন থাকে দুধে ভাতে এই
প্রার্থনা – ঈশ্বরী পাটনীর
# নজরুল কারাবরণ করেন – আনন্দময়ীর
আগমনে কবিতার জন্য
# বেগম রোকেয়ার রচনা – মতিচুর, পদ্মরাগ, অবরোধবাসিনী
# স্বাধীনতা হীনতায় কে বাঁচিতে চায় কার কথা – রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়
# বাংলায় টি.এস এলিয়টের কবিতা প্রথম অনুবাদ করেন – রবীন্দ্রনাথ ঠাকুর
# বাংলা ভাষার প্রথম সাময়িকী –
দিক দর্শন
# ড. মুহাম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি- গৌড়ীয় প্রাকৃত থেকে
# বসন্তকুমারী নাটকের রচয়িতা –
মীর মশাররফ হোসেন
# বাংলা সাহিত্যে ছন্দের যাদুকর– সত্যেন্দ্রনাথ দত্ত
# মঙ্গল কাব্যের কয়টি অংশ থাকে –৫টি
# মধুসূদন দত্ত রচিত পত্রকাব্য – বীরাঙ্গনা
# রবীন্দ্রনাথ সুভাষ চন্দ্রকে উৎসর্গ করেন – তাসের দেশ
# ঢাকা থেকে প্রকাশিত প্রথম গ্রন্থ –
নীলদর্পন
# চর্যাপদের পদগুলি টীকার মাধ্যমে ব্যাখা করেন – মুনি দত্ত
# জহির রায়হানের রচনা – আরেক ফাল্গুন
# নজরুল রচিত নাটক – ঝিলিমিলি
# মুনির চৌধুরী রচিত কবর একটি – নাটক
# পঞ্চতন্ত্র রচনা করেন –
সৈয়দ মুজতবা আলী
# শ্রীকৃষ্ণকীর্তন কাব্য রচনা করেন–
বড়ু চন্ডীদাস
# বাংলাদেশের রণসঙ্গীতের রচয়িতা – নজরুল ইসলাম
# বিষাদসিন্ধু যাঁর রচনা- মীর মশাররফ হোসেন
# চর্যাপদের কবির সংখ্যা – ২৩ জন
# সাহিত্যে যুগ সন্ধিক্ষণের কবি – ঈশ্বরচন্দ্র গুপ্ত
# চর্যাপদ আবিষ্কার করেন – হরপ্রসাদ শাস্ত্রী
# মধ্যযুগের কাব্যের একটি ধারা –
মঙ্গল কাব্য
# রোহিণী চরিত্রটি–কৃষ্ণকান্তের উইল উপন্যাস
# বাংলা গদ্যরীতির জনক – বিদ্যাসাগর
# ছায়া হরিন যাঁর রচনা – আহসান হাবীব
# অসমাপ্ত আত্নজীবনীর লেখক –
শেখ মুজিবুর রহমান

প্রাথমিক সহকারী শিক্ষক পরীক্ষা -২০১৮ প্যানেলের মাধ্যমে নিয়োগের প্রয়োজনীয়তা:

১. মুজিব বর্ষের উপহার হিসেবে প্যানেল প্রয়োজন। ( মুজিব কর্মের পুনরাবৃত্তি করার জন্য। ১৯৭৩)
২. করোনা ভাইরাসে শিক্ষা ক্ষতি পোষানোর জন্য প্যানেল প্রয়োজন।
৩. দীর্ঘ বছর ধরে নিয়োগ বন্ধ থাকায় উত্তীর্ণ প্রার্থীদদের বয়স শেষ তাই প্যানেল প্রয়োজন।
৪. শিক্ষক সংকট নিরসনের জন্য প্যানেল প্রয়োজন।
৫. শিশুদের মৌলিক অধিকার নিশ্চিত করনে প্যানেল প্রয়োজন।
৬. ২০২১ সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপক্ষে প্যানেল প্রয়োজন। ( শত ভাগ শিক্ষা নিশ্চিত করনে। এদের প্রশিক্ষণ দিয়ে তৈরী করতে করতে সঠিক সময়ে তা পূরণ হবে।)
৭. শূন্য পদ পুরনের জন্য প্যানেল প্রয়োজন। ( লক্ষাধিক শূন্য পদ)
৮. শিক্ষার মূল্যায়ন ও বেকার সমস্যা সমাধানের জন্য প্যানেল প্রয়োজন।
৯. শিক্ষা প্রতিবন্ধকতা দূর করনের জন্য প্যানেল প্রয়োজন।
১০. প্রতিদিন অবসর হয় কিন্তুু নিয়োগ হয় না। তাই প্যানেল দরকার।

প্রশ্ন : সর্বাপেক্ষা হালকা গ্যাস কোনটি ?
উ: হাইড্রজেন
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী ধাতু কোনটি ?
লরেনসিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা হালকা ধাতু কোনটি ?
উ: লিথিয়াম
প্রশ্ন: সর্বাপেক্ষা ভারী মৌলিক গ্যাস কোনটি ?
উ: রেডন
প্রশ্ন: পরমানুর সর্বাপেক্ষা হালকা কোনা কোনটি ?
উ: ইলেকট্রন
প্রশ্ন: সবচেয়ে মূল্যবান ধাতু কোনটি ?
উ: প্ল্যাটিনাম
প্রশ্ন: ‘উড স্পিরিট ‘ কী ?
উ: মিথাইল এলকোহল
প্রশ্ন: তামার সাথে দস্তা বা জিঙ্ক মেশালে কি উত্পন্ন হয় ?
উ: পিতল
প্রশ্ন: তামার সাথে টিন মিশালে কী উত্পন্ন হয় ?
উ: ব্রোঞ্জ
প্রশ্ন: সাধারণত বেটারিতে কোন ধরনের তরল ব্যবহৃত হয় ?
উ: সালফিউরিক অ্যাসিড
প্রশ্ন: ইস্পাত তৈরিতে লোহার সাথে কী মিশাতে হয় ?
উঃ কার্বন
প্রশ্ন: ইস্পাতে কার্বনের শতকরা পরিমাণ কত ?
উ: ০.১৫ – ১.৫ %
প্রশ্ন: একোয়া রেজিয়া বা রাজ অম্ল কাকে বলে ?
উঃ ৩:১ অনুপাতের নাইট্রিক ও হাইড্রক্লোরিক অ্যাসিড
প্রশ্ন: রাজ অম্ল কী কাজে বেবহৃত হয় ?
উ: সোনা গলাতে
প্রশ্ন: ভিনেগার কাকে বলে ?
উ: ৪% -১০% এসিটিক অ্যাসিডের জলীয় দ্রবনকে
প্রশ্ন: রেকটিফাইড স্পিরিট হলো ?
উ: ৯৫% ইথাইল আলকোহল + ৫% পানি
প্রশ্ন: বাতাসে নাইট্রোজেন এর পরিমাণ কত ?
উ: ৭৮.০২%
প্রশ্ন: বাতাসে অক্সিজেন এর পরিমাণ কত :
উ: ২০.৬১%
প্রশ্ন: হাইড্রজেন মৌলের অনুতে পরমানুর সংখ্যা কত ?
উঃ ২ টি
প্রশ্ন: কোনো পদার্থের পারমানবিক সংখ্যা হলো ?
উ: পরমানুর প্রোটন সংখ্যা
প্রশ্ন: উড পেন্সিলের শীষ কী দিয়ে তৈরী হয় ?
উ:গ্রাফাইট
প্রশ্ন: লেখার চক কী দিয়ে তৈরী ?
উ:ক্যালসিয়াম সালফেট
প্রশ্ন: কোন ধাতু সবচেয়ে ক্ষয়প্রাপ্ত হয় ?
উঃ তামা
প্রশ্ন: গ্যাভানাইজিং কী ?
উ: লোহার উপর দস্তার প্রলেপ
প্রশ্ন: অ্যাসিড নীল লিটমাস পেপারকে কী করে ?
উঃ লাল করে
প্রশ্ন: ক্ষার লাল লিটমাস পেপারকে কী করে ?
উ: নীল করে
প্রশ্ন: ভূপৃষ্ঠে কোন ধাতু সবচেয়ে বেশি পাওয়া যায় ?
উ: অ্যালুমিনিয়াম
প্রশ্ন: কোন অধাতু বিদ্যুৎ অপরিবাহী ?
উ: গ্রাফাইট
প্রশ্ন: পরমানুর চার্জ নিরপেক্ষ কণিকা কোনটি ?
উ: নিউট্রন
প্রশ্ন: পরমানুর পজেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উ: প্রোটন
প্রশ্ন: পরমানুর নেগেটিভ চার্জযুক্ত কণিকা কোনটি ?
উ: ইলেকট্রন
প্রশ্ন: হীরক উজ্জ্বল দেখায় কেন ?
উঃ আলোর পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের জন্য
প্রশ্ন: জীব সংরক্ষণ ও পচন নিবারণের জন্য কী ব্যাবহৃত হয়
উ: ফরমালিন
প্রশ্ন: কাঁদুনে গ্যাস এর রাসায়নিক নাম কী ?
উ: ক্লোরোপিক্রিন
প্রশ্ন: পৃথিবীতে মোট মৌলিক পদার্থের সংখ্যা কত ?
উ: ১০৯ টি
……………………………………………………..
# আমাদের সঙ্গে সবসময় active
থাকতে like, comment ও share করুন

#তথ্য প্রযুক্তি বিষয়ক ৬৩টি
গুরুত্বপূর্ণ পূর্ণরূপঃ
_______________
১। HTTP এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol.
২। HTTPS এর পূর্ণরূপ — Hyper Text Transfer Protocol Secure.
৩। IP এর পূর্ণরূপ— Internet Protocol.
৪। URL এর পূর্ণরূপ — Uniform Resource Locator.
৫। USB এর পূর্ণরূপ — Universal Serial Bus.
৬। VIRUS এর পূর্ণরূপ — Vital Information Resource Under Seized .
৭। SIM এর পূর্ণরূপ — Subscriber Identity Module.
৮। 3G এর পূর্ণরূপ — 3rd Generation.
৯। GSM এর পূর্ণরূপ — Global System for Mobile Communication
১০। CDMA এর পূর্ণরূপ — Code Division Multiple Access.
১১। UMTS এর পূর্ণরূপ — Universal Mobile Telecommunication System.
১২। RTS এর পূর্ণরূপ — Real Time Streaming
১৩। AVI এর পূর্ণরূপ — Audio Video Interleave
১৪। SIS এর পূর্ণরূপ — Symbian OS Installer File
১৫। AMR এর পূর্ণরূপ — Adaptive Multi-Rate Codec
১৬। JAD এর পূর্ণরূপ — Java Application Descriptor
১৭। JAR এর পূর্ণরূপ — Java Archive
১৮। MP3 এর পূর্ণরূপ — MPEG player
১৯। 3GPP এর পূর্ণরূপ — 3rd Generation Partnership Project
২০। 3GP এর পূর্ণরূপ — 3rd Generation Project
২১। MP4 এর পূর্ণরূপ — MPEG-4 video file
২২। AAC এর পূর্ণরূপ — Advanced Audio Coding
২৩। GIF এর পূর্ণরূপ — Graphic Interchangeable Format
২৪। BMP এর পূর্ণরূপ — Bitmap
২৫। JPEG এর পূর্ণরূপ — Joint Photographic Expert Group
২৬। SWF এর পূর্ণরূপ — Shock Wave Flash
২৭। WMV এর পূর্ণরূপ — Windows Media Video
২৮। WMA এর পূর্ণরূপ — Windows Media Audio
২৯। WAV এর পূর্ণরূপ — Waveform Audio
৩০। PNG এর পূর্ণরূপ — Portable Network Graphics
৩১। DOC এর পূর্ণরূপ — Document (Microsoft Corporation)
৩২। PDF এর পূর্ণরূপ — Portable Document Format
৩৩। M3G এর পূর্ণরূপ — Mobile 3D Graphics
৩৪। M4A এর পূর্ণরূপ —
MPEG-4 Audio File
৩৫। NTH এর পূর্ণরূপ — Nokia
Theme (series 40)
৩৬। THM এর পূর্ণরূপ —
Themes (Sony Ericsson)
৩৭। MMF এর পূর্ণরূপ —
Synthetic Music Mobile
Application File
৩৮। NRT এর পূর্ণরূপ — Nokia
Ringtone
৩৯। XMF এর পূর্ণরূপ —
Extensible Music File
৪০। WBMP এর পূর্ণরূপ —
Wireless Bitmap Image
৪১। DVX এর পূর্ণরূপ — DivX
Video
৪২। HTML এর পূর্ণরূপ —
Hyper Text Markup
Language
৪৩। WML এর পূর্ণরূপ —
Wireless Markup Language
৪৪। CD এর পূর্ণরূপ —
Compact Disk.
৪৫। DVD এর পূর্ণরূপ — Digital
Versatile Disk.
৪৬। CRT — Cathode Ray
Tube.
৪৭। DAT এর পূর্ণরূপ — Digital
Audio Tape.
৪৮। DOS এর পূর্ণরূপ — Disk
Operating System
৪৯। GUI এর পূর্ণরূপ —
Graphical User Interface.
৫০। ISP এর পূর্ণরূপ —
Internet Service Provider.
৫১। TCP এর পূর্ণরূপ —
Transmission Control
Protocol.
৫২। UPS এর পূর্ণরূপ —
Uninterruptible Power
Supply.
৫৩। HSDPA এর পূর্ণরূপ —
High Speed Downlink
Packet Access.
৫৪। EDGE এর পূর্ণরূপ —
Enhanced Data Rate for
GSM [Global System for
Mobile
Communication]
৫৫। VHF এর পূর্ণরূপ — Very
High Frequency.
৫৬। UHF এর পূর্ণরূপ — Ultra
High Frequency.
৫৭। GPRS এর পূর্ণরূপ —
General Packet Radio
Service.
৫৮। WAP এর পূর্ণরূপ —
Wireless Application
Protocol.
৫৯। ARPANET এর পূর্ণরূপ —
Advanced Research
Project Agency Network.
৬০। IBM এর পূর্ণরূপ —
International Business
Machines.
৬১। HP এর পূর্ণরূপ — Hewlett
Packard.
৬২। AM/FM এর পূর্ণরূপ —
Amplitude/Frequency
Modulation.
৬৩। WLAN এর পূর্ণরূপ —
Wireless Local Area
Network.

Govt. Primary School Teacher Job exam Preparation 2022

Post name: Assistant Teacher

Primary School Teacher

Primary School Teacher Exam Syllabus:

1. Bangla

2. English

3. Math

4. General Knowledge (GK)

Primary School Teacher Exam Marks Distribution:

Total Marks: 100

Exam Type: MCQ + Viva

MCQ Exam marks: 80  and Viva Marks: 20

Marks: 80

No. of Question: 80 ( Every question is equal 1 mark)

Negative Mark: .25 for each wrong answer.

MCQ Exam Marks Distribution:

1. Bangla-20

2. English-20

3. Math-20

4. General Knowledge (GK)-20

N.B: 1 Mark for one question and .25 Negative marking for each wrong answer.

 

Primary School Teacher  Book List:

1. Class six to 10 Text Book (Especially for Bangla and Math) 

2. Professor’s Primary Recruitment Guide ( You can find here all previous questions of Primary School Teacher Exam).

3. Oracle  Primary Recruitment Guide.

4. Panjeree Primary Recruitment Guide.

5. Gangriho Prokashoni  Primary Recruitment Guide.

6. Professor’s Job Solution ( You can find here all previous  questions of the different exam)

7. Current Affairs

8. You can also read an MP3 series book for best preparation

Primary School Teacher Exam Subject wise Suggestions:

 Bangla:

1. For the Bangla part you have to emphasize more on Grammar.

2. you have to follow Class 8 and 9-10 Grammar textbook.

3. You have to emphasize  on 11 literature and biography of the poets and writers of BPSC.

Primary Education Department has taken initiatives to appoint vacant posts of Assistant Teachers of Government Primary School. A new investigation will publish along with the suspension. The Primary and Mass Education Ministry said, for the appointment of assistant teachers, a notification issued by the Primary Education Department. About 12 million candidates applied for this. But in the case of ‘pool’ and ‘panel’ teachers’ case-related complications, the recruitment process for about 10,000 posts stuck in response to the notification.

Primary Assistant Teacher Job Exam Notice

Directorate of Primary Education Assistant Teacher Recruitment Admit Card for 2022 published by dpe teletalk website & you can also download DPE Teletalk Admit Card  from alljobscircularbd.com . DPE Account Assistant Exam Date And Admit Download below this post link. DPE Exam date and notice published at daily Newspaper jugantor today.

Download Full Result Here

At this moment the Primary job is that the best job in the Asian nation and therefore the Primary Assistant Teacher Job Exam Notice could be a terribly enticing job for each individual in the Asian nation. An official of the ministry told Bangla news that after the recruitment of teachers ‘pool’ and ‘panel’ teachers, new initiatives taken to resolve the complexity. That’s why the Ministry wanted the budget for the primary education department.

Primary Assistant Teacher Job Exam Notice More Information

visiting Official website : www.dpe.gov.bd

Primary School Teacher examination Preparation 2022. DPE gov baccalaureate has printed elementary school Teacher Circular 2022, transfer job circular of elementary school teacher 2022. We Publish all Jobs Circular Every day, Such as Government Jobs in Bangladesh, Bank Jobs in Bangladesh, Private Jobs in Bangladesh, International NGO in Bangladesh, Private Company in Bangladesh, Private University Jobs in Bangladesh. Bank Jobs Results, Government Jobs Results, Government University Jobs result in Bangladesh and all Part-time Jobs in Bangladesh and other educational support are available here on our website. We provide different types of job information with also provide some effective information or resource and job tips which helps to get the job easily. Stay up-to-date with our website to know about new job news and you can stay connected with our Website. Thanks for visiting our site primary school job news.

See All Govt Jobs: