Sheikh Russel Quiz 2022 – ৪০০+ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর

২৮ আগস্ট ২০২২ হতে শুরু হয়েছে শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা (Sheikh Russel Quiz Competition 2022)। বাংলাদেশের যাদের বয়স ৮ থেকে ১৮ এর মধ্যে রয়েছে তারা এই কুইজে অংশগ্রহণ করতে পারবে। সবাইকে ২৮ আগস্ট থেকে ২৭ সেপ্টেম্বর রাত ১২ টার মধ্যে অনলাইনের মাধ্যমে শেখ রাসেল কুইজ প্রতিযোগিতায় নিবন্ধন সম্পন্ন করতে হবে। তাই আপনি যদি এই কুইজে অংশগ্রহণ করতে চান তাহলে আজকেই নিবন্ধন সম্পূর্ণ করুন।

Sheikh Russel Quiz Competition 2022

শেখ রাসেল দিবস উপলক্ষে এক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যাদের বয়স আট থেকে 12 বছরের মধ্যে তাদের কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর ২০২২। সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে যেকোনো দশ মিনিট এই কুইজে অংশগ্রহণ করতে হবে।

অন্যদিকে যাদের বয়স ১৩ থেকে ১৮ বছর তাদের অনলাইন কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে অক্টোবর মাসের ১ তারিখ। যেখানে সন্ধ্যা সাতরা থেকে আটটার মধ্যে যেকোনো দশ মিনিট শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে।

শেখ রাসেল এর জীবন বৃত্তান্ত

শেখ রাসেল (অক্টোবর ১৮, ১৯৬৪ – আগস্ট ১৫, ১৯৭৫) বাংলাদেশের রাজনৈতিক নেতা শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র। ১৯৭৫ সালের সেনা অভ্যুত্থানে শেখ মুজিব হত্যার সময় সপরিবারে তাকেও হত্যা করা হয়।

১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যূষে একদল তরুণ সেনা কর্মকর্তা ট্যাঙ্ক দিয়ে শেখ মুজিবুর রহমানের ধানমণ্ডিস্থ ৩২ নম্বর বাসভবন ঘিরে ফেলে শেখ মুজিব, তার পরিবার এবং তার ব্যক্তিগত কর্মচারীদের সাথে শেখ রাসেলকেও হত্যা করা হয়। শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানোর সময় ব্যক্তিগত কর্মচারীসহ রাসেলকে অভ্যুত্থানকারীরা আটক করে। আতঙ্কিত হয়ে শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, “আমি মায়ের কাছে যাব”। পরবর্তীতে মায়ের লাশ দেখার পর অশ্রুসিক্ত কণ্ঠে মিনতি করেছিলেন “আমাকে হাসু আপার (শেখ হাসিনা) কাছে পাঠিয়ে দাও”।

ব্যক্তিগত কর্মচারী এএফএম মহিতুল ইসলামের ভাষ্যমতে, “রাসেল দৌড়ে এসে আমাকে জাপটে ধরে। আমাকে বললো, ভাইয়া আমাকে মারবে না তো? ওর সে কণ্ঠ শুনে আমার চোখ ফেটে পানি এসেছিল। এক ঘাতক এসে আমাকে রাইফেলের বাট দিয়ে ভীষণ মারলো। আমাকে মারতে দেখে রাসেল আমাকে ছেড়ে দিল। ও (শেখ রাসেল) কান্নাকাটি করছিল যে ‘আমি মায়ের কাছে যাব, আমি মায়ের কাছে যাব’। এক ঘাতক এসে ওকে বললো, ‘চল তোর মায়ের কাছে দিয়ে আসি’। বিশ্বাস করতে পারিনি যে ঘাতকরা এতো নির্মমভাবে ছোট্ট সে শিশুটাকেও হত্যা করবে। রাসেলকে ভিতরে নিয়ে গেল এবং তারপর ব্রাশ ফায়ার।”

quiz.sheikh rassel.gov.bd ,,, quiz.sheikhrussel.gov bd – 

প্রাথমিক জীবন

শেখ রাসেল তৎকালীন পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলের ধানমন্ডিতে ৩২ নম্বর বঙ্গবন্ধু ভবনে ১৮ অক্টোবর, ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। পাঁচ ভাই-বোনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ। ভাই-বোনের মধ্যে অন্যরা হলেন বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল, বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল এবং বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা। শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

শেখ রাসেলের নামে স্কেটিং স্টেডিয়াম

শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়া চক্র প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশের বাংলাদেশ প্রিমিয়ার লীগ ফুটবল ক্লাব। ১৯৯৫ সালে পাইওনিয়ার ফুটবল লীগে খেলার মাধ্যমে যাত্রা শুরু করে ক্লাবটি।

শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ

১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন যাতে করে এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশ কে এগিয়ে নিয়ে যেতে পারে সেই লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত।

শেখ রাসেল কুইজ নিয়মাবলি:

  • কুইজ প্রতিযোগিতাটি শুধু ৮ থেকে ১৮ বছর বয়সীদের জন্য উন্মুক্ত।
  • একজন প্রতিযোগী একবারই অংশগ্রহণ করতে পারবেন।
  • প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বরাদ্দকৃত সময় ১০ মিনিট।
  • সকল প্রশ্নের মান সমান। ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না।
  • সকল প্রশ্নের উত্তরের জন্য চারটি বিকল্প থেকে একটি সঠিক উত্তর বাছাই করতে হবে (এমসিকিউ)।
  • কম সময়ে সর্বোচ্চ সংখ্যক উত্তরদাতা থেকে বিজয়ী নির্বাচন করা হবে।
  • চূড়ান্ত বিজয়ীদের ক্ষেত্রে বয়স যাচাই সাপেক্ষে পুরস্কার প্রদান করা হবে।
  • ভুল/মিথ্যা তথ্য দিয়ে অংশগ্রহণ করলে তাকে প্রতিযোগিতা থেকে বাতিল বলে গণ্য করা হবে।
Sheikh Russel Quiz Competition
Sheikh Russel Quiz Competition

শেখ রাসেল প্রতিযোগিতার তারিখ, বয়স ও লিংক

  • গ্রুপ ক : ৮-​১২ বছর
  • ৩০ সেপ্টেম্বর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
  • নিবন্ধন লিংক : https://quiz.sheikhrussel.gov.bd/ka_group_registration
  • গ্রুপ খ : ১৩-​১৮ বছর
  • ১ অক্টোবর ২০২২, সন্ধ্যা ৭টা থেকে ৮টার মধ্যে যে কোনো ১০ মিনিট।
  • নিবন্ধন লিংক : https://quiz.sheikhrussel.gov.bd/kha_group_registration

শেখ রাসেল প্রতিযোগিতার পুরস্কার

  • গ্রুপ ক (৮-​১২ বছর) : ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)
  • গ্রুপ খ (১৩-​১৮ বছর) : ৫টি ল্যাপটপ (কোর আই ৭, ১১ জেনারেশন)

শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন কেমন হবে?

গত বছরের শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন দেখলে চলতি বছরের প্রশ্ন সম্পর্কে অনেকটাই ধারণা পাওয়া যাবে।

শেখ রাসেল সংক্রান্ত গুরুত্বপূর্ণ ১২৮টি প্রশ্ন

১। শেখ রাসেল দিবস কবে?
উত্তর : ১৮ অক্টোবর শেখ রাসেল দিবস।

২। শেখ রাসেল দিবস কোন শ্রেণিভুক্ত দিবস?
উত্তর : শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস।

৩। শেখ রাসেল এর পরিচয় কী?
উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র শেখ রাসেল।

৪। শেখ রাসেল কোথায় কবে জন্মগ্রহণ করেন?
উত্তর : ঢাকার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু ভবনে ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন শেখ রাসেল।

৫। ‘আমাদের ছোট রাসেল সোনা’ বইটি কে লিখেছেন?
উত্তর : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বইটি লিখেছেন।

৬। শেখ রাসেলের মাতার নাম কি?
উত্তর : শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

৭। শেখ রাসেলের ভাই-বােন কত জন?
উত্তর : পাঁচ ভাই-বােন।

৮। পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেলের অবস্থান কততম?
উত্তরঃ পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ।

৯। শেখ রাসেলের ভাইদের নাম কি?
উত্তর : শেখ কামাল, শেখ জামাল

১০। শেখ রাসেলের বােনদের নাম কি?
উত্তর : শেখ হাসিনা, শেখ রেহানা।

১১। শেখ রাসেল কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তেন?
উত্তরঃ শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণিতে পড়তেন।

১৩। শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যুষে ।

১৪। শেখ রাসেলকে কত তারিখে হত্যা করা হয়?

উত্তরঃ ১৫ আগস্ট।

১৩। শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালে।

১৫। শেখ রাসেলের মাতৃশিক্ষায়তনের নাম কি?

উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ।

১৬। শেখ রাসেলকে যখন হত্যা করা হয়, তখন তার বয়স কত ছিল?

উত্তরঃ ১০ বছর।

১৭। শেখ রাসেলের পরিচিতির কারণ কি?

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।

১৮। শেখ রাসেল তার বােন শেখ হাসিনাকে কি নামে ডাকতাে?

উত্তরঃ হাসু আপা।

১৯। ভাইয়া আমাকে মারবে না তাে? এ কথাটি শেখ রাসেল কাকে উদ্দেশ্য করে বলে?

উত্তরঃ ব্যক্তিগত কর্মচারী এ এফ এম মহিতুল ইসলামকে উদ্দেশ্য করে বলে।

২০। শেখ রাসেলের আদি নিবাস কোথায়?

উত্তরঃ গােপালগঞ্জ।

২১। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কেন প্রতিষ্ঠা করা হয়?

উত্তরঃ এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

২২। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ শেখ হাসিনা।

২৩। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি।

২৪। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদের লক্ষ্য কি?

উত্তরঃ শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন যাতে করে এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত।

২৫। শেখ রাসেল ক্রীড়াচক্র কেন প্রতিষ্ঠা করা হয়?

উত্তরঃ শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয়।

২৬। “আমি মায়ের কাছে যাব” কে,কখন এ উক্তিটি করেছিল?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানাের সময় ব্যক্তিগত কর্মচারীসহ রাসেলকে অভ্যুত্থানকারীরা আটক করে। আতঙ্কিত হয়ে শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, “আমি মায়ের কাছে যাব”।

২৭। শেখ রাসেল নামটি কে রেখেছিলেন?

উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

২৯। শেখ রাসেল নামকরণে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

উত্তর : মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

৩০। শেখ রাসেলের ভুবন ছিল কারা?

উত্তর : শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বােন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।

৩১। শৈশব থেকে শেখ রাসেল কেমন ছিলেন?

উত্তর : শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের।

৩২। কত বছর বয়স থেকে প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট?
উত্তর : মাত্র দেড় বছর বয়স থেকে প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।

৩৪। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলাে কেমন ছিল?

উত্তর : ভীষণ উৎকণ্ঠার।

৩৫। শেখ রাসেল জন্মের সময় কেমন ছিলেন?
উত্তরঃ মাথাভরা ঘন কালাে চুল, তুলতুলে নরম গাল, বেশ বড়সড় হয়েছিল শেখ রাসেল।

৩৬। ১৯৭১ সালে শেখ রাসেলের পরিবারের সদস্যরা কিভাবে কাটিয়েছেন?

উত্তরঃ ১৯৭১ সালে রাসেল তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু | তখন পাকিস্তানের কারাগারে বন্দি এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। মা ও আপাসহ পরিবারের সদস্যরা ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্ত হন। রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব।

৩৭। কত বছর বয়সে ১৯৭১ সালে শেখ রাসেল নিজেই বন্দি হয়ে যান?
উত্তরঃ .৭ বছর বয়সে।

৩৮। শেখ রাসেল অভিমান করে কাকে ‘আব্বা ‘আব্বা বলে ডাকে?
উত্তরঃ রাসেল তার মাকে ‘আব্বা আব্বা’ বলে ডাকতো।

৩৯। শেখ রাসেল করে মাকে কেন ‘আব্বা’ ‘আব্বা বলে ডাকে?
উত্তর : কারগারের রােজনামচায় ১৯৬৭ সালের ১৪-১৫ এপ্রিলের অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “জেল গেটে যখন উপস্থিত হলাম, ছােট ছেলেটা আজ আর বাইরে এসে দাঁড়াইয়া নাই দেখে আশ্চর্যই হলাম। আমি যখন রুমের ভিতর যেয়ে ওকে কোলে করলাম আমার গলা ধরে ‘আব্বা’ ‘আব্বা করে কয়েকবার ডাক দিয়ে ওর মার কোলে যেয়ে ‘আব্বা’ ‘আব্বা করে ডাকতে শুরু করল। আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? ওর মা বলল,“বাড়িতে ‘আব্বা’ ‘আব্বা করে কাঁদে তাই ওকে বলেছি আমাকে ‘আব্বা বলে ডাকতে।”

৪০। রাসেলকে নিয়ে কারাগারের রােজনামচা’র ২৭ শে মে এবং ২৮ শে মে ১৯৬৭ সালের স্মৃতিচারণায় বঙ্গবন্ধু কি লিখেছেন?
উত্তর : রাসেলকে নিয়ে কারাগারের রােজনামচা’র ২৭ শে মে এবং ২৮ শে মে ১৯৬৭ সালের স্মৃতিচারণায় বঙ্গবন্ধু লিখেছেন, রাসেল আমাকে পড়ে শােনাল, আড়াই বৎসরের ছেলে আমাকে বলছে ৬ দফা মানতে হবে- সংগ্রাম, সংগ্রাম চলবে চলবেপাকিস্তান জিন্দাবাদ’ ভাঙা ভাঙা করে বলে কি মিষ্টি শােনায়!

জিজ্ঞাসা করলাম, ও শিখল কোথা থেকে? রেণু বলল, বাসায় সভা হয়েছে তখন কর্মীরা বলেছিল, তাই শিখেছে।

৪২। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে?
উত্তরঃ ৪ বছর বয়সে।

৪৩। ৪ বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কোথায়?
উত্তরঃ ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে।

৪৪। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কোন শ্রেণীর ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

৪৫। মৃত্যুকালে শেখ রাসেল কোন স্কুলের ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল।

৪৬। শেখ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন কোথায় অবস্থান করছিলেন?
উত্তরঃ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন।

৪৭। আমাদের ছােট রাসেল সােনা’ বইটি কে লিখেছে?
উত্তরঃ শেখ হাসিনা।

৪৮। শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী কি ছিল?
উত্তরঃ শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল।

৫০। সরকারি উদ্যেগে প্রথমবারের মতো “শেখ রাসেল দিবস” কবে উদযাপন করা হয়?
উত্তরঃ সরকারি উদ্যেগে ১৮ অক্টোবর ২০২১ তারিখে প্রথমবারের মতো শেখ রাসেল দিবস উদযাপন করা হয়।

৫১। শেখ রাসেল কে?

উত্তরঃ শেখ রাসেল বাংলাদেশের রাজনৈতিক নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।

৫২। শেখ রাসেল কত সালে জন্মগ্রহণ করেন?

উত্তরঃ শেখ রাসেল ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।

৫৩। শেখ রাসেল কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তরঃ শেখ রাসেল ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন যা পূর্ব পাকিস্তানের ঢাকা অঞ্চলের ধানমন্ডিতে ৩২ নম্বর ভবনে ১৮ অক্টোবর ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন।

৫৪। শেখ রাসেলের জন্ম তারিখ কত?

উত্তরঃ ১৮ অক্টোবর।

৫৫। শেখ রাসেলের বাবার নাম কি?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৫৬। শেখ রাসেলের মাতার নাম কি?

উত্তরঃ শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

৫৭। শেখ রাসেলের ভাই-বােন কত জন?

উত্তরঃ পাঁচ ভাই-বােন।

৫৮। পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেলের অবস্থান কততম?

উত্তরঃ পাঁচ ভাই-বােনের মধ্যে রাসেল সর্বকনিষ্ঠ।

৫৯। শেখ রাসেলের ভাইদের নাম কি?

উত্তরঃ শেখ কামাল, শেখ জামাল

৬০। শেখ রাসেলের বােনদের নাম কি?

উত্তরঃ শেখ হাসিনা, শেখ রেহানা।

৬১। শেখ রাসেল কোন শিক্ষাপ্রতিষ্ঠানে পড়তেন?

উত্তরঃ শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজের চতুর্থ শ্রেণিতে পড়তেন।

৬২। শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট প্রত্যুষে ।

৬৩। শেখ রাসেলকে কত তারিখে হত্যা করা হয়?

উত্তরঃ ১৫ আগস্ট।

৬৪। শেখ রাসেলকে কত সালে হত্যা করা হয়?

উত্তরঃ ১৯৭৫ সালে।

৬৫। শেখ রাসেলের মাতৃশিক্ষায়তনের নাম কি?

উত্তরঃ ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল ও কলেজ।

৬৬। শেখ রাসেলকে যখন হত্যা করা হয়, তখন তার বয়স কত ছিল?

উত্তরঃ ১০ বছর।

৬৭। শেখ রাসেলের পরিচিতির কারণ কি?

উত্তরঃ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সর্বকনিষ্ঠ পুত্র।

৬৮। শেখ রাসেল তার বােন শেখ হাসিনাকে কি নামে ডাকতাে?

উত্তরঃ হাসু আপা।

৬৯। ভাইয়া আমাকে মারবে না তাে? এ কথাটি শেখ রাসেল কাকে উদ্দেশ্য করে বলে?

উত্তরঃ ব্যক্তিগত কর্মচারী এ এফ এম মহিতুল ইসলামকে উদ্দেশ্য করে বলে।

৭০। শেখ রাসেলের আদি নিবাস কোথায়?

উত্তরঃ গােপালগঞ্জ।

৭১। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কেন প্রতিষ্ঠা করা হয়?

উত্তরঃ এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে।

৭২। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কে প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ শেখ হাসিনা।

৭৩। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ১৯৮৯ সালের ২০শে ফেব্রুয়ারি।

৭৪। শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদের লক্ষ্য কি?

উত্তরঃ শেখ হাসিনা শেখ রাসেল জাতীয় শিশু-কিশাের পরিষদ এই সংগঠনটি প্রতিষ্ঠা করেন যাতে করে এই সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মাধ্যমে শিশু শেখ রাসেলের স্মৃতি, মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেই লক্ষ্যে এই সংগঠন প্রতিষ্ঠিত।

৭৫। শেখ রাসেল ক্রীড়াচক্র কেন প্রতিষ্ঠা করা হয়?

উত্তরঃ শেখ রাসেলের স্মৃতিকে জাগরূক রাখার জন্য শেখ রাসেল ক্রীড়াচক্র প্রতিষ্ঠা করা হয়।

৭৬। “আমি মায়ের কাছে যাব” কে,কখন এ উক্তিটি করেছিল?

উত্তরঃ বঙ্গবন্ধু শেখ মুজিবের নির্দেশে রাসেলকে নিয়ে পালানাের সময় ব্যক্তিগত কর্মচারীসহ রাসেলকে অভ্যুত্থানকারীরা আটক করে। আতঙ্কিত হয়ে শিশু রাসেল কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, “আমি মায়ের কাছে যাব”।

৭৭। শেখ রাসেল নামটি কে রেখেছিলেন?

উত্তরঃ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

৭৮। শেখ রাসেল নামকরণে কার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল?

উত্তরঃ মা বেগম ফজিলাতুন নেছা মুজিবের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।

৭৯। শেখ রাসেলের ভুবন ছিল কারা?

উত্তরঃ শেখ রাসেলের ভুবন ছিল তাঁর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মাতা শেখ ফজিলাতুননেসা মুজিব, বােন শেখ হাসিনা ও শেখ রেহানা এবং ভাই শেখ কামাল ও শেখ জামালকে ঘিরে।

৮০ । শৈশব থেকে শেখ রাসেল কেমন ছিলেন?

উত্তরঃ শৈশব থেকেই দুরন্ত প্রাণবন্ত রাসেল ছিলেন পরিবারের সবার অতি আদরের।

৮১। কত বছর বয়স থেকে প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট?
উত্তরঃ মাত্র দেড় বছর বয়স থেকে প্রিয় পিতার সঙ্গে তাঁর সাক্ষাতের একমাত্র স্থান হয়ে ওঠে ঢাকা কেন্দ্রীয় কারাগার ও ঢাকা ক্যান্টনমেন্ট।

৮২। রাসেলের জন্মের আগের মুহূর্তগুলাে কেমন ছিল?

উত্তরঃ ভীষণ উৎকণ্ঠার।

৮৩। শেখ রাসেল জন্মের সময় কেমন ছিলেন?
উত্তরঃ মাথাভরা ঘন কালাে চুল, তুলতুলে নরম গাল, বেশ বড়সড় হয়েছিল শেখ রাসেল।

৮৪। ১৯৭১ সালে শেখ রাসেলের পরিবারের সদস্যরা কিভাবে কাটিয়েছেন?

উত্তরঃ ১৯৭১ সালে রাসেল তাঁর মা ও দুই আপাসহ পরিবারের সদস্যদের সঙ্গে ধানমণ্ডি ১৮ নম্বর সড়কের একটি বাড়িতে বন্দি জীবন কাটিয়েছেন। পিতা বঙ্গবন্ধু | তখন পাকিস্তানের কারাগারে বন্দি এবং বড় দুই ভাই শেখ কামাল ও শেখ জামাল চলে গেছেন মুক্তিযুদ্ধে। মা ও আপাসহ পরিবারের সদস্যরা ১৯৭১ সালের ১৭ই ডিসেম্বর মুক্ত হন। রাসেল ‘জয় বাংলা’ বলে ঘর থেকে বেরিয়ে আসেন। বাইরে তখন চলছে বিজয়-উৎসব।

৮৫। কত বছর বয়সে ১৯৭১ সালে শেখ রাসেল নিজেই বন্দি হয়ে যান?
উত্তরঃ .৭ বছর বয়সে।

৮৬। শেখ রাসেল অভিমান করে কাকে ‘আব্বা ‘আব্বা বলে ডাকে?
উত্তরঃ রাসেল তার মাকে ‘আব্বা আব্বা’ বলে ডাকতো।

৮৭। শেখ রাসেল করে মাকে কেন ‘আব্বা’ ‘আব্বা বলে ডাকে?
উত্তরঃ কারগারের রােজনামচায় ১৯৬৭ সালের ১৪-১৫ এপ্রিলের অন্যান্য প্রসঙ্গ ছাড়াও রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন, “জেল গেটে যখন উপস্থিত হলাম ছােট ছেলেটা আজ আর বাইরে এসে দাঁড়াইয়া নাই দেখে আশ্চর্যই হলাম।

আমি যখন রুমের ভিতর যেয়ে ওকে কোলে করলাম আমার গলা ধরে ‘আব্বা’ ‘আব্বা করে কয়েকবার ডাক দিয়ে ওর মার কোলে যেয়ে ‘আব্বা’ ‘আব্বা করে ডাকতে শুরু করল। ওর মাকে ‘আব্বা বলে।

আমি জিজ্ঞাসা করলাম, ব্যাপার কি? ওর মা বলল,“বাড়িতে ‘আব্বা’ ‘আব্বা করে কাঁদে তাই ওকে বলেছি আমাকে ‘আব্বা বলে ডাকতে।

রাসেল ‘আব্বা’ ‘আব্বা বলে ডাকতে লাগল। যেই আমি জবাব দেই সেই ওর মার গলা ধরে বলে, “তুমি আমার আব্বা।”আমার উপর অভিমান করেছে বলে মনে হয়।

৮৮। শেখ রাসেলের জন্ম কয়টায়?
উত্তরঃ শেখ রাসেলের জন্ম রাত দেড়টায়।

৮৯। ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কত বছর বয়সে?
উত্তরঃ ৪ বছর বয়সে।

৯০। ৪ বছর বয়সে শেখ রাসেলের শিক্ষাজীবন শুরু হয় কোথায়?
উত্তরঃ ঢাকা ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে।

৯১। মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের কোন শ্রেণীর ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র ছিল।

৯২। মৃত্যুকালে শেখ রাসেল কোন স্কুলের ছাত্র ছিল?
উত্তরঃ মৃত্যুকালে শেখ রাসেল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ছাত্র ছিল।

৯৩। শেখ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন কোথায় অবস্থান করছিলেন?
উত্তরঃ রাসেলের যেদিন জন্ম হয় বঙ্গবন্ধু সেদিন ফাতেমা জিন্নাহর পক্ষে প্রচারণায় অংশগ্রহণের জন্য চট্টগ্রামে অবস্থান করছিলেন।

৯৪। আমাদের ছােট রাসেল সােনা’ বইটি কে লিখেছে?
উত্তরঃ শেখ হাসিনা।

৯৫। শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী কি ছিল?
উত্তরঃ শেখ রাসেলের দুরন্তপনার সঙ্গী ছিল বাই-সাইকেল।

৯৬। আমাদের ছােট রাসেল সােনা বইটি কোথা থেকে প্রকাশিত হয়েছে?
উত্তরঃ আমাদের ছােট রাসেল সােনা বইটি বাংলাদেশ শিশু একাডেমি থেকে প্রকাশিত হয়েছে।

৯৭। শেখ রাসেলের শিক্ষিকার নাম কি?
উত্তরঃ গীতালি দাস গুপ্তা।

৯৮। শিক্ষিকা গীতালি দাশগুপ্তার কাছে শেখ রাসেল কেমন ছিলেন?
উত্তরঃ মেধা ও মননের অপূর্ব সমাহার ছিল শিশু রাসেলের কচি মনে। তার শিশু মন ছিল মানবিকতায় ভরা। তার মনে হাজারাে প্রশ্ন থাকত, সব প্রশ্নের উত্তর জানতে চাইত।

৯৯। শেখ হাসিনা আমাদের ছােট রাসেল সােনা বইয়ের ২১ পৃষ্ঠায় লিখেছেন, কারাগারে বঙ্গবন্ধুর সঙ্গে সাক্ষাৎ করতে কত দিন পরপর যেতেন?
উত্তরঃ ১৫ দিন পরপর।

১০০। শেখ রাসেলকে কখন হত্যা করা হয়?
উত্তরঃ শেখ রাসেলকে মা, বাবা, দুই ভাই, ভাইয়ের স্ত্রী, চাচার লাশের পাশ দিয়ে হাঁটিয়ে নিয়ে সবার পর সবশেষে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়।

১০১। রাসেলকে নিয়ে কারাগারের রােজনামচা’র ২৭ শে মে এবং ২৮ শে মে ১৯৬৭ সালের স্মৃতিচারণায় বঙ্গবন্ধু কি লিখেছেন?

উত্তরঃ রাসেলকে নিয়ে কারাগারের রােজনামচা’র ২৭ শে মে এবং ২৮ শে মে ১৯৬৭ সালের স্মৃতিচারণায় বঙ্গবন্ধু লিখেছেন, রাসেল আমাকে পড়ে শােনাল, আড়াই বৎসরের ছেলে আমাকে বলছে ৬ দফা মানতে হবে- সংগ্রাম, সংগ্রাম চলবে চলবেপাকিস্তান জিন্দাবাদ’ ভাঙা ভাঙা করে বলে কি মিষ্টি শােনায়!

জিজ্ঞাসা করলাম, ও শিখল কোথা থেকে? রেণু বলল, বাসায় সভা হয়েছে তখন কর্মীরা বলেছিল, তাই শিখেছে।

১০২। শেখ রাসেল প্রথম কারাগার দেখে কত সালে?
উত্তরঃ শেখ রাসেল প্রথম কারাগার দেখে ১৯৬৬ সালের ৮ মে, পিতার গ্রেপ্তারের পর।

১০৩। শেখ রাসেল দিবস কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর।

১০৪। শেখ রাসেল দিবস কোন শ্রেণিভুক্ত দিবস?
উত্তরঃ শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস।

১০৫। মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে কত তারিখে অনুমােদন দেওয়া হয়?
উত্তরঃ ২৩ আগস্ট ২০২১ মন্ত্রিসভার বৈঠকে শেখ রাসেল দিবস ‘ক’শ্রেণিভুক্ত দিবস হিসেবে পালনের বিষয়ে অনুমােদন দেওয়া হয়।

১০৬। সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস উদ্যাপন করা হয় কবে?
উত্তরঃ ১৮ অক্টোবর ২০২১, সরকারি উদ্যেগে প্রথমবারের মত শেখ রাসেল দিবস’ উদ্যাপন করা হয়।

১০৭। শেখ রাসেল গ্রামে বেড়াতে যেয়ে কিকি করতেন?

উত্তরঃ ছােট ছােট গরিব শিশুর প্রতি তার দরদ ছিল, যখন সে গ্রামে যেতাে, গ্রামের অনেক শিশুকে সে জোগাড় করতাে। সে কাঠের বন্দুক বানাতাে। শিশুদের জন্য মাকে বলতাে কাপড় কিনে দিতে হবে। মা ঠিকই কিনে দিতেন। বাচ্চাদের সে প্যারেড করাতাে।

১০৮। ১৯৭২ সালের জুলাই মাসে বঙ্গবন্ধু চিকিৎসার জন্য লন্ডন গেলে রাসেল কি কিনতে বায়না ধরে?

উত্তরেঃ ১৯৭২ সালের জুলাই মাসে বঙ্গবন্ধু চিকিৎসার জন্য লন্ডন যান। সেখানে অস্ত্রোপচারের সময় পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিল। বঙ্গবন্ধু সুস্থ হলে শেখ হাসিনা ও শেখ রেহানা বাজারে আসা নতুন সিনথেটিক শাড়ি কিনলে রাসেল বায়না ধরে তার শিক্ষকের জন্যও একটা কিনতে হবে।

১০৯। শেখ রেহানাকে কি বলে ডাকতেন শেখ রাসেল।
উত্তরঃ শেখ রেহানাকে “দেনা আপু” বলে ডাকতেন শেখ রাসেল।

১১০। শেখ রাসেলকে কত নম্বর বাড়িতে নির্মমভাবে হত্যা করা হয়?
উত্তরঃ ১৯৭৫ সালের ১৫ আগস্ট কালরাতে ধানমন্ডি ৩২ নম্বর রােডের ৬৭৭ নম্বর বাড়িতে, বাবা-মা ও পরিবারের সদস্যদের সঙ্গে তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

১১১। শেখ রাসেলের বড় ভাই এর নাম কি?
উত্তরঃ ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে মুক্তিবাহিনীর অন্যতম সংগঠক শেখ কামাল।

১১২। শেখ রাসেলের ছােটো ভাই এর নাম কি?
উত্তরঃ বাংলাদেশ সেনাবাহিনীর কর্মকর্তা শেখ জামাল।

১১৩। শেখ রাসেলের বড় বােনের নাম কি?
উত্তরঃ বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১১৪। শেখ রাসেলের ছােটো বােনের নাম কি?
উত্তরঃ বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ শেখ রেহানা।

১১৫। গীতাঞ্জলি বড়ুয়া কে?
উত্তরঃ বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের সহপাঠী ও বদরুন্নেসা সরকারি কলেজের ইংরেজি বিভাগের অধ্যাপক গীতাঞ্জলি বড়ুয়া। শেখ রাসেলের সহপাঠী হিসেবে তার যাত্রা শুরু হয় ১৯৭২ সালে। রাসেলের সঙ্গে পড়েছে প্রথম শ্রেণি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত। রাসেল ছিল সহজ, সরল, স্বাস্থ্য ভালাে, ছিমছাম, প্রাণবন্ত, হাসি-খুশি, বন্ধুসুলভ, উদ্যমী ও দুরন্ত এক শিশু।

১১৬। কালাে বড় পিঁপড়া দেখলে শেখ রাসেল কি বলত?
উত্তরঃ ভুট্টো!

১১৭। শেখ রাসেলের খেলার সাথী কে?
উত্তরঃ শেখ রাসেলের খেলার সাথী হিসেবে কবুতরের পেছনে ছােটা আর নিজে হাতে করে খাবার দেওয়া অভ্যাসে পরিণত হয়। তাকে কখনাে কবুতরের মাংস খাওয়াতে পারেননি কেউ। যেন পােষা পাখির প্রতি বাল্যকাল থেকে তার অন্তরে মমতা জেগে উঠেছিল।

১১৮। টমি কে?
উত্তরঃ চার বছর বয়সেই সে বাড়ির পােষা কুকুর টমির সঙ্গে বন্ধুত্ব গড়ে নিয়েছিল। টমিকে সে খুবই ভালােবাসতাে। হাতে করে খাবার দিত। নিজের পছন্দমতাে খাবারগুলাে টমিকে ভাগ দেওয়া ছিল একটি কাজ।

১১৯। শেখ রাসেলের স্বল্পায়ু জীবন কত?
উত্তরঃ মাত্র ১০ বছর ৯ মাস ২৭ দিনের স্বল্পায়ু জীবন ছিল।

১২০। শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে কি বলে ডাকতাে?
উত্তরঃ শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে ‘ভাই’ বলে ডাকতাে।

১২১। শেখ রাসেলের কি শখ ছিল?
উত্তরঃ রাসেলের মাছ ধরার খুব শখ ছিল। তবে মাছ ধরার পর আবার তা ছেড়ে উত্তরঃ শেখ রাসেল বাড়ির কাজের ছেলে আব্দুল মিয়াকে ‘ভাই’ বলে ডাকতাে।

১২২। শেখ রাসেলের কি শখ ছিল?
উত্তরঃ রাসেলের মাছ ধরার খুব শখ ছিল। তবে মাছ ধরার পর আবার তা ছেড়ে দিতেই সে বেশি মজা পেত। এটাই ছিল তার মাছ ধরার খেলা।

১২৩। কত বছর বয়স, যখন শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়?
উত্তরঃ মাত্র ৭ বছর বয়স, যখন শেখ রাসেলের ভাগ্নে সজীব ওয়াজেদ জয়ের জন্ম হয়।

১২৪। টিটো কে?
উত্তরঃ বাসার পাকিস্তানি সৈনিকদের ভারতীয় মিত্রবাহিনী বন্দি করার পর পরই রাসেল আর তার খেলার সাথী টিটো দুজনেই তাদের মাথায় হেলমেট পরে যুদ্ধের সাজে যুদ্ধ যুদ্ধ খেলা শুরু করে। বিজয়ের উল্লাসে উদ্বেলিত শিশু রাসেল।

১২৫। ১৫ আগস্ট সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্যালুট জানানাের জন্য বাছাই করা হয়েছিল কাকে?
উত্তরঃ ১৫ আগস্ট সমাবর্তন উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুকে স্যালুট জানানাের জন্য বাছাই করা হয়েছিল ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের ৬ জন সদস্যকে। তাদের মধ্যে অন্যতম চতুর্থ শ্রেণির ছাত্র শেখ রাসেল।

১২৬। ৮ ফেব্রুয়ারি ২ বছরের ছেলেটা এসে বলে, আব্বা বাড়ি চলাে। কী উত্তর ওকে আমি দিব। ওকে ভােলাতে চেষ্টা করলাম, ও তাে বােঝে না আমি কারাবন্দি। ওকে বললাম, তােমার মার বাড়ি তুমি যাও। আমি আমার বাড়ি থাকি। আবার আমাকে দেখতে এসাে। ও কি বুঝতে চায়! কি করে নিয়ে যাবে এই ছােট্ট ছেলেটা, ওর দুর্বল হাত দিয়ে মুক্ত করে এই পাষাণ প্রাচীর থেকে! – এ উক্তিটি কে, কি উদ্দেশ্যে করেছিল?

উত্তরঃ কারাগারের রােজনামচা’তে শেখ রাসেলকে নিয়ে বঙ্গবন্ধু লিখেছেন।

১২৭। তুইতাে গল্পের বই, খেলনা নিয়ে সবচেয়ে পরিচ্ছন্ন বয়সেতে ছিলি! তবুও পৃথিবী আজ এমন পিশাচি হলাে শিশুরক্তপানে তার গ্লানি নেই? সর্বনাশী, আমার ধিক্কার নে! যত নামহীন শিশু যেখানেই ঝরে যায় আমি ক্ষমা চাই, আমি সভ্যতার নামে ক্ষমা চাই।…কবিতার লাইনগুলি কার?

উত্তরঃ দুই বাংলার বিখ্যাত কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের শিশুরক্ত’ কবিতার লাইন।

১২৮। ১৯৭২ সালে জাপানী চলচ্চিত্রকার Nagisa Oshima নির্মিত ‘Rahman, Father of Bengal স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে জাপানি সাংবাদিক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাক্ষাৎকার গ্রহণের সময় প্রশ্ন করেছিলেন, ‘লক্ষ করছি একটি ছােট্ট ছেলে সবসময় আপনার চারপাশে ঘুরঘুর করে। ছেলেটি কে? কেন সবসময় আপনার চারপাশে থাকে?’… উত্তরে বঙ্গবন্ধু কি বলেছিলেন?

উত্তরঃ উত্তরে বঙ্গবন্ধু বলেছিলেন-,‘ছেলেটির বাবা সবসময়ই কারাগারে থাকতাে। ফলে সে তার বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। আমি তার বাবা, তাই সবসময় তাকে কাছে রাখি।

235+ শেখ রাসেল কুইজ প্রতিযোগিতার প্রশ্ন উত্তর

১০. “রাসেল, রাসেল তুমি কোথায়?” বলে রাসেলকে কে ডাকতেন?

উত্তর: রাসেল এর মমতামীয় মা বেগম ফজিলাতুন্নেছা মুজিব।

১১. “মা, মা, মা তুমি কোথায় মা?” এটি কার উক্তি?

উত্তর: রাসেলের।

১২. কাকে ছাড়া রাসেল ঘুমাতে চাইত না?

উত্তর: মাকে।

১৩. ঘুমের সময় রাসেল কীভাবে ঘুমাতো?

উত্তর: মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব এর গলা ধরে ঘুমাতো।

১৪. মাকে রাসেল কি বলে ডাকত?

উত্তর: “মা* বলে আবার কখনও আব্বা বলেও ডাকত।

১৫. শেখ রাসেল এর জন্মের পর পরই বঙ্গবন্ধুকে কেন জেলে যেতে হয়েছিল?

উত্তর: ৬ দফা দেওয়ার কারণে তৎকালীন পাকিস্তানি শাসকরা বঙ্গবন্ধুকে জেলে বন্দি করেছিল

১৬. ৬ দফা দেওয়ার কারণে বঙ্গবন্ধুকে যখন জেলে যেতে হয়েছিল তখন শেখ রাসেল এর বয়স কত ছিল?

উত্তর: দেড় বছরের কিছু বেশি।

১৭. রাসেল সবার চোখের লি ছিল কেন?

উন্তর: সবার ছোট ও আদরের বলে।

১৮. শিশু রাসেলকে দেখলে কি করতে ইচ্ছে করত বড় ভাইবোনছের/ জবা কি করতো?

উত্তর: সুন্দর তুলতুলে গালটা টিপে আদর করতো।

১৯. শেখ রাসেল এর জন্ম কোথায় হয়?

উত্তর: ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসায়। মাননীয় প্রধানমন্ত্রীর শোবার ছরে।

২০. শেখ রাসেল এর জন্মের সময় বাড়ির অবস্থা কেমন ছিল?

উত্তর: দোতলা তখনো শেষ হয়নি।

২১. শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেসা মুজিব কীভাবে ঘর/বাড়ি তৈরি করেছিলেন?

উত্তর: একখানা করে ঘর তৈরি করেছিলেন।

২২. বাংলাদেশ কবে স্বাধীন হয়?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।

২৩. কখন বিজয়ের পতাকা ঘরে ঘরে উড়ে?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয়।

২৪. শেখ রাসেল বা শিশু শেখ রাসেল কৰে বন্দিদশা থেকে মুক্তি পেয়েছিল?

উত্তর: বিজয়ের একদিন পর ১৭ ডিসেম্বর ১৯১৭১ সালে।

২৫. শেখ রাসেল কোথায় বন্দি ছিলেন?

উত্তর: ধানমন্ডির পুরনো ১৮ নম্বর রোডের একটি বাড়িতে।

২৬. মুক্তির উচ্ভুল-আনন্দে কে মুক্তিযোদ্ধাদের সাজে মেতে উঠেছিল?

উত্তর: রাসেল।

২৭. শেখ রাসেল কেন মুক্তিযোদ্ধার সাজে সেজেছিলেন?

উত্তর: বন্দিদশা থেকে যুক্তির উজ্জল আনন্দে।

– ২৮. শেখ রাসেল এর খেলার সাধী কে ছিলেন?

উত্তর: টিটো

২৯. টিটো এর সাথে শেখ রাসেল এর কী সম্পর্ক ছিল?

উত্তর: মামা-ভাগ্নে।

৩০. মুক্তিযোদ্ধার সাজে কার সাথে শেখ রাসেল মেতে উঠেছিলেন?

উত্তর: খেলার সাথী টিটোর সাথে।

৩১. শেখ রাসেল এর বাড়ির কাজ কীভাবে চলছিল?

উত্তর: একটু একটু করে বাড়ির কাজ চলছিল।

৩২. রাসেল কিসের মাংস পছন্দ করত না?

উত্তর: কবুতরের।

৩৩. শেখ রাসেলের পরিবার/বঙ্গবন্ধুর পরিবার কত তলায় থাকত?

উত্তর: নিচতলায়।

৩৪. শেখ রাসেল/শেখ হাসিনার ঘরটি বাড়ির কোন দিকে ছিল

উত্তর: উত্তর-পূর্ব দিকে।

৩৫. শেখ রাসেল এর জন্ম কখন ও কয়টায় হয়?

উত্তর: রাত দেড়টায়। .

৩৬. শেখ রাসেল এর জন্মের সষয় বঙ্গবন্ধু কোথায় ছিলেন?

উত্তর: নির্বাচনী মিটিং করতে চট্রগ্রামে ছিলেন।

৩৭. শেখ রাসেল এর জন্মের সময় প্রেসিডেন্ট প্রার্থী কে ছিলেন?

উত্তর: ফাতেমা জিন্নাহ।

৩৮. আইয়ুব খান কে ছিলেন?

উত্তর: তৎকালীন প্রেসিডেন্ট।

৩৯. কারা প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে একটা মোর্চা করে নির্বাচনে নেমেছিলেন?

উত্তর: সর্বদলীয় এঁক্য পরিষদ।

৪০. তৎকালীন সব রাজনৈতিক দল কার বিরুদ্ধে ছিলেন?

উত্তর: প্রেসিডেন্ট আইয়ুব খানের বিরুদ্ধে।

৪১. তখনকার দিনে যোগাযোগের ভরসা কি ছিল?

উত্তর: ল্যান্ডফোন।

৪২. শেখ রাসেল এর জন্মের খবর বঙ্গবন্ধু বা তার পিতার নিকট কীভাবে পৌঁছায়?

উত্তর: ল্যান্ডফোন।

৪৩. শেখ রাসেল এর জন্মের সময় কারা উৎকষ্ঠায় ছিলেন?

উত্তর: শেখ হাসিনা, শেখ কামাল, শেখ জামাল, শেখ রেহানা ও তাদের খোকা কাকা।

88. শেখ রাসেল এর জন্মের সময় তার মায়ের সাথে কারা ছিলেন?

উত্তর: তার বড় ফুফু, মেজ ফুফু, একজন ডাক্তার এবং একজন নার্স।

৪৫. শেখ রাসেল এর জন্মের সময় কারা একবার ঘুমিয়ে আবার জেগে উঠেছিলেন?

উত্তর: শেখ জামাল আর শেখ রেহানা।

৪৬. কিসের অপেক্ষায় সবাই ঘুমে ঢুলঢুল চোখে জেগে ছিল?

উত্তর: নতুন অতিথি শেখ রাসেল এর আগমনী বার্তা শোনার অপেক্ষায়

৪৭. কে ঘর থেকে বের হয়ে প্রথম খবর দিলেন?

উত্তর: শেখ রাসেল এর মেজ ফুফু।

৪৮. শেখ রাসেল এর জন্মের পর বড় ফুফু রাসেলকে কার কোলে তুলে দিলেন?

উত্তর: রাসেল এর বড় বোন শেখ হাসিনার কোলে।

৪৯. জন্মের পর রাসেলের কি অবস্থা দেখা গেল?

– উত্তর: মাথা ভরা ঘন কালো চুল।

৫০. কে রাসেলকে ওড়না দিয়ে মুছতে শুরু করলো?

উত্তর: রাসেল এর বড় বোন শেখ হাসিনা।

৫১. শরীর মুছার পর রাসেলের বড় বোন কী করলেন?

উত্তর: চিরুনি দিয়ে শেখ রাসেল এর মাথার চুল আচড়াতে লাগলেন।

৫২. শেখ রাসেল এর বড় বোনের নাম কী?

উত্তর: শেখ হাসিনা।

৫৩. মেজ ফুফু শেখ রাসেল এর বড় বোন শেখ হাসিনাকে কেন মাথার চুল আচড়াতে নিষেধ করলেন?

উত্তর: মাথার চামড়া খুব নরম, তাই চিরুনি দেয়া যাবে না।

৫৪. কে রাসেল এর চুলে আরুল বুলিয়ে সিথি করে দিলেন?

উত্তর: শেখ হাসিনা।

৫৫. রাসেল এর কয় ভাই-বোন ছিলেন?

উত্তর:৫

৫৬. রাসেল ভাইবোনদের মধ্যে কততম ছিলেন?

উত্তর: ৫ম

৫৭. রাসেলদের ঘরে আনন্দের জোয়ার বয়ে যাচ্ছিল কেন?

উত্তর: ছোট্ট বাচ্চা রাসেলের জন্ম হয়েছিল।

৫৮. কে বার্ট্রান্ড রাসেলের ভক্ত ছিলেন?

উত্তর: শেখ রাসেল এর বাবা জাতির পিতা বঙ্জাবন্ধু শেখ মুজিবুর রহমান

৫৯. কে শেখ রাসেলের মাকে বার্ট্রান্ড রাসেলের বই পড়ে শোনাতেন?

উত্তর: শেখ রাসেল এর বাবা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

৬০. কে বার্ট্রান্ড রাসেলের ফিলোসফির ভক্ত ছিলেন?

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুনেছা মুজিব।

৬১. রাসেল এর নাম কে রাখেন?

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

৬২. কে রাসেলকে বিছানায় শুইয়ে দিয়ে সংসারের কাজ করতেন?

উত্তর: শেখ রাসেল এর মা

৬৩. স্কুল বন্ধ থাকলে রাসেলের পাশে কে শুইতেন?

উত্তর: শেখ হাসিনা। *

৬৪. কে চুলের বেণি ধরে খেলতে পছন্দ করতেন?

উত্তর: রাসেল। .

৬৫. ছোট্ট রাসেল কার বেণি ধরে খেলতে পছন্দ করতেন?

উত্তর: শেখ হাসিনার।

৬৬. ছোট্র রাসেল চুলের বেণি ধরে কি করতেন?

উত্তর: হাত দিয়ে নাড়াচাড়া করতে করতে হাসতেনক।

৬৭. ছোট্ট রাসেল জন্মের প্রথম দিন থেকে তার ভাইবোনেরা কি করতো?

উত্তর: ছবি তুলতেন।

৬৮. রাসেল জন্মের পর কারা ছবি তুলতেন?

উত্তর: ছবি তুলতো এবং তার জন্য আলাদা আালবাম করেছিলেন!

৬৯. কত দিন অন্তর অন্তর/ কয় মাস অন্তর অন্তর শেখ রাসেল এর হবি আলবাম সাজানো হতো।

উত্তর: প্রতি মাস/প্রতি তিন মাস/ছয় মাস অন্তর।

৭০. ১৯৭১ সালে পাকিস্তানি হানাদার কী লুট করে নেয়?

উত্তর: শেখ রাসেলের ছবির আ্যালবাম।

৭১. ১৯৭১ সালে শেখ রাসেলের কী হারিয়ে যায়?

উত্তর: শেখ রাছেলের জন্মের পর থেকে বেড়ে উঠার অনেক দুর্লভ ছবি।

৭২. শেখ রাসেল এর বাসার সামনে কি ছিল?

উত্তর: ছোট্ট একটি লন

৭৩. কোন খাবার রক্ত বাড়াতে সাহায্য করলেও রাসেল পছন্দ করতেন না?

উত্তর: কবুতরের স্যুপ।

৭৪. কে বাসার সামনের বাগানের যত্ন নিতেন?

উত্তর: শেখ রাসেল এর মা শেখ ফজিলাতুনেছা মুজিব:

৭৫. বিকালে সবাই কোথায় বসতেন?

উত্তর: বাসার সামনের বাগানে।

৭৬. বিকালে রাসেলকে কিভাবে খেলতে দেয়া হতো?

উত্তর: বিকালে একটা পটি বিছিয়ে ছোট্ট রাছেলকে খেলতে দেওয়া হতো?

৭৭. রাসেল এর হাঁটার সুবিধার্থে কি করা হত?

উত্তর: বাগানের এক পাশে বীশ বেঁধে দেয়া হয়েছিল।

৭৮. কে বা কারা হাত ধরে রাসেলকে হাঁটাতে চেষ্টা করাতেন?

উত্তর: রাসেলের বড় বোন শেখ হাসিনা এবং অন্য ভাই-বোনেরা।

৭৯. রাসেলকে হাটাতে চাইলে সে কি করতো?

উত্তর: রাসেল শুরুতে হাটতে চাইতেন না।

৮০. রাসেল এর কথা ও কান্না কে টেপরেকর্ভারে রেকর্ড করতেন?

উত্তর: শেখ হাসিনা

৮১. রাসেল এর কখন হাঁটার ইচ্ছে আরো বেড়ে যায়?

উত্তর: ভাই-বোনেরা যখন তাকে হাত ধরে হাটাতে শুরু করলেন তখন তার হঠাৎ ইচ্ছে বেড়ে যায়।

৮২. রাসেল যখন হাটতো তখন বড় বোন কি করতেন?

উত্তর: হাটার মাঝে তিনি রাসেলের হাত থেকে আঙুল ছেড়ে দিতেন।

৮৩. রাসেল হাঁটার সময় তার আঙুল ছেড়ে দিলে কি করতো?

উত্তর: বিরক্ত হত।

৮৪. প্রথম কোথায় সে নিজে নিজে আঙুল ছাড়া হাটতে শুরু করলো?

উত্তর: সামনের বারান্দায় আঙুল ছাড়া হীটতে শুরু করলো।

৮৫. সামনের বারান্দায় রাসেল কার হাত ধরে হাটছিলো?

উত্তর: শেখ হাসিনার।

৮৬. রাসেলের প্রথম নিজে নিজে হীটতে দেখে বড় বোন কী ভেবেছিলেন?

উত্তর: ভেবেছিলো কতটুকু হেটে আবার তার হাত ধরবে।

৮৭. রাসেল প্রথম দিন হাটতে হাটতে কোথায় যায়?

উত্তর: বাসার পেছনের বারান্দায় চলে যান।

৮৮. রাসেল কিভাবে তার ভাইদের নাম উচ্চারণ করত?

উত্তর: কামমাল,জামমাল।

৮৯. রাসেল সোনা হাটতে শিখে গেছে-কথাটি কে কাকে বলেছিলো?

উত্তর: শেখ হাসিনা। |

৯০. একদিনে এভাবে কোন বাচ্চাকে আমি হাঁটতে দেখিনি- এ উক্তিটি কার?

উত্তর: শেখ হাসিনা। ৷

৯১. রাসেলের সবকিছু কেমন ছিল?

উত্তর: ব্যতিক্রম ও অত্যন্ত মেধাবী।

৯২. রাসেল এর বড় বোন তার ব্যাপারে কী প্রমাণ পেয়েছিলেন?

উত্তর: রাসেলের মেধার।

৯৩. রাসেল বড় বোন শেখ হাসিনাকে কী বলে ডাকতেন?

উত্তর: হাসুপা।

৯৪. শেখ কামাল ও শেখ জামালকে রাসেল কী বলে ডাকতেন?

উত্তর:ভাই।

৯৫. শেখ হাসিনা কত সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন?

উত্তর: ১৯৬৭।

৯৬. শেখ রেহানাকে রাসেল কী বলে ডাকতেন?

উত্তর: আপু।

৯৭. শেখ কামাল ও শেখ জামালের নাম শেখানোর পরও রাসেল কী বলতো?

উত্তর: ভাই।

৯৮. শেখ রাসেল চলাফেরায় কেমন ছিলেন?

উত্তর: সাবধানী ও সাহসী।

৯৯. কালো কালো বড় পিপড়ে দেখলে কী করতো রাসেল?

উত্তর: হাত দিয়ে তা ধরতে যেতেন।

১০০. ওলা মানে কী?

উত্তর: বড় কালো পিপড়া।

১০১. কালো গিপড়ে কামড় দেয়ার পর রাসেলের কী অবস্থা হল?

উত্তর: আঙুল কেটে রক্ত বের হল।

১০২. টমি কে? উত্তর: পোষা কুকুর।

১০৩. শেখ রাসেল কিসের নাম ”ভুট্টো” দিয়েছিলেন?

উত্তর: কালো গিপড়ের নাম।

১০৪. কোন সময়ে তরিতরকারি ও মাছের বেশ অভাব দেখা দিত?

উত্তর: বর্ষাকালে।

১০৫. রাসেলের ছোটবেলার টেপরেকর্ডার কেমন ছিল?

উত্তর: বেশ বড়।

১০৬. রাসেলের কান্না কাকে শুনানো হত?

উত্তর: টেপ রেকর্ভারের মাধ্যমে তা রাসেলকে শুনানো হত।

১০৭. টেপ রেকর্ডারে রাসেলের কান্না বাজানোর সময় মা কোথায় ছিলেন?

উত্তর: রান্নাঘরে।

১০৮, রাসেল এর টেপ করা কান্না শুনে কে হেসে ফেলতেন?

উত্তর: রাসেল এর মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব।

১০৯. শেখ রাসেল কতদিন পরপর বাবার সাথে দেখা করার জন্য জেলে যেত?

উত্তর: ১৫ দিন পরপর।

১১০. রাসেলের বাবা কেন গ্রেফতার হয়েছিলেন?

উত্তর: ছয় দফা দেয়ার কারনে।

১১১. রাসেলের মুখে হাসি মুছে গেল কেন?

উত্তর: রাসেলের আবাকে খুজে না পেয়ে।

১১২. রাসেলের আবা কখন বন্দী হয়েছিলেন?

উত্তর: রাসেল যখন হাটতে শিখেছিলো এবং আধো আধো কথা বলতে শিখেছিলো

১১৩. বলাসেলের আব বন্দী হওয়ার পর মা কেন ব্যস্ত হয়ে পড়েছিলেন?

উত্তর: রাসেলের আবা বন্দী হওয়ার পর মামলা-মকদ্দমা সামলাতে,পাশাপাশি আওয়ামীলীগ-ছাত্রলীগ সংগঠন নেতা-কর্মীদের সাথে যোগাযোগ রাখতে।

১১৪. শেখ রাসেলর মা কে কোথায় সময় দিতে হতো?

উত্তর: সংগঠনকে সক্রিয় রেখে আন্দোলন-সংগ্রাম চালাতে।

১১৫. শেখ রাসেলের জন্ম পর তার বড় বোন কোথায় পড়তো?

উত্তর: কলেজে।

১১৬. শেখ কামাল কখন রাজনীতিতে যোগ দেন? Also read :১৭ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে ২২৪টি কুইজ

উত্তর: কলেজে।

১১৭. শেখ রাসেলের জন্ম সময় শেখ জামাল ও শেখ রেহানা কিসে পড়তে?

উত্তর: স্কুলে।

১১৮. রাসেলের আবা গ্রেফতার হওয়ার পর রাসেলের কি অবস্থা হলো?

উত্তর: রাসেলের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায়।

১১৯. রাসেল কার সাথে খেতেন? উত্তর: ছোট ফুফার সাথে।

১২০. টেঁড়শ ভাজির সাথে চিনি দিয়ে কে রুটি খেতেন?

উত্তর: রাসেল এর ছোট ফুফা।

১২১. ছোট ফুফা রাসেলকে কী কী খেতে দিতেন?

উত্তর: ডিমের পোচের সাথে চিনি, টেড়শ ভাজির সাথে চিনি দিয়ে রুটি।

১২২. রাসেলের বাসার বুয়ার নাম কী ছিল?

উত্তর: আম্বিয়ার মা।

১২৩. রাসেলকে কোন বুয়া খুব আদর করতো?

উত্তর: আম্বিয়ার মা।

১২৪. কে রাসেলকে কোলে নিয়ে ঘুরে ঘুরে খাবার খাওয়াত?

উত্তর: আম্বিয়ার মা।

১২৫. রাসেলের বাসায় কোন পাখির ঘর ছিল?

উত্তর:কবুতরের।

১২৬. রাসেলের বাসায় কবুতরের ঘরটি কেমন ছিলো?

উত্তর: উঁচু করে ঘর করা ছিল।

১২৭. রাসেলের মা ভোরে উঠে কী করতেন? .

উত্তর: রাসেলকে নিয়ে কবুতরের ঘরে যেতেন এবং কবুতরদের খাবার দিতেন

১২৮. রাসেল কখন কবুতরের পেছনে ছুটতো?

উত্তর: রাসেল যখন হাঁটতে শিখেন।

১২৯. রাসেলের চারিত্রিক বৈশিষ্ট্যের বর্ণনা দাও।

উত্তর: স্বাধীনচেতা, ব্যক্তিত্বসম্পন্ন, নিজের পছন্দের উপর বিশ্বাস ছিল।

১৩০. বাবার গ্রেফতারের পর কে মুক্তিযুদ্ধে যোগ দেন?

উত্তর: শেখ কামাল।

১৩১. রাসেল নিজের খাবারগুলো কাকে ভাগ দিত?

উত্তর: টমিকে।

১৩২. পাকিস্তানিরা রাসেলের মাকে কোথায় বন্দি করে রাখে?

উত্তর: ধানমন্ডির ১৮ নম্বর সড়কের একটি বাসায়।

১৩৩. রাসেলকে মাঝে মাঝে কোথায় নিয়ে যাওয়া হতো?

উত্তর: ফুফুর বাসায়।

১৩৪. আগরতলা মামলার কারণে কতমাস শেখ হসিনার সাথে বঙ্জাবন্ধুর দেখা হয়নি?

উত্তর: ৬ মাস।

১৩৫. ‘ছাত্র সংগ্রাম পরিষদ’ গঠানর পরে কি নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে?

উত্তর: ৬ দফা ও ১১ দফা।

১৩৬. বঙ্গবন্ধুকে কবে কেন্দ্রিয় কারাগার থেকে ক্যান্টমেন্টে নিয়ে যাওয়া হয়?

উত্তর: ১৯৬৮ সালের ১৮ই জানুয়ারি।

১৩৭. আগরতলা মামলা কবে হয়েছিল?

উত্তর: ১৯৬৮ সালের ১৮ই জানুয়ারি.

১৩৮. শেখ কামাল স্কুল শেষ করে কোন কলেজে ভর্তি হয়েছিল?

উত্তর: ঢাকা কলেজ।

১৩৯. কত সালে গণঅভ্যুত্থান হয়েছিল?

উত্তর: ১৯৬৯

১৪০. গণঅভ্যু্থানের পর বঙ্গবন্ধু কত তারিখে জেল থেকে মুক্তি পান?

উত্তর: ১৯৬৯ সালের ২২ ফেব্ুয়ারি।

১৪১. ১৯৬৯ সালে বঙ্জাবন্ধু জেলখানা থেকে মুক্তির সময় শেখ রাসেলের বয়স কত ছিল?

উত্তর: ৪ বছর।

১৪২. জয় কে ছিলেন?

উত্তর: শেখ হাসিনার বড় পুত্র।

১৪৩. কখন “অসহযোগ আন্দোলন, হয়েছিল?

উত্তর: ১৯৭১ সালের মার্চ মাসে।

১৪৪. রাসেল চার বছর বয়সে কোথায় বেশি খেলাধূলা করত?

উত্তর: দোতালার বারান্দায়

১৪৫. কে বারান্দার রেলিং ধরে দাঁড়িয়ে “হরতাল-হরতাল” বলে চিৎকার করত?

উত্তর: শেখ রাসেল।

১৪৬. কত তারিখে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালির ওপর হামলা চালায়?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ।

১৪৭. কে স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

১৪৮. কখন বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন?

উত্তর: ১৯৭১ সালের ২৫ মার্চ মধ্যরাতে।

১৪৯. কখন পাকিস্তানি হানাদার বাহিনী বঙ্গবন্ধুকে গ্রেফতার করে?

উত্তর: ২৬ মার্চ প্রথম প্রহরের পরপরই

১৫০. শেখ কামাল কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধুর প্রথম পুত্র!

১৫১. শেখ জামাল কে ছিলেন?

উত্তর: বঙ্গবন্ধুর দ্বিতীয় পুত্র।

১৫২. পাকিস্তানি হানাদার বাহিনী কর্তৃক বঙ্গবন্ধুকে গ্রেফতাতের সময় শেখ কামাল কোথায় আশ্রয় নেন?

উত্তর: বাসার পিছনে জাপানি কনস্যুলেটে।

১৫৩. পাকিস্তানি হানাদার বাহিনী বজাবন্ধুর পরিবারের সদস্যদের কোথায় বন্দি করে রাখা হয়।

উত্তর: ধানমন্ডির ১৮ নম্বর সড়কের একটি একতলা বাসায়।

১৫৪. “কী হয়েছে রাসেল?”- উক্তিটি কে করেছিলেন?

উত্তর: শেখ হাসিনা। ।

১৫৫. ছোট বয়সে রাসেল মনের কষ্ট’ কার কাছে বলতো?

উত্তর: রমার কাছে।

১৫৬. কখন জয়ের জন্ম হয়?

উত্তর: ২৭ জুলাই ১৯৭১

১৫৭. কে মেশিনগানের গুলিতে কেপে উঠতো?

উত্তর: চার মাস বয়সি জয়।

১৫৮. মুক্তিযুদ্ধের সময় কে পকেটে তুলা রাখতো?

উত্তর: রাসেল

১৫৯. পাক সেনাদের অস্ত্র পরিষ্কার করার দৃশ্য জানালা দিয়ে দেখতো কে?

উত্তর: রাসেল।

১৬০. রাসেলের কত বছর বয়সে বঙ্গবন্ধুর মুক্তি পান?

উত্তর: চার বছর।

১৬১. রাসেল কী বলে স্লোগান দিত?

উত্তর: জয় বাংলা।

১৬২. রাসেলকে নিয়ে মা ও জামাল কোথায় আশ্রয় নেন?

উত্তর: পাশের বাসায়

১৬৩. রাসেল কিসের সাথে খেলা করত?

উত্তর: পায়রার সাথে।

১৬৪. কার জন্ম হওয়ার পর রাসেল আনন্দ পায়?

উত্তর: জয়ের।

১৬৫. সাইরেন বাজলে রাসেল কী করত?

উত্তর: জয়ের কানে তুলা গুজে দিত। ।

১৬৬. পুলিশ দেখলে রাসেল চিৎকার করে কী বলত?

উত্তর: “ও পুলিশ, কাল হরতাল” ।

১৬৭. মনের কষ্ট জানতে চাইলে রাসেল কী বলত?

উত্তর: চোখে ময়লা।

১৬৮. বাসার বাঞ্জার করে মেশিনগান। ছাদে পাকিস্তানিরা কী বসিয়েছিল?

উত্তর: মেশিন গান।

১৬৯. কে অনেক অস্ত্রের নাম শিখেছিলো?

উত্তর: রাসেল .

১৭০. রমা কে?

উত্তর: খেলার সাহী।

১৭১. রাসেলের থালা দেখতে কেমন ছিল?

উত্তর: ফুল আকা লাল থালা।

১৭২. এয়ার রেইডের সময় পাক সেনারা কোথায় ডুকে যেত?

উত্তর: বাঙ্কারে

১৭৩. পাকবাহিনী সারেন্ডার করে কত তারিখ?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১। –

১৭৪. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার কত তারিখ মুক্তি পায়?

| উত্তর: ১৭ ডিসেম্বরে ।

১৭৫. বঙ্গবন্ধুর বাসায় পাক সৈনিকদের কারা বন্দী করেছিল?

উত্তর: ভারতীয় মিত্রবাহিনী।

১৭৬. ধানমভি ৩২ নম্বর বাসা লুটপাট করেছেল কারা?

উত্তর: পাক সেনারা।

১৭৭. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত তারিখ দেশে ফিরে আসেন?

উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।

১৭৮. দেশে ফিরে বঙ্গবন্ধু প্রথম কাদের কাছে গিয়েছিলেন?

উত্তর: তার প্রিয় মানুষের কাছে।

১৭৯. শেখ রাসেলের সব থেকে আনন্দের দিন কোনটি ছিল?

উত্তর: যেদিন বঙ্গবন্ধু দেশে ফিরে এলেন।

১৮০. ধানমন্ডির ৩২ নম্বর বাসায় বঙ্গবন্ধুর পরিবার কত ভারিখ ফিরে এসেছিলেন?

উত্তর: ১৯৭২’র ফেব্রুয়ারি মাসে ১৮১. তৎকালীন প্রধানমন্ত্রীর সরকারি বাসম্বনের নাম কি?

উত্তর: গপণভবন।

১৮২. প্রধানমন্ত্রীর কার্ধালয় হিসেবে ব্যবন্ৃত হতো কোনটি?

উত্তর: সুগন্ধা

১৮৩. বঙ্গবন্ধু দুপুরে কোখায় বিশ্রাম নিতেন?

উত্তর: গণভবন। ২২৯৫৫

১৮৪. রাসেল প্রতিছিন বিকেলে কোথায় আসত?

উন্তর: গণভবন।

১৮৫. পরিবারের সবাই মিলে একদিন কোথায় ঘুরতে হাওয়া হয়?

উত্তর: উত্তরা গণননে।

১৮৬. উত্তরা গণভবন কোথায়?

উত্তর:নাটোরে।

১৮৭. উন্তরা গণভবনে এসে রাসেল কি নিয়ে ব্যস্ত থাকে?

উত্তর: মাছ ধরতে।

১৮৮. রাসেলের প্রিয় খেলা কোনটি?

উত্তর: মাছ ধরা এবং ছাড়া।

১৮৯. শেখ রাসেল কোন ভুলে ভর্তি হয়েছি?

উত্তর: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ভুলে।

১৯০. শেখ রাসেল টুঙ্গিপাড়া প্রাযের বাচ্চাদের জন্য কি বানিয়ে দিয়েছিল?

উত্তর: ডামি বন্দুক।

১৯১. শেখ রাসেল কিভাবে দুর্ঘটনার সম্মুখীন ছন?

উত্তর: “মপেট” মোটরসাইকেল চালানোর সময় পা পুড়ে লিয়ে।

১৯২. শেখ মুজিবুর রহমান চিকিৎসা করাতে কোথায় গিয়েছিঙ্গেন?

উত্তর: রাশিষা

১৯৩. রাসেল কখন খুব খুশি হয়ে হাত ভালি ছিভ?

উত্তর: আকাশে প্রেন দেখা গেলেই।

১৯৪. কে কে হেলমেট পরে যুদ্ধ-খেলা শুরু করেছিল?

উত্তর: রাসেল এবং টিটো।

১৯৫. ধানসভির ৩২ নম্বর বাসা বসবাসের অযোগ্য হয়ে পড়েছিল বোন?

উত্তর: ধানমভির বাসা লুটপাট করে বাধরুষ, দরজা-ভানালা ভেঙ্গে পড়ে তাই তা বসবাসের অযোগ্য হয়ে পড়ে।

১৯৬. বাড়ি মেরামত করার পর কোন যাসে সবাই ৩২ নাম্বরের বাসায় ফিরে আসে।

উত্তর: ফেব্রুয়ারি মাসে।

১৯৭. লেখাপড়া শেখার জন্য রাসেল কাকে পছন্দ করতো।

উত্তর: ওমর আলীকে।

১৯৮. ওমর আলীর বাড়ি কোথা?

উত্তর: বগুড়া।

১৯৯. ওমর আলী কে?

উত্তর: গৃহশিক্ষক।

২০০. কে রাসেলের জন্য কমিক বই নিয়ে আসত?

উত্তর: ওমর আলী

২০১. স্বাধীনতার পর রাসেলের জন্য শিক্ষক হিসেবে কাকে নিয়োগ দেওয়া হয়?

উত্তর: একজন ভদ্রমহিলাকে

২০২. রাসেলের সব কথা কাকে শুনতে হতো?

উত্তর: শিক্ষয়িত্রীকে।

২০৩. রাসেল শিক্ষয়িত্রীকে প্রতিদিন কি খেতে বাধ্য করত?

উত্তর: দুটো করে মিষ্টি।

২০৪. রাসেলের বাবা ধানমভির ৩২ এর কোন তলায় অফিস করতেন?

উত্তর: নিচতলায়।

২০৫- রাসেলের খুদে-বাহিনীর জামা কাপড় কিনে কে, কোথা থেকে টু্গীপাড়ায় নিয়ে যেতেন?

উত্তর: রাসেলের মা, ঢাকা থেকে।

২০৬. কে রাসেলকে এক টাকার নোটের বান্ডিল দিতেন?

উত্তর: নাসের কাকা।

২০৭. রাসেলের প্রি স্যুট কে বানিয়ে দিয়েছিলেন?

! উত্তর: রাসেলের মা।

২০৮. সমুদ্রে জাহাজ কমিশনে রাসেল কার সাথে যাওয়ার সুযোগ পেত?

. উত্তর: বাবা।

২০৯. জাপানে রাসেল কার কাছে রাতে ঘুমাত?

উত্তর: বাবার!

২১০. কোন দুই ভাই রাসেলের সঙ্গে খেলা করত?

উত্তর: আদিল ও ইমরান দুই ভাই।

২১১. রাসেল কার বিয়েতে হলুদের রং খেলছিল?

উত্তর: ওর সমবয়সীদের সাথে।

২১২. “ডগ ফাইট” শব্দটি কোথায় ব্যবহৃত হয়?

উত্তর: আকাশযুদ্ধের ক্ষেত্রে।

২১৩, দেশ স্বাধীনের পর ভাইদের ফিরে পেয়েও কেন শেখ রাসেলের মন খারাপ থাকতো?

উত্তর: বাবার অভাববোধ হতো তাই।

২১৪, শেখ রাসেলের ছোট বাসায় কয়টা কামরা ছিল?

উত্তর: দুইটা।

২১৫. শেখ রাসেলের বাসার সামনে আরেকটা বাসা কেন ভাড়া নেওয়া হয়?

উত্তর: বাসায় এত লোকজন আসতো যে বাসায় স্থান সংকুলান হচ্ছিল না.

২১৬ একরের নিজেদের বাড়িতে বদদিদশায শেখ হাসিনার পরিবারের কোন সদস্যকে পাকবাহিনি এসে বলতো, “তোমাকে ধরে নিয়ে শিক্ষা দেবো?

উত্তর: শেখ জামাল।

২১৭. বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের পর কবে বন্দি দশা থেকে মুক্ত হয়ে বাংলাদেশে আসেন??

উত্তর: ১০ জানুয়ারি ১৯৭২।

২১৮. রাসেলকে কে এয়ারপোর্ট নিয়ে গেলেন?

উত্তর: রাসেলের দাদু শেখ লুৎফর রহমান।

২১৯. রাসেলের বড় হয়ে কি হতে চেয়েছেল?

উত্তর: আর্মি অফিসার।

২২০. কামাল ও জামাল কোথায় থেকে ফিরে এসেছে?

উত্তর: রণাঙ্গন।

২২১. রাসেলকে মুক্তিযুদ্ধের গল্প কে শুনাতো?

উত্তর: শেখ কামাল ও শেখ জামাল।

২২২. কোন দেশের শিশুরা তাদের টিফিনের টাকা দেয় আমাদের দেশের শিশুদের জন্য?

উত্তর: জাপান।

২২৩. বঙ্গবন্ধুর রাষ্ট্রীয় সফরে বঙ্গবন্ধুর সাথে পরিবারের কোন কোন সদস্য যায়?

উত্তর: শেখ রেহানা ও রাসেল।

২২৪. জাপান সফরে রাসেল রাতের বেলা কার সাথে ঘুমাত? |

উত্তর: বাবা।

২২৫. কবে শেখ কামাল ও শেখ জামালের বিয়ে হয়?

উত্তর: পচান্তরের জুলাই মাসে (১৪ জুলাই এরং ১৭ জুলাই)।

২২৬. পাকিস্তান কোন তারিখে আত্মসমর্পণ করে?

উত্তর: ১৬ ডিসেম্বর ১৯৭১ সালে।

২২৭. বাংলাদেশ কোন তারিখে পাকিস্তান/হানাদার মুক্ত হয়?

উত্তর: ১৭ ডিসেম্বর ১৯৭১ সালে।

২২৮. কোন দেশের সরকার রাসেলের জন্য বিশেষ কর্মসূচি রাখে?

উত্তর: জাপান।

২২৯. কারা আমাদের মুক্তিযুদ্ধে সমর্থন দেয়?

উত্তর: জাপানিরা।

২৩০ রাসেল ও টিটোর মধ্যে সম্পর্ক কি?

উত্তর:মামা-ভাগে।

২৩১ ওমর আলী কোন পত্রিকার এডে কণ্ঠ দিয়েছিলেন?

উত্তর: দি পিপন্স পত্রিকার

২৩২ রাসেল কাকে এসে বলে, “টমি বকা দিচ্ছে।

উত্তর: রেহানাকে।

২৩৩ এই বইতে দুইজন রাষ্ট্রনায়কের নাম আছে, লিখ।

উত্তর: ইন্দিরা গান্ধী ও এডওয়ার্ড কেনেডি।

২৩৪ আলোকচিত্রে একজন জাতীয় অধ্যাপককে দেখা যায়, তার নাম লিখ।

উত্তর: ডাঃ নুরুল ইসলাম।

২৩৫ ১৯৭১ এর ডিসেম্বরে জয়ের বয়স কত ছিল? ।

উত্তর: ৪ মাস।

শেখ রাসেল অনলাইন কুইজ প্রতিযোগিতা ২০২১ ফলাফল

গ্রুপ ক-এর বিজয়ীদের তালিকা

ক্রমনামঠিকানাপ্রাপ্ত নম্বর
শিষ মাহমুদ খাঁন৪১০/১/বি, উত্তর ইব্রাহিমপুর, কাফরুল, ঢাকা৪৯
আহনাফ আজমাইনতাড়াশ, দোবিলা, দেবীপুর, সিরাজগঞ্জ, রাজশাহী৪৯
রুবাইয়া জামান২৯/৮, নিচুপাড়া, শিক্ষকপল্লি, গোপালগঞ্জ, ঢাকা৪৯
আবরার আহমেদ তাহসিনহাউজ নম্বর-১৫৩, ওয়ার্ড নম্বর-৮, সিপাহী পাড়া, রাজপাড়া, রাজশাহী মেট্রোপলিটন৪৮
মুনিফ কবিরগাবতলি পুরাতন বাজার, গাবতলি, বগুড়া, রাজশাহী৪৮

গ্রুপ খ-এর বিজয়ীদের তালিকা

ক্রমনামঠিকানাপ্রাপ্ত নম্বর
সৈয়দা তাহসীন জুবাইদামীর বাড়ি, গ্রামঃ নন্দলালপুর, ডাকঘরঃ রাউতড়া,থানাঃ মাগুড়া, মাগুড়া, খুলনা৯৮
উসওয়াতুন নাবিহা নকশিবাড়িঃ ২৩ , রোডঃ সবুজপাড়া, থানাঃ চিলমারী, কুড়িগ্রাম, রংপুর৯৬
সৈয়দা তাবাচ্ছুম জুবাইদামীর বাড়ি, গ্রামঃ নন্দলালপুর, ডাকঘরঃ রাউতড়া, থানাঃ মাগুড়া , মাগুড়া, খুলনা৯৫
এস এম ফাহাদ আব্দুল্লাহ রাকিবদোহার পাড়, কলেজ পাড়া, মাগুড়া সদর, খুলনা৯৫
মোহাম্মদ ওমর হোসেনরারি বাড়ি, গ্রামঃ উওর রমজানপুর, পোস্ট অফিসঃ রমাজনপুর, থানাঃ কালকিনি, মাদারীপুর, ঢাকা৯৫

শেখ রাসেলের জন্ম, দুরন্ত শৈশব, শিক্ষা জীবন, স্বপ্ন, ভ্রমণ, পছন্দ, খেলাধুলা, তাঁর উপর রচিত গ্রন্থ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কাটানো মুহূর্তসহ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মুক্তিযুদ্ধ-এর বিভিন্ন বিষয় থেকে কুইজের প্রশ্ন নির্ধারণ করা হবে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে শেখ রাসেল জাতীয় অনলাইন কুইজ প্রতিযোগিতাটি যৌথভাবে আয়োজন করছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর এবং এটুআই প্রোগ্রাম।

কুইজ প্রতিযোগিতার বিস্তারিত জানতে ভিজিট করুন- quiz.sheikhrussel.gov.bd

Sheikh Russel Quiz, Sheikh Russel Quiz Competition, quiz.sheikhrussel.gov.bd, Sheikh Russel Quiz Apply 2022, Sheikh Russel Quiz Apply Online, Sheikh Russel Quiz Sign in 2022, Sheikh Russel Quiz Online Application 2022, Sheikh Russel Quiz Answer 2022, quiz.sheikhrussel.gov.bd, Sheikh Russel Quiz Answer Now 30 September 7-8 Pm, Sheikh Russel Quiz Answer Today ,quiz.sheikh rassel.gov.bd ,,, quiz.sheikhrussel.gov bd –