৯,৩০০- ২৪,৬৮০/ বেতনে কর কমিশনারের কার্যালয় এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয় প্রার্থী

বাংলাদেশ কর কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অফিসিয়াল ওয়েবসাইট www.taxeszonerajshahi.gov.bd-এ প্রকাশিত হয়েছে। নতুন এ চাকরি বিজ্ঞপ্তি অনুযায়ী মোট ০৯ টি শূন্যপদে জনবল নিয়োগ করা হবে। আবেদনের শেষ সময় ২৫ জুলাই ২০২২ তারিখ। যোগ্যতা থাকলে এবং রাজশাহী বিভাগের বাসিন্দা হলে আপনিও পারেন আবেদন করতে। আবেদনের যোগ্যতা কি? কিভাবে আবেদন করবেন? চলুন বিস্তারিত জানি কর কমিশনারের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২-এর আলোকে।

কর কমিশনে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

বাংলাদেশ কর কমিশনারের কার্যালয় একটি সরকারি মালিকাধীন সংস্থা। যে সকল প্রার্থীগণ কর কমিশনে চাকরি করতে আগ্রহী তাদের জন্য সুখবর! ২০২২ সালের কর কমিশন জব সার্কুলার প্রকাশিত হয়েছে।

আবেদন করতে পারবেন নারী-পুরুষ উভয় প্রার্থী। তবে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না। আবেদন করতে পারবেন শুধুমাত্র রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার প্রার্থীগণ।

  • সংস্থা: কর কমিশনারের কার্যালয়, কর অঞ্চল-রাজশাহী
  • বিজ্ঞপ্তি প্রকাশ: ৩০ জুন ২০২২
  • ক্যাটেগরি: ০২ টি
  • শূন্যপদ সংখ্যা: ০৯ টি
  • চাকরির ধরণ: ফুল টাইম
  • কর্মস্থল: রাজশাহী, বাংলাদেশ
  • আবেদন ফি: ৫৬/- ও ১১২/- টাকা
  • আবেদন মাধ্যম: অনলাইন
  • অনলাইনে আবেদন শুরু: ০৫ জুলাই ২০২২
  • আবেদনের শেষ সময়: ২৫ জুলাই ২০২২

taxraj teletalk com bd

Rajshahi Taxes Zone Job Circular English Version

শূন্যপদ সংক্রান্ত তথ্য

Rajshahi Taxes Zone job circular 2022-এ উল্লিখিত শূন্যপদ সংক্রান্ত তথ্য নিচে তুলে ধরা হলো।

ক্রমিক নংপদশূন্যপদের সংখ্যাগ্রেডবেতন
০১উচ্চমান সহকারী০৮ টি১৪ তম১০,২০০-২৪,৬৮০/-
০২গাড়ি চালক০১ টি১৬ তম৯,৩০০-২২,৪৯০/-

কর কমিশনারের কার্যালয়ে আবেদন

চলুন বাংলাদেশ কর কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ অনুসারে আবেদন পদ্ধতি সম্পর্কিত বিস্তারিত তথ্য জানি।

আবেদনের সময়সীমা

০৫ জুলাই ২০২২ তারিখ সকাল ১০.০০ টা থেকে Online-এ আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমা দিতে পারবেন। আবেদন প্রক্রিয়া চলবে ২০ দিন ব্যাপী। এ প্রক্রিয়া শেষ হবে ২৫ জুলাই ২০২২ তারিখ বিকাল ০৫.০০ টায়।

আবেদন যোগ্যতা

বয়স: সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে। বয়স ৩১ জানুয়ারি ২০২২ তারিখে বর্ণিত সময়সীমার মধ্যে থাকতে হবে। কোটাধারী প্রার্থীদের জন্য সর্বোচ্চ বয়সসীমা ৩২ বছর।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: কর কমিশন নিয়োগ ২০২২ সার্কুলারে উল্লিখিত প্রতিটি পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ভিন্ন ভিন্ন চাওয়া হয়েছে। একিভাবে পদভেদে অভিজ্ঞতাও ভিন্ন চাওয়া হয়েছে। এ সম্পর্কে নির্ভুল তথ্য পেতে প্রার্থীদের উপরে দেওয়া কর কমিশনার কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি দেখে নিতে পরামর্শ দেওয়া যাচ্ছে।

অনলাইন আবেদন পদ্ধতি

কিভাবে কর কমিশনারের কার্যালয়ের আবেদন ফরম অনলাইনে পূরণ করবেন তা নিচে ধাপে ধাপে বর্ণনা করা হলো-
১. উপরের বাটনে প্রেস করুন অথবা এই লিঙ্ক taxraj.teletalk.com.bd ভিজিট করুন
২. আপনার ডিভাইসের স্ক্রিনে “Application Form” নামের যে অপশনটি পাবেন সেটিতে ক্লিক করুন।
৩. এবার আপনি কর অধিদপ্তর নিয়োগ 2022-এ উল্লিখিত সকল পদের লিস্ট দেখতে পাবেন। আপনার পছন্দ অনুযায়ী পদ সিলেক্ট করুন। তারপর পেজের নিচের থেকে “Next” বাটনে ক্লিক করুন।
৪. No সিলেক্ট করুন।
৫. এবার পরবর্তী নির্দেশনা অনুসরণ করে কর কমিশনের আবেদন ফরম পূরণ করুন।

ফরম পূরণের সময় অবশ্যই সঠিক তথ্য প্রদান করবেন। ফরম পূরণ হয়ে গেলে অবশ্যই একবার রিভাইজ করবেন তারপর সাবমিট করবেন। অনলাইনে সফলভাবে আবেদন সম্পন্ন করলে যে আবেদন কপি পাবেন সেটি প্রিন্ট করে সংরক্ষণ করুন।

আবেদন ফি জমাদান পদ্ধতি

বিজ্ঞপ্তির ০১ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য আবেদন ফি ১১২/- এবং ০২ নম্বর ক্রমিকে উল্লিখিত পদের জন্য ৫৬/- টাকা।

আবেদন কপিতে থাকা User ID ব্যবহার করে TeleTalk Pre-paid সিমের মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে। কিভাবে করবেন? চলুন দেখে নেই।

  • প্রথম SMS: ম্যসেজ অপশনে গিয়ে লিখুন TAXRAJ <স্পেস> User ID এবং সেন্ড করুন 16222 নম্বরে।
  • দ্বিতীয় SMS: পুনরায় লিখুন TAXRAJ <স্পেস> YES <স্পেস> PIN এবং সেন্ড করুন 16222 নম্বরে।

নিয়োগ পরীক্ষা সম্পর্কিত তথ্য

কর কমিশনের নিয়োগ পরীক্ষা হবে ০৩ টি ধাপে। ধাপগুলো হলো-

  1. লিখিত পরীক্ষা;
  2. ব্যবহারিক পরীক্ষা (প্রযোজ্য ক্ষেত্রে);
  3. এবং মৌখিক পরীক্ষা।

যে সকল প্রার্থী লিখিত এবং ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হবেন কেবলমাত্র যে সকল প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

পরীক্ষার সময়সূচী প্রার্থীদের SMS এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়াও জানতে পারবেন দৈনিক পত্রিকা এবং কর কমিশন কার্যালায়ের অফিসিয়াল সাইটের নোটিশ বোর্ড এর মাধ্যমে।

প্রবেশপত্র ডাউনলোড

অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর যথাসময়ে প্রবেশপত্র প্রকাশ করা হবে। প্রবেশপত্র প্রকাশিত হলে যোগ্য প্রার্থীদের SMS এর মাধ্যমে জানানো হবে। এছাড়াও taxraj.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ পত্র সংক্রান্ত নোটিশ পাব্লিশ করা হবে। এডমিট কার্ড প্রকাশিত হলে উক্ত ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন।

মনে রাখা প্রয়োজন, একই প্রবেশপত্র লিখিত ও মৌখিক পরীক্ষার সময় নিতে হবে। সুতরাং লিখিত পরীক্ষা হয়ে গেলেও প্রবেশপত্র সংরক্ষণ করে রাখতে হবে।

হেল্পলাইন/যোগাযোগ

আবেদন সংক্রান্ত যে কোন সমস্যার জন্য নিম্নে বর্ণিত হেল্পলাইন নম্বর কিংবা ই-মেইল এড্রেস ব্যবহার কররে সাহায্য নিতে পারেন। হেল্পলাইন নম্বরে কল করতে পারবেন শুধুমাত্র টেলিটক সিম হতে।