Primary school closed day announced- ২৮ জুন থেকে ১৯ দিন প্রাথমিক বিদ্যালয় বন্ধ – www.dpe.gov.bd

On the occasion of summer vacation and Eid-ul-Azha and Asadhi full moon, ( Primary school closed day announced) direct teaching in the classroom of primary school will be closed for a total of 19 days from June 26 to July 18. The Department of Primary Education has issued instructions in this regard on Thursday. It says www.dpe.gov.bd,

ঈদুল আযহা, আষাঢ়ী পূর্ণিমা ও গ্রীষ্মকালীন ছুটি উপলক্ষে ২৮ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত মোট ১৯ দিন প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণিকক্ষে সরাসরি পাঠদান বন্ধ থাকবে। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

এতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২২ খ্রিস্টাব্দের ছুটি তালিকায় গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে নির্ধারিত ছিল। শিক্ষকদের শ্রান্তি বিনোদন ছুটি প্রদানের সুবিধার্থে পূর্বে নির্ধারিত গ্রীষ্মকালীন ছুটি ১৬-২৩ মে’র পরিবর্তে ২৮ জুন থেকে ৫ জুলাই সমন্বয়পূর্বক নির্ধারণ করা হলো।

এমতাবস্থায়, আগামী ২৮ জুন থেকে ৫ জুলাই গ্রীষ্মকালীন ছুটি ও ৬ থেকে ১৬ জুলাই পর্যন্ত ঈদুল আযহা এবং আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষে বিদ্যালয়ে সরাসরি পাঠদান কার্যক্রম বন্ধ থাকবে।

See More Bank Job Circular

NCC Bank New Job Circular 2022

 Pubali Bank Limited job Circular 2022

South Bangla Agriculture and Commerce Bank Limited Circular 2022

Summer vacation in government primary school was scheduled for May 18-23 in the list of vacations for 2022 AD. In order to facilitate the teachers’ leisure, the summer vacation has been fixed from 26th June to 5th July instead of 18-23 May. In this situation, direct teaching activities will be closed in the school on the occasion of summer vacation from 26th June to 5th July and Eid-ul-Azha and Asadhi full moon from 6th to 18th July. ( Primary school closed day announced )

Recent Posts